Posts

Showing posts from October, 2020

অজয় ঋষি দাসের কবিতা

Image
  বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার এক ঐতিহাসিক অঞ্চল টাকির একেবারে প্রান্তিক চত্বরের একটা গ্রামে বেড়ে ওঠা| টাকী রামকৃষ্ণ মিশন উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক গন্ডি পেরোনো| বর্তমানে ইলেক্ট্রিকাল ট্রেড  নিয়ে Iti করছেন  ছোটবেলা থেকে কবিতার সাথে পরিচয় কিন্ত জিরো গন্ডির আবর্তে অন্য রকম দৃষ্টি দিয়ে দেখতে শিখেছেন আজ জিরো বাউন্ডারির একক উদযাপন বিভাগে থাকছে অজয়ের একগুচ্ছ কবিতা।   ১: ডার্ক ওয়েবের পণ্য আমি*              দৃশ্য ১ স্থূল কোণে শুইয়ে বরফ মেশানো নীল ওয়াইন ঢেলে চলেছো আমার স্তনের ফাঁকে আর মাঝে মাঝে চুমুক দিয়ে চুষে নিচ্ছো আমার যোনির ওপরে মুখ রেখে দুচোখে নেশা মেখে এসেছো আর আমার নেশার আগুনে নেশা ঢেলে আররও নেশাতুর হতে চাইছো আমার দুচোখের সামনে তলপেট বেয়ে নেশা গড়িয়ে পড়ছে যোনি দিয়ে চুইয়ে চুইয়ে ঢুকে যাচ্ছে আর আমি ঠোঁট কামড়ে কামড়ে নেশা সংবরণ করছি আমার নেশা পিক পয়েন্টে ওঠার আগেই তুমি হাত দুটি বেঁধে ফেলেছো যে দুটি মেয়েদের নেশা আঁকড়ে ধরার একমাত্র সম্বল তুমি তোমার শরীরকে আমাকে স্পর্শ করতে দাওনি আমাকে তুমি ছিঁড়ে খেয়েছো সর্বাঙ্গ দিয়ে যখন আমার শরীর ফিনিক্সের মতো লেমিঙ্গের মতো ধ্বংসের লীলায় মেতে ওঠতে চাইছে শরীরের

দীপঙ্কর বেরার কবিতা

Image
দীপঙ্কর বেরা স্বাস্থ্য দপ্তরে কর্মরত এবং কলকাতায় থাকেন। কবিতা লিখছেন দীর্ঘদিন হল । আজ জিরো বাউন্ডারির একক তাঁর একগুচ্ছ কবিতা।  ১: পেট ভর্তি নৃত্য যতটুকু আমি বুঝি নি ততটুকুই তোমাকে বোঝাতে শব্দের হাত ধরি,  আর খেলা করি জগাখিচুড়ি। তুমিও বাহবা দিয়ে ধারালো স্তব বাক্যে হয়ে যাও যত রকমের রাজনৈতিক কর্মকান্ডের একনিষ্ঠ। বোকা কেউ নয় তবু ভাতের টান পড়লে বেঁচে থাকা আর মরে যাওয়া হয়ে যায় বোধ বুদ্ধিহীন ঘোর লাগা অলৌকিক কোন জীবন। সে তখন যা কিছু করতে পারে তুমিও তখন তাকে নিয়ে যা কিছু করাতে পারো, ফলত সৃষ্টি হওয়া যুগ বিশৃঙ্খলায় কেউ আর সাধু পুরুষ থাকে না। পুরোটাই পেট ভর্তি ভাতের নৃত্য সংসারের লাগোয়া তুমি আমি একা একজন হয়তো বা অনেকজন কিংবা আমরা সবাই। ২: সময়কাল  লোটা কম্বল গোটাতে জানে ভজহরি মাসের শেষ হতে ঢের বাকি তবু জপ কৃষ্ণ দানার খোঁজে এক একটা মুরগীর ঠোঁট, নতুন শব্দ লক ডাউনে তাও ঠনঠন গোপাল। সরকার আছে বলে জনগণের প্রতি উপুড় করে আমরা আজও আন্তর্জাতিক। তুমি হেঁটেছো বলে এত তর্কবিতর্ক ভুলে যাচ্ছ সময় আসলেই পেন্ডামিক প্রাণ কেড়ে নেওয়া কোন দুর্বোধ্য নয়। এসো, কম্বল টানাটানি করে বাঁচি মরে যাওয়া হোক তুরুপের