সাহিন আক্তার কারিকরের কবিতা

সাহিন আক্তার কারিকর , পিতা মোস্তাফা কারিকর , মাতা জাহিরা বিবি । টাকি গভঃ কলেজের তৃতীয় বর্ষের ছাত্র। উত্তর 24 পরগণার হিঙ্গলগঞ্জ থানায় বাড়ি। মূলত জিরো বাউন্ডারি WhatsApp group থেকেই কবিতা লেখার উত্থান। সহজ সরল ভাষায় অনুভূতি প্রবণ কবিতা হৃদয়ের অন্দরমহলে তৈরি করে আবেগ । এই হল সাহিনের কবিতা। সুন্দরবনের প্রতন্ত গ্রামে বেড়ে ওটা এই তরুণ কবির কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। কাব্যগ্রন্থের নাম 'Sin _/ ডালিম '। আজ জিরো বাউন্ডারির একক উদযাপন বিভাগে থাকছে তরুণ এই কবির একগুচ্ছ কবিতা (অ) ২টি মৃত শালিকের সংসার ১ অথচ...! নষ্ট ডিমের মত চেয়ে গেছি উষ্ণতা কখনও কথা রাখেনি পথ চলতি নাগর শুধুই শরীরের উপর দেখেছে পালক রং রাত্রির নোঙর করা জল সন্ধি স্থলে খুঁজে নিচ্ছে বাঁচার রসদ, রক্ত পচা হৃৎপিন্ডের খড় ঘরে মাঠ, উন্মুক্ত যোনি প্রজন্মের চত্বরে বিক্ষোভ ঠিক এভাবেই আর একটি অসুস্থ সংসার পেতেছে দুধওয়ালা নদী চিবুকে চৈত্র মাসে তুলো পেঁচানো অভিমান সাঁতার...