Posts

Showing posts from August, 2019

হরিদাস পালের কবিতা

Image
কবি হরিদাস পাল কোচবিহারের তুফানগঞ্জে থাকেন। সঙ্গীত চর্চা থেকে এসেছেন কবিতা লেখায়। পেশায় স্কুল শিক্ষক ছিলেন । তাঁর কবিতায় জীবনের অভিজ্ঞতা এবং জীবন দর্শন থেকে নেওয়া স্বর শুনতে পাওয়া যায় ।স্পষ্ট জড়তাহীন উচ্চারণ ।  আজ জিরো বাউন্ডারির একক উদযাপন বিভাগে থাকছে কবির একগুচ্ছ কবিতা । আশা করি পাঠক মননে কম্পন তুলবে।  ( ৪) পরিবার    এই বুঝি তোমার পরিবার?  এতো ফুটোফাটা! পারবে তো বন্ধ করতে তোমার ওই একা হাতে?   সে সময় হারাবার কিছুই ছিল না, এখন আছে।  কেউ কেউ বলছে, " আছে, নিজের পরিবার  তো ! "    তবে একা কেন ?  সব্বাইকে পাশে আনো,  কথা বলো, শোন ; নইলে দেখবে, কত মূল্যের মূল্য সরে পড়ছে, হয়তো স্বয়ং সম্পূর্ণ শরীরটাও ক্ষয়ে গেছে দিন শেষ হবার আগে।  ( ৫) চাল কথা হয়ে গেছে, ভিতরে ভিতরে।  মিথ্যেয় কৃপণতা নয়, যত পার... ; পোশাক ঠিক রেখো, যে সময়ে বসে আছ।  উপর থেকে যা দেখছ, সব মিথ্যে।  মিথ্যে আমার নিষ্পাপ চোখের চাওয়া।  এখানেও একটা চাল থাকে, বলতে পার দাবা, আমি ওস্তাদ।...

চিরঞ্জীব হালদারের কবিতা

Image
 মূলত ছোট পত্রিকায় লেখালেখি। সম্পাদিত পত্রিকা কবিকল্প। বইপড়া আর কবিতার জন্য সারা জীবন উৎসর্গীকৃত  জন্ম ১৯৬১ সেপ্টেম্বর। দ ২৪ পরগণা। মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। গ্রামীন আবহে স্কুল জীবন কেটেছে দ ২৪ পরগণায় বিগত চার দশক নাগরিক আবহে কর্মসুত্রে সারা ভারতবর্ষে  দেখা। এপর্যন্ত ১৫ টি কাব্যগ্রন্থ। প্রকাশিত আটটি। "বাহান্নটা টেক্কা ফিরে ফিরে আসে" গ্রন্থের জন্য বুক ফেয়ার গিল্ড কতৃক পুরস্কার ২০০৭এ।  1 :  এই জনবসতির ওপারে কোন জ্যোৎস্নাপল্লী আছে কি? ভিন্সেন্ট হেঁটে যাচ্ছেন। সারি সারি মূক আলপথ। তিনি কি শীর্ন জল ধারার  ক্ষনপ্লাবী সাক্ষাতকার আর কচি মাছের তাবু থেকে কানকোতে লেগে থাকা হৃদবর্নের উপছানো আলেক্ষ্য । তার উলঙ্গ পায়ে কি রক্তের নুপুর বাঁধা ছিল। এখন দুগ্ধবতী ধানক্ষেত।  ভিন্সেন্ট ও তার প্রেমিকার পোস্টমর্টেম সঙ্গম কাত্তিকের নিশাহাওয়ায়  নিরুদ্দেশ ছিল কিনা কে বলে দেবে। 2 :  কিভাবে একজনের মৌলিকত্ব হরন করিতে হয় শিখে নিও। শিখে নিও শবদেহের বাহক গাড়ির ধর্ম ও তার মৌলিক তথ্য। চালক জানেনা দ্রুতি আর শোকের ভেতর কোন লক্ষণরেখা থাকে কি...