স্নিগ্ধা মন্ডলের কবিতা

 


স্নিগ্ধা মন্ডল শিক্ষকতার সাথে যুক্ত , মাস্টার্স সহ বি পি এড করেছেন । । এছাড়া তাঁর নানান hobby আছে। যেমন নানান পদের রান্না করা , আলপনা দেওয়া, crafting এর কাজ , কারুশিল্প,  গান গাওয়া । ক্যারাটে এবং যোগাতে তিনি পারদর্শী,  পাহাড়ে ট্রেকিং করাও তাঁর একটা passion.   কবিতা লেখেন পাশাপাশি।  জিরো বাউন্ডারি গ্রুপের সাথে যুক্ত আছেন। এখানে এসে তিনি কবিতায় নতুন ভাবে শুরু করেছেন জার্নি। 

আজ জিরো বাউন্ডারির একক উদযাপন বিভাগে রইল তাঁর একগুচ্ছ কবিতা। 


১: শেষের ইতিহাস


আমার  নিঃশব্দ উপস্থিতি তোমার নিদ্রাভঙ্গ ,

সেদিন স্নানের ঘরের বাষ্পে পাবে আমার স্পর্শ,

সেদিন জানবে আমি কত আপন,

খাবারের গ্রাসে পাবে আমার ঘ্রাণ,

সেদিন জানবে আমি কত খানি জুড়ে,

বাস্তবতার বেড়াজালে তাকে বাঁধতে পারবেনা,

এ 'আমি' সেই আমি।

কোনো এক একাকিত্বের রজনীতে,

আমি হব শয্যাসঙ্গিনী,

তোমার কুন্তল ,ললাটে থাকবে আমার আর্দ্র স্পর্শ।।

তোমার শরীরের প্রতিটি কোণায় কোণায়,

মায়াজাল গেঁথে দেব আমি,

চুম্বনে আঁকবো মুখমন্ডল,

যার ছোঁয়া ফুটে উঠবে আরশির

প্রতিচ্ছবিতে,

যাকে অনুভব করবে তুমি,

কিন্তু ফেরাতে পারবে না তার অনুজাল।


২ : অতিক্রম


আকাশের দিকে চেয়ে দেখ

সেই একফালি চাঁদ,

যার দিকে তাকিয়ে একদিন এঁকেছিলে 

আমার মুখ,

পেয়েছিলে সৃষ্টিরসুখ।

আজ আর সে কল্পনা কাজ করে না;

আজ সে নিশ্চুপ।

সময় থেমে থাকবে না,

একদিন তুমি চাইবে

আবার পেতে সেই এক বিঘত মুখ।

কাঁদবে, আঁতাত গড়বে,

লড়বে নিজের একাকিত্বের সাথে।

চুম্বনে আঁকবে এ ললাট, বক্ষ ও 

আয়ত চোখ।

কিন্তু,

সে ফিরবে না

আজ তার যাওয়ার সময়,

পালা বদলের এই খেলায়,

সে আজ এগিয়ে,

জীবন তরী যাবে পেরিয়ে,

ছিনিয়ে নেবে সকল সুখ।।


৩ : বিদায়ী তুমি


আমার বিমর্ষ চাদরে

আজ ও তোমার ঘ্রাণ,

আমার বক্ষ বিভাজিকায়

আজ ও তোমার নখের স্থান।

হৃদয়ের কোণায় কোণায় বাজছো আজ ও

করুণ সুরে-

বিদায়ী ভবঘুরে।

দেহের ছত্রে ছত্রে তোমার স্নেহ চুম্বন,

তোমার আত্মার উপস্থিতি,

মানসপটে।

পুড়িয়ে ছাই করেছ আমায়,

রন্ধ্রে রন্ধ্রে বইছে দাবানল।

দেহ তাপ হতে নিঃসরিত

 উদগিরিত গরল।

তোমার ঘরে আর যাবো না,

আর শোব না তোমার পাশে।

যে জোৎস্না ভাগ হয়নি,

আজ পালা তার কাঁদার

একলা আকাশে।।


৪ : দিনের পালাবদল


আবার বৃষ্টি নামুক

এই নাম না জানা নীড়ে,

এই অজানা ভিড়ে

না হয় আবার আসুক স্রোত;

মন ভিজুক, ভিজুক চিবুক

ভিজুক অন্তর।

ঝাপ্টা দিক মনে

খুলে যাক সব কপাট,

প্রেমের নতুন বার্তা আনুক 

হৃদয়ে,

ওষ্ঠে আসুক অকপট।

রচিত হোক নতুন কাহিনি

ধারায় ধারায়----

যেখানে অবাক কবি ভাষা হারায়।

হৃদয়ের কোমলতায় ধরা দিক নতুন সৃজন।

যারে ভুলে ছিলে তুমি

ভেবেছিলে কুজন।

আব্চ্ছা স্মৃতিতে আজ সে ফুটুক

বাঁচুক এক নতুন জীবন।

নতুন বসন্ত আসুক,

হোক নতুন মৌসুমের জয়গান।



Comments

  1. চারটি কবিতায় খুব ভালো লাগল।অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। ৩ নং কবিতায় চাদড়ে নয় চাদরে হবে,একটু দেখবেন।

    ReplyDelete
  2. রাঢ়ী বাংলায় চাদর হয়।চাদড় নয়।কবিতাগুলি ভালোলাগল।তবে তৎসম শব্দের প্রাচুর্য কেমন যেন সেকেলে করে দেয়!এটা ভাবা যায়।

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

দেবীপ্রসাদ বটব্যাল এর কবিতা

শ্যামল সরকারের কবিতা

শম্পা সামন্তর কবিতা