আবু তালেব মোল্লাহ্ র কবিতা

পরিচিতি: নাম: আবু তালেব মোল্লাহ্ জন্ম: ১৯৬২ সাল। বাংলাদেশ। উত্তর বঙ্গের চাঁপাইনবাবগঞ্জ জেলা। শিক্ষা: রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক (সম্মান) এবং এম এ। সাথে অনুসঙ্গ দর্শন এবং বাংলা ভাষা ও সাহিত্য। কর্ম: শায়ত্বশাসিত সরকারী প্রতিষ্ঠানে সাড়ে ছাব্বিশ বছর কাজ করে স্বেচ্ছায় অবসর। বসবাস: রাজশাহী শহর। প্রকাশিত কাব্যগ্রন্থ একটি। আজ জিরো বাউন্ডারির একক উদযাপন বিভাগে থাকছে কবির একগুচ্ছ কবিতা। ১: এনিমেশন তার বুকের বালিয়াড়িতে ক'টা রাজহাঁস ছেড়ে আসি আরেকটু অপেক্ষা করলে সঙ্গমের পূর্বরাগ দেখা যেত। বিকেলে দু' চাকার গাড়ি চড়ে ফিরতে রাস্তার ধারে আমবন, কাঁচা আম কিনি ঠিকা দরে, ক্ষেতমজুর কিসিম বাবার শিশুপুত্র শিশুকন্যা – ঝোপ হাতড়ে ঝড়পড়া আম কুড়ায়, গামছা পেতে রাস্তার ধারে বসে বিক্রি করে। শহরতলীর রাস্তায় লাইট পোস্টে তখন সদ্য আমদানিকৃত এলইডি জ্বলে উঠছে, এক কাপ আদা চা, আর একটা লাইট বেনসন - - - মাথায় একটা পোকা নড়ে উঠে ওরা রাজহাঁস নাকি বালিহাঁস ছিল। ২: লাল শোয়েটার জনমের প্রেম পান করে নির্জনতা। সম্মুখে বিস্তৃত আকাশ ও মাটি দূরে জলধারা তৃন অথবা দিগন্তের সবুজ বনানী এবং কুয়াশার মসলিন চ...