Posts

Showing posts from March, 2022

হামিদুল ইসলামের কবিতা

Image
  জন্ম 1955 সালের 5 মার্চ। দক্ষিণ দিনাজপুর জেলার অন্তর্গত কুমারগঞ্জ থানার ভোঁওর গ্রামে। আর্থিক সংকটের কারণে শৈশবে মাতুলালয়ে গমন। সেখান থেকে উচ্চ মাধ্যমিক। পরের লাথ গুড়ি খেয়ে পড়াশোনা আরো একধাপ এগোয়। 14 বছর বয়েসে স্কুলের ম‍্যাগাজিনে প্রথম কবিতা প্রকাশ। এ যাবৎ ন'টি একক কাব‍্যগ্রন্থ। চল্লিশের উপর যৌথ সংকলন কাব‍্যগ্রন্থ। ' প্রাঙ্গণ সাহিত‍্য পত্রিকা ' থেকে " সাহিত‍্য রত্ন " ও " কবি সাগর " সম্মাননায় সম্মানিত। লেখা চলছে। " যবৎ বাঁচি তবৎ লিখি"এই ধারণায় বিশ্বাসী কবি আজ জিরো বাউন্ডারির একক উদযাপন বিভাগে থাকছে কবির তিনটি ভিন্ন স্বাদের কবিতা।                         ১: মুক্তি জলের উঠোনে ধূপের সুবাস  নির্জন বদ্বীপ জুড়ে ছায়াডোবা কোমল গান্ধার  ঘুঘু ডাকা পোয়াতি রোদ  শুয়ে থাকে আধপোড়া মায়ায়   ।। রেল লাইনের পাশ বেয়ে রাস্তা যাত্রী বোঝাই হাজার হাজার রক্ত ভেজা লড়ি  কাড়া নাকাড়া    ঘরে ঘরে বিপ্লব   ।। তখনো হাতে হাতে বিলি হচ্ছে কারুকাজ করা প্রাচীন দিন  ছাতার নীচে চিরনিদ্রায় আচ্ছন্ন কালবেল...