Posts

Showing posts from June, 2021

হামিদুল ইসলামের কবিতা

Image
  হামিদুল ইসলাম। জন্ম 5 মার্চ 1955 সাল। গ্রাম  ভোঁওর। পোস্ট  কুমারগঞ্জ। জেলা  দক্ষিণ দিনাজপুর। শিক্ষা  উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ও ইংরেজিতে স্নাতকোত্তর। উচ্চ মাধ্যমিক পাঠরত সময়ে স্কুলের একটি ম‍্যাগাজিনে প্রথম কবিতা প্রকাশ। কলেজ পিরিয়ডে বিভিন্ন পত্র পত্রিকায় লেখা প্রকাশিত হয়। লেখালেখির অভ‍্যেস ছোটোবেলা থেকেই। এ যাবৎ সাতটি একক কাব‍্যগ্রন্থ। ত্রিশটি যৌথ কাব‍্য সংকলন। প্রাঙ্গণ সাহিত্য পত্রিকা থেকে ' সাহিত‍্য রত্ন '  ' কবি সাগর ' সম্মাননায় সম্মানিত। লেখালেখি চলছে। এখন যবৎ বাঁচি তবৎ লিখি।  আজ জিরো বাউন্ডারির একক উদযাপন বিভাগে থাকছে কবির একগুচ্ছ কবিতা                                (১)  স্বপ্ন বাসর                                              সুবোধ বালক হাত চিঠি আঁকে  অভিমানী দুপুরের কুমারী মুখ ছুঁয়ে যায় কোঠাবাড়ি মন্থকূপ জলের স্পর্শ মাপি আঙ্গুল...