অমিত বাগলের কবিতা

 


অমিত বাগল। বয়স ৫৮,কবিতা পথ চলা :-৮০-র দশকে। জন্ম চিত্তরঞ্জন,, পেশা রেলকর্মী, ব‌ই1.ক্যনভাসে আদিম বর্বর2.জলবর্ণমালা3.পিওনপাখির সাইকেল 4.ইষ্টকুটু 5.অশ্রুবীজ 6.অসুখসোনা 7.অনুরোদের আসর। 

মা:-শ্রীমতি রানুকনা বাগল ; বাবা:-শ্রী উমানাথ বাগল

আজ জিরো বাউন্ডারির একক উদযাপন বিভাগে থাকছে কবির তিনটি কবিতা। 

১:  টানাটানি 


লিখি আনন্দ 

লিখি 

আনন্দের পরমায়ু 

বিধাতাপুরুষ 

আমার  কপালে যতখানি পরমায়ু লিখে দিয়েছেন

 ষষ্ঠী  জাগরণে


তার  সবটুকু তোকে দিয়ে রাখি , নে নে ধান-দুব্বো...

আর তাই নিয়ে

তুই শুধু আনন্দ  লিখে দে আমার  জীবনে 


দেয়া-নেয়া আছে আমাদের 

কাকে না বলেছি আমি

দ্যাখ,দেখে যা   সব দেখা ফেলে আয়

জীবন যে কতো বড়

সাতসকালে


তোর হাত থেকে পায়রা খাচ্ছে দানা...এও কী কম আনন্দ  নাকি


জীবন-যাপনে  পাখি ও তোর এতো বড় বন্ধুতা

  খুব বড় আগমণী

খুব বড় টান

টান বুঝলি না--দানা নিয়ে 

আমার  উঠোন ধোয়ানো জল 

ঠোঁটে করে টেনে নিলো 

বসন্ত-বউরি


২:  আমার  সৃজন 


সব গেছে। মধুরম্ মধুরম্। সব। এখন দুর্নাম, আর পড়াবেনা স্যার ---

কজন পার্থসারথী হয়! মানুষের  স্তব্ধতা দেখোনি তো

 এই হলো গিয়ে সময়। অবহেলা পেয়ে পেয়ে, ফুঁপিয়ে  ফুঁপিয়ে ড্রপ-স্কুল


ঠিক করে কেউ কিছু শুনবেনা,জানবে যা ভাসা ভাসা---

বিষপাতা চিবিয়ে চিবিয়ে গরুছাগলের হাঁটাচলা যেরকম 


এসময় বন্ধু  হাতে পেলে

নমঃ মধু নমঃমধু নমঃ মধু 


অপূর্ব  ভুলে যাবো, যত বদনাম, 


আকাশকন্ঠী পাখি হতে হতে দুটিহাত

কিকরে কি  জানি আমি 

ডানার পরিধি ---

তোকে পেয়ে পিঠে করে নিয়ে যাবো

খুঁজে খুঁজে

সুবচনীর ঘরটি যেখানে


 এই উত্সব, এতো এতো পাখিসব

মানুষের মতো লোকজন-‌ই ছিল তারমানে---

সময়ের বদনামে এ আকাশ ও  আকাশ


আকাশ দেউলে তখন থেকে শাঁখ বাজছে


 ৩: তালপুকুর 


স্থলপদ্মের  ফুটে ওঠা থেকে পাশের বকফুল গাছের কুড়িতে ভ্রমর উড়ে গেল


  পরাগমিলন,নাকি

 মানুষের

পরনিন্দা-পরচর্চা 

বকফুলের কানে এসে ঢোকে !

পাশে মানুষ আছে বলে ঘোরপেঁচও থাকে 

তারফলে যেন দুদিনেই মড়মড় করে ভেঙে যাবে চিরজীবনের-সাঁকো ! 

সাঁকো! 

আর সাঁকো ভাঙলেই

বুঝি 

বুকের ভেতর তোর জন্যে ছটফটানি থেমে যাবে !

ছটফটানি---

ওরে সেতো ভাদ্রের মেঘ, মেঘ বুঝলি না---

তিলকে  তাল করতে করতে যাচ্ছে যে

চল দেখি,কে আগে ঝাঁপ দিয়ে তুলে আনতে পারি

পাকাতাল

Comments

Popular posts from this blog

দেবীপ্রসাদ বটব্যাল এর কবিতা

শ্যামল সরকারের কবিতা

শম্পা সামন্তর কবিতা