বর্ণজিৎ বর্মনের কবিতা

পরিচিতি: বর্ণজিৎ বর্মন, জম্ম কোচবিহার জেলার বিনানই গ্রামে । বর্তমানে মালদায় থাকেন । রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় থেকে MPHIL চলছে অন্তর্জাতিক সম্পর্ক বিষয়ের উপর । নিভৃত কবিতা যাপনে অভ্যস্ত তরুণ এই কবি কবিতা জীবনের শুরু থেকেই জিরো বাউন্ডারি গ্রুপের সাথে যুক্ত এবং সেখানেই বিশেষ ভাবে লালিত। তাঁর কবিতায় পাঠক পেয়ে যাবেন ভাব এবং মননের চুড়ান্ত সমন্বয়। ইদানীং অনেক অনেক কবিতা লিখে চলেছেন কবি এবং প্রকাশিত হচ্ছে নানান পত্রিকায়। আজ জিরো বাউন্ডারির একক উদযাপন বিভাগে থাকছে তরুণ এই কবির বারোটি কবিতা। ১: অচল হৃদ এইতো নীরবতা যেখানে মুখরিত স্মৃতি হারানোর বিজ্ঞাপন- তুমি ছাড়া অচল হৃদয় , কে না জানে বলো কিছু কবি ? পথ খুঁজছি নিরবধি , কে যেন কাঁদে স্ব্প্ন দেখার পর? ও কি জানে সব সত্য ,সত্য নয় সব অসত্য অসত্য নয় এ কার বাণী? গোপনে গোপনে নিজ চোখ খুলে বন্ধ জানালার দিকে চেয়ে , চেয়ে দেখি শুধু স্তব্ধ আকাশ হয়ে ওঠে গেছে চেতনার ঘরে ঘরে ২ : দৌড় প্রিয়...