Posts

Showing posts from February, 2022

পিনাকী রায়ের কবিতা

Image
  জন্ম 13 ই জুন 1978 কলকাতায়। স্নাতকোত্তরের প্রাণিবিদ্যা ও এম.ফিলে পরিবেশ জৈবপ্রযুক্তি বিদ্যার সাথে বি.এড ডিগ্রী নিয়ে শিক্ষকতা পেশাকে সঙ্গী করে বারবার প্রকৃতিতে নিখোঁজ হয়েছেন। পছন্দের পেশা কে পাশে পেয়ে পাল্লা দিয়ে বেড়েছে তার অন্যতম নেশা গুলো যেমন ফটোগ্রাফি চর্চা ও কবিতা লেখা। নিজেকে বরাবরই "লিরিক্যাল" কবি হিসেবে প্রতিষ্ঠা করতে চেয়েছেন। বর্তমানে কবিতাই তার ধ্যান জ্ঞান। তার প্রথম প্রথম কাব্যগ্রন্থ "হৃদয়ের নীরবতার শব্দ শুনি" ইতিমধ্যেই বহুজনের প্রশংসা কুড়িয়েছে। বিমূর্ততার মধ্যে বরাবরই খুঁজে চলেছেন অমোঘ সৃষ্টি। আজ জিরো বাউন্ডারির একক উদযাপন বিভাগে থাকছে পিনাকী রায়ের পাঁচটি কবিতা।  (১) যুদ্ধ জননী এখনের মাটিটা বড্ড ঝুরঝুরে পা ফেললেই আটকে যায় সারা শরীরে, হাওয়া দিলে আত্মস্থ হয়। স্বামী সন্তান হারা ওইযে চলেছে আমার স্বাধীন দেশ। বুকের উপরে পা তোলাই যেত কিন্তু আপনজনের বুকের ওপরে অধিকারবোধ সহজাত। দোরে দোরে ঘোরে শব্দ ভিখারি, আমার দেশ ভালো আছো? একটু নীরবতা পালন করো ওরা ঘুমিয়ে আছে মাটির অনেক গভীরে, ওই ওদের স্পন্দন শুনতে পাও তো? আমার আব্রু গেছে, দান করেছি স্বামী সন্তান।