Posts

Showing posts from May, 2022

আবু তালেব মোল্লাহ-র কবিতা

Image
  পরিচিতিঃ আবু তালেব মোল্লাহ্ বাংলাদেশের উত্তর পশ্চিম সীমান্ত জেলা চাঁপাইনবাবগঞ্জে ১৯৬২ সালে জন্ম গ্রহন করেন। স্থানীয় স্কুল ও কলেজে লেখাপড়ার পর রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্র বিজ্ঞানে স্নাতক (সম্মান) ও এম, এ পাশ করেন। অনুষঙ্গ সাবজেক্ট দর্শন এবং বাংলা ভাষা ও সাহিত্য পড়েন। ১৯৯০ সালে কর্মজীবন শুরু হয়। কর্মজীবনের সমাপ্তি টানেন ২০১৬ সালে। এরপর থেকে রাজশাহী শহরে স্থায়ী ভাবে বাস করছেন। এপর্যন্ত তার প্রকাশিত কাব্যগ্রন্থ তিনটি। এখনো লিখছেন।  কবি জিরো বাউন্ডারি গ্রুপের সাথে যুক্ত আছেন। আজ প্রকাশিত হল কবির একগুচ্ছ ভিন্ন স্বাদের কবিতা  ০১। বিকেল  এমনই কোমর বন্ধনী জড়িয়ে কোমরে নেমে আসে বিকেল— প্রতিদিন শাড়ির রং পাল্টায় ম্যাচ করে ঠোঁটের লিপস্টিক।  ভুল বুঝাটাও সহজ ব্যাপার নয় প্রশান্তমহাসাগরীয় গভীরতা লাগে, আর, এজন্য ব্যাপারটা ছোটখাটো হয়ে নাই,  ঋতু বদলেছে — পানি গড়িয়েছে অনেক। ০২। নিম্নচাপ সেই চ্যানেলটা নিম্নচাপ বিষয়ে  দিনরাত বকবক করে চলেছে, অভিজ্ঞতা থেকে ক্ষয়ক্ষতির জল্পনা  জুড়ে দিচ্ছে বিস্তারিত। কিছুক্ষণ পরপর চা ও বিস্কিটের ট্রে— ধেয়ে আসছে ঘুর্ণিঝড়। ০৩। ভ্রমন সবুজ ভূমিতে ঝিনুকগুলো ছড়িয়ে রেখেছি— পত্

স্নিগ্ধা মন্ডলের কবিতা

Image
  স্নিগ্ধা মন্ডল শিক্ষকতার সাথে যুক্ত , মাস্টার্স সহ বি পি এড করেছেন । । এছাড়া তাঁর নানান hobby আছে। যেমন নানান পদের রান্না করা , আলপনা দেওয়া, crafting এর কাজ , কারুশিল্প,  গান গাওয়া । ক্যারাটে এবং যোগাতে তিনি পারদর্শী,  পাহাড়ে ট্রেকিং করাও তাঁর একটা passion.   কবিতা লেখেন পাশাপাশি।  জিরো বাউন্ডারি গ্রুপের সাথে যুক্ত আছেন। এখানে এসে তিনি কবিতায় নতুন ভাবে শুরু করেছেন জার্নি।  আজ জিরো বাউন্ডারির একক উদযাপন বিভাগে রইল তাঁর একগুচ্ছ কবিতা।  ১: শেষের ইতিহাস আমার  নিঃশব্দ উপস্থিতি তোমার নিদ্রাভঙ্গ , সেদিন স্নানের ঘরের বাষ্পে পাবে আমার স্পর্শ, সেদিন জানবে আমি কত আপন, খাবারের গ্রাসে পাবে আমার ঘ্রাণ, সেদিন জানবে আমি কত খানি জুড়ে, বাস্তবতার বেড়াজালে তাকে বাঁধতে পারবেনা, এ 'আমি' সেই আমি। কোনো এক একাকিত্বের রজনীতে, আমি হব শয্যাসঙ্গিনী, তোমার কুন্তল ,ললাটে থাকবে আমার আর্দ্র স্পর্শ।। তোমার শরীরের প্রতিটি কোণায় কোণায়, মায়াজাল গেঁথে দেব আমি, চুম্বনে আঁকবো মুখমন্ডল, যার ছোঁয়া ফুটে উঠবে আরশির প্রতিচ্ছবিতে, যাকে অনুভব করবে তুমি, কিন্তু ফেরাতে পারবে না তার অনুজাল। ২ : অতিক্রম আকাশের দিকে চেয়ে দ