Posts

Showing posts from October, 2021

উম্মে ফারহিনের কবিতা

উম্মে ফারহিন উত্তর ২৪ পরগণায় থাকে , বাংলা সাহিত্যে মাস্টার্স।  ছোট থেকেই কবিতার প্রতি আগ্রহ এবং লেখা । পড়াশোনার জন্য দীর্ঘদিন বিরতি থাকার পর পুনরায় লেখা শুরু  মাস্টার্স চলাকালীন। খুব সহজ সরল ভাষায় লেখা কবিতা হৃদয়ে অনুভূতি সৃষ্টি করে । জিরো বাউন্ডারি চায় সম্ভাবনার নতুন মুখ তুলে আনতে । ফারহিন জিরো বাউন্ডারি গ্রুপের সাথে যুক্ত এবং ওখান থেকেই উত্থান।  আগামী দিনে আরও ভালো লিখবে আশা  রাখি। আজ একক উদযাপন বিভাগে রইল এই তরুণীর একগুচ্ছ কবিতা।  ১ : আলোকবর্ষ পেরিয়ে আলোকবর্ষ পেরিয়ে গতির মাঠে দেব চেনা স্মৃতি অচেনা মানুষ, তীব্র শব্দ মন কেমন করে। সুখ বিসর্জিত মঙ্গলেতেও প্রাণের উঁকি দেয়, পৃথিবী জোড়া মায়ার জগতে ঘুম ভাঙেনা আমার। শনির বলয় ভেদ করে যায় তোমার চোখের দৃষ্টি, সাধ জেগেছে মিশে যাবো; ব্ল্যাক হোলের নিকষ কালো অন্ধকারে। খুঁজো না আমায়---- হারিয়েছি অনেক আলোকবর্ষ পেরিয়ে।। ২ : শুষে নাও সব শ্রাবনের প্রবল বর্ষনে গর্জে ওঠে মন নিরুত্তাপ জনপদ, অস্থির সময় নদী নালা ভেদ করে। পরিপূর্ণ গিরিখাত জলের স্রোতে ভাসিয়ে দেয় অষ্টাদশীর হৃদয়। গাঙের মাঝি ঘুম পাড়ায় চিল পায়রার ধুম তুমি তো সূর্য, শু...