শ্যামল সরকারের কবিতা
মাননীয় মন্ত্রী স্বপন দেবনাথের সচিবালয়ের বিশেষ দায়িত্বপ্রাপ্ত আধিকারিক । দরিদ্র কৃষক পরিবারে জন্ম ,পূর্বস্থলী থানার বেলগড়িয়া গ্রামে । বর্তমানে থাকেন হুগলির চুঁচুড়াতে। প্রাণী বিজ্ঞানে মাস্টার্স সহ ,পোষ্ট গ্রাজুয়েট ডিপ্লোমা এগ্রিকালচার এক্সটেনশন ম্যানেজমেন্ট. সার্টিফাইড livestock Advisor. Manage হায়দরাবাদ থেকে । প্রাণী সম্পদ দপ্তরের বিভিন্ন দায়িত্ব সামলেছেন ।
সরকারি দায়িত্বশীল এবং উচ্চ পদে থেকেও কবিতার প্রতি তাঁর টান রয়ে গেছে সেই স্কুলে পড়াশোনার সময় থেকেই । কবি শ্যামল সরকার সমাজের অবক্ষয় এবং বৈষম্যের বিরুদ্ধে খুব সহজ সরল ভাষায় এবং ছন্দে লিখতে ভালোবাসেন। সেই সঙ্গে তিনি ভিন্ন ঘরানার কবিতাও লেখেন। তাঁর কবিতায় আমরা প্রাণ খুঁজে পাই।
জিরো বাউন্ডারির একক উদযাপন বিভাগে আজ থাকছে স্বাদ বদলের কবিতা , যেখানে সাবলীল ছন্দ কীভাবে তরতর করে বয়ে গেছে কবিতার শরীরে এবং কবিতা হয়ে উঠেছে মুক্ত ছন্দের বাহক। কবি শ্যামল সরকারের একগুচ্ছ কবিতা ঠিক তেমনই প্রকট। পাঠক পড়ে আনন্দ পাবেন নিশ্চয় ।
চালচিত্র
(১)
গরিব গুর্বো গবেট গাধা
কালো কালো আত্মীয় সব
কোনো একটা নেই কো সাদা
সাধে কি আর বাবুরা বলে
হাঁদারাম বোকার হদ্দ হাঁদা ভোঁদা
ভয় পেলে ভরসা তোদের
হয় ভগবান নয়তো খোদা
বাস্কেটকে বলিস তোরা বাঁশের ঝুড়ি
এ জীবনে তোদের মুখে ছুটবে নাকো
ভুলে ভরা ইংরেজির দারুণ ফুলঝুরি
নিজের দুধ খাইয়ে তোদের
সব বোনেরা অল্প দিনেই হচ্ছে বুড়ি
সকাল হলেই জলের মতো
গলছে শুধু টাকার কড়ি
কথায় কথায় ফড়ফড়িয়ে
তাই তো বলি , স্যরি , ভেরি স্যরি
(২)
পেটের দায়ে কাজের চাপে
প্রখর রোদে সূর্য তাপে
থরথরিয়ে শরীর কাঁপে
বাবুবাড়ির গোমস্তা কাকা
হনহনিয়ে আসেন একা
চড়া সুরে দেন যে ধমক
হার হদ্দ অলস কুঁড়ে
ইচ্ছে করে কাম করিস না
ভেবে দেখিস
দিনমজুরি না পেলে
সারা যাবে বউ ও ছেলে
ভাতের লোভে ভয়ের চোটে
তরতরিয়ে আত্মা ছোটে
রক্ত ওঠে নিজের ঠোঁটে
লাঙল সমেত বলদ জোড়া
বাঁধন ছাড়া বল্গা ঘোড়া
হেঁটে বেড়ায় মনিব ছাড়া
ভরদুপুরে ডুলি চেপে
শরীর আসে জীবন ছেঁড়া
নিজের তৈরি কুঁড়ে ঘরে
স্যরি স্যরি , ভেরি স্যরি
(৩)
বোকার মতো তোরা কেবল
ক্যাবলা মুখে চোপসা গালে
ঝাপসা মাখা দৃষ্টি নিয়ে
ফ্যালফ্যালিয়ে আকাশ পানে
চেয়ে থাকিস ।
বলতে পারিস
সাধে নয়গো , বাধ্য হয়ে
ঝুঁকি নিয়ে পেটের দায়ে
ভরা বর্ষায় দরিয়া মাঝে ভাঙা নৌকায়
পেটের রসদ ফেরি করি
মেদ ঝরিয়ে বেতের মতো রোগা হাতে
রোজ সকালে খরচ করে জিমে ছুটি
তোদের মতো বলি না তো
রুগ্ন আমার হল স্বামী
পেটের দায়ে নয়কো শখে বাবুমশাই
ছোট থেকেই লড়াই করি
ক্ষেতি , নয়তো মুটেগিরি
যখন নেইকো জানা
তখন বাধ্য হয়েই সইতে হবে
আমাদেরই দাদাগিরি ,স্যরি , ভেরি স্যরি
Comments
Post a Comment