রূপা অপরাজিতার কবিতা

রূপা বন্দ্যোপাধ্যায়, জন্ম21শে মার্চ,1976,হাওড়ায়। উচ্চ শিক্ষিত হলেও একজন গৃহবধূ এবং সমাজকর্মী । নিজস্ব সংবেদনশীলতায় লেখার তাগিদ এবং স্বতঃস্ফূর্ত কবিতা লেখাতে বিশ্বাসী। " আমার সেই ভাবনারই বৈদূর্য্য প্রতিফলন , প্রতিটি অক্ষরজাতক ই আমার জীবন দর্শনের এক একটি নিদাগ দর্পণ" এটাই হল কবির কথা। আজ জিরো বাউন্ডারির একক উদযাপন বিভাগে থাকছে রুপা অপরাজিতার চারটি কবিতা 1)অভিমন্যুরা পাওনাগুলো নেবার সময় পালনও পালকে মুড়ে নিই, অভিজাত অভিঘাত তুলে রাখি পুরনো সুটকেশে, ছত্রাকগুলো ছড়িয়ে পড়ছে ওদের নজর হয়ে আমাদের শরীরে। আপাত স্থিতিশীল আমাদের সবুজ আকাশ আগ্রাসী নিঃশ্বাসের চাতুরি নিয়ে আমাজন থেকে কান্না পাঠাচ্ছে যে যুদ্ধপিড়ীত বালক তার হাতে একটুকরো চকোলেট তুলে দিতে পারলেই ঘুম আসবে পৃথিবীর চোখে অজানা গর্ভের সাবলীল শ্লোকে আবার........আর ভুল না করলেই কি নয়? 2) কাঁটাতার আহত চাঁদের নীচে ছড়ানো ছেটানো সব ঝড়ে ভাঙা পাখির বাসার মত সাজানো সংসার আটকে আছে শখে নিহত দুচোখে সীমানার ক্যানভাস। ওইখানে পরিপাটি লক্ষ্মীর আলপনা, পীরের প্রসাদ কাঁটাতার...