অমিত বাগলের কবিতা

অমিত বাগল। বয়স ৫৮,কবিতা পথ চলা :-৮০-র দশকে। জন্ম চিত্তরঞ্জন,, পেশা রেলকর্মী, বই1.ক্যনভাসে আদিম বর্বর2.জলবর্ণমালা3.পিওনপাখির সাইকেল 4.ইষ্টকুটু 5.অশ্রুবীজ 6.অসুখসোনা 7.অনুরোদের আসর। মা:-শ্রীমতি রানুকনা বাগল ; বাবা:-শ্রী উমানাথ বাগল আজ জিরো বাউন্ডারির একক উদযাপন বিভাগে থাকছে কবির একটি সিরিজ কবিতা। জন্মদিনের দাগ ১ বারিময়দানের মোনালিসা ম্যারেজ হল থেকে ফিরে এলাম ঝকঝকে রাত পশুপতি কমপ্লেক্স-এ --- আমাদের "বোতাম-ঘর "-টিতে দেয়া-নেয়া আছে আমাদের শিবের মাথায় জলের মধু দেবার মতো দেবীর পায়ে আমাদেরই পুষ্প-জনম ... মা কালো পাথরের বাটি করে চানজল রেখে দিতো মাদুলিতে ফুল ভরে কী গরম, কী গরম টপটপ টপটপ মোম ...