মোঃ আনোয়ার হোসেন কবিতা

মহম্মদ আনোয়ার হোসেন বাংলাদেশের ময়মনসিংহে থাকে। যখন দীর্ঘ কবিতা লেখার চল প্রায় বন্ধ হয়ে যাচ্ছে বললেই চলে , তখন তরুণ আনোয়ার লিখে চলেছে একের পর এক দীর্ঘ কবিতা। যদিও কম বয়সের জন্য কিছুটা আবেগ থাকছে , তবে আনোয়ার বেশ সম্ভাবনাময়। আজ জিরো বাউন্ডারিতে প্রকাশিত হল তার একটি দীর্ঘ কবিতা। রাত্রির ক্লান্ত শহর --------------------- নূঁয়ে পড়া আকাশ একফালি চাঁদ উদিত হচ্ছে ঘুমন্ত শহরে, নিস্তব্ধতা ভাঙতে আকাশের। আর শহর ঘুমন্ত, ঘুমন্ত মানুষের শহর, ক্লান্তির ঘুম শহরে, ঘুমন্ত পাথরে অট্টালিকার প্রাচুর্যে। রাত্রির ক্লান্ত পৃথিবীর শহর ক্লান্ত হয়ে মুখ থুবড়ে ঘুমিয়ে, নাবিক মন ঘুমের রাজ্যের অলসতার বিবর্ণতার ধূসর। এক পেশে মনে হয় পুরো ঘুম শহর ...