অমিত বাগলের কবিতা
অমিত বাগল। বয়স ৫৮,কবিতা পথ চলা :-৮০-র দশকে। জন্ম চিত্তরঞ্জন,, পেশা রেলকর্মী, বই1.ক্যনভাসে আদিম বর্বর2.জলবর্ণমালা3.পিওনপাখির সাইকেল 4.ইষ্টকুটু 5.অশ্রুবীজ 6.অসুখসোনা 7.অনুরোদের আসর।
মা:-শ্রীমতি রানুকনা বাগল ; বাবা:-শ্রী উমানাথ বাগল
আজ জিরো বাউন্ডারির একক উদযাপন বিভাগে থাকছে কবির একটি সিরিজ কবিতা।
জন্মদিনের দাগ
১
বারিময়দানের মোনালিসা ম্যারেজ হল থেকে ফিরে এলাম ঝকঝকে রাত
পশুপতি কমপ্লেক্স-এ ---
আমাদের "বোতাম-ঘর "-টিতে
দেয়া-নেয়া আছে আমাদের
শিবের মাথায় জলের মধু দেবার মতো
দেবীর পায়ে আমাদেরই পুষ্প-জনম ...
মা কালো পাথরের বাটি করে চানজল রেখে দিতো
মাদুলিতে ফুল ভরে
কী গরম, কী গরম
টপটপ টপটপ মোম
২
ফিরে এসে আবার সেই আনন্দেরই পরমায়ু...
মেয়ে আনন্দ সাজিয়েছে বেলুন দিয়ে। উপহার দিয়ে-থুয়ে
ওর বাবির জন্মদিনের দিন। 08-ই জুলাই...
মেয়ে আমার, মাও আমার--যা বকাঝকা দেয় না
কি বলবো তার...
কেক আনিয়েছে মিও-আমোরে থেকে।
নিজের চাকরির টাকা-পয়সা দিয়ে।
কেক কাটবো রাত পোহালে।
প্রণাম জানবেন আপনেরা সকলে।
ভালোবাসা ছোটজনাদের।
ঠাকুর আমাদের আশীর্বাদ করুন,যেন ফুল ফুটে যায় এই শরতে
শিউলি শুধু ফুল নয় গো
শরত সৈনিক অসুর নিধন হবে
৩
পরের পোস্ট জন্মদিনের....
তোর জীবন চলে আনন্দ বিনে !
৪
জন্মদিন
ব য় স টয়স কতো হলো রে
আমি কি আমি কি জানি তার
আমি জানি বাজারে ফজলি উঠবে
ফুটে আসছে স্থলপদ্মফুল
মিস্টি কুমোর ফালির ভেতর রঙ না ভোরবেলা রোদ?
কেক কাটবো কেক কাটবো
নাকের ডগায় লাগিয়ে দিবি জন্মদিনের দাগ
দিবি, বল না, দিবি তো
Comments
Post a Comment