হরিদাস পালের কবিতা

কবি হরিদাস পাল কোচবিহারের তুফানগঞ্জে থাকেন। সঙ্গীত চর্চা থেকে এসেছেন কবিতা লেখায়। পেশায় স্কুল শিক্ষক ছিলেন । তাঁর কবিতায় জীবনের অভিজ্ঞতা এবং জীবন দর্শন থেকে নেওয়া স্বর শুনতে পাওয়া যায় ।স্পষ্ট জড়তাহীন উচ্চারণ । আজ জিরো বাউন্ডারির একক উদযাপন বিভাগে থাকছে কবির একগুচ্ছ কবিতা । আশা করি পাঠক মননে কম্পন তুলবে। ( ৪) পরিবার এই বুঝি তোমার পরিবার? এতো ফুটোফাটা! পারবে তো বন্ধ করতে তোমার ওই একা হাতে? সে সময় হারাবার কিছুই ছিল না, এখন আছে। কেউ কেউ বলছে, " আছে, নিজের পরিবার তো ! " তবে একা কেন ? সব্বাইকে পাশে আনো, কথা বলো, শোন ; নইলে দেখবে, কত মূল্যের মূল্য সরে পড়ছে, হয়তো স্বয়ং সম্পূর্ণ শরীরটাও ক্ষয়ে গেছে দিন শেষ হবার আগে। ( ৫) চাল কথা হয়ে গেছে, ভিতরে ভিতরে। মিথ্যেয় কৃপণতা নয়, যত পার... ; পোশাক ঠিক রেখো, যে সময়ে বসে আছ। উপর থেকে যা দেখছ, সব মিথ্যে। মিথ্যে আমার নিষ্পাপ চোখের চাওয়া। এখানেও একটা চাল থাকে, বলতে পার দাবা, আমি ওস্তাদ।...