চন্দন চৌধুরীর কবিতা
চন্দন চৌধুরী বাঁকুড়া জেলায় থাকেন । ষাটের দশকে জন্ম। অবসরপ্রাপ্ত BSNL আধিকারিক। কবিতার প্রতি তীব্র ভালোবাসাই কবিকে সদা যুবক রেখেছে , অনিয়মিত লেখেন স্থানীয় পত্র পত্রিকায়। প্রথম কাব্যগ্রন্থ, ' মুখোশ খুঁজেছে আজ মুখের ঠিকানা ' । জিরো বাউন্ডারি সব সময়ই নতুন প্রতিভার সন্ধান করে । চন্দন চৌধুরী জিরো বাউন্ডারি গ্রুপের যাথেও যুক্ত। আজ একক উদযাপন বিভাগে রইল কবির একগুচ্ছ কবিতা এক্কেবারে আলাদা স্বাদের। ১ : ZERO IS TYPING তোর ঈর্ষা থেকে উঠে আসা একটি নগ্ন পিঠ এইমাত্র দুপুর-কে নিয়ে শুয়ে পড়েছে। আমাদের সীমান্ত অতিক্রম চোখে- বারো হাত কাপড় যতই লুকিয়ে রাখুক - এক্সট্রা দুটি বল-- বাউন্ডারি জানে--- কোন ব্যাটিং----নেট পর্দা ছিঁড়ছে আক্রোশ ছয়ের অনতিক্রম্য চোখ ধাঁধানো মার। এসবই একটি উত্তেজক টি ২০ শুধু নয়- মাঠের বাইরে কিছু এলে বেলে দর্শক- ঘুলঘুলি ফাঁক-- ঘুমিয়ে থাকা সাবান ফেনায়-- ধুয়ে দেবার বিনোদন-বেসিনআয়নার অসদ্ বিম্ব কে প্রতি দিন শূন্য রানে আউট করছে। আমাদের দৈনন্দিন দৈর্ঘ্য থেকে কেটে নেওয়া কয়েক ইঞ্চির আকাঙ্ক...