Posts

Showing posts from August, 2021

খুকু ভুঞ্যার কবিতা

Image
  জন্ম:১৯৮৪ সাল ২২শে অক্টোবর, পিংলা থানার অন্তর্গত জলচক সংলগ্ন জঁহাট গ্ৰামে।মা: শ্রীমতী রাধারানী মাইতি বাবা:শ্রীযুত রবীন্দ্রনাথ মাইতি। শিক্ষা: মাধ্যমিক। পেশা: গৃহবধূ ।কাব্যগ্রন্থ তিনটি:১: লেপের আদর খোঁজে ফুটপাত ২: মাটিপাঠ ৩: চন্দনে সাজিয়ে দাও কান্না আজ জিরো বাউন্ডারির একক উদযাপন বিভাগে থাকছে কবির পাঁচটি কবিতা  ১ : খরা প্রহর শূন্য নদী অশ্রুই অনিবার্য ছিল, রোদ প্রহেলিকা স্বীকার না করে মন পেরোতে চায় ঝড় বজ্র যত ভাঙচুর পেছনে পড়ে পতিত হয় সবজি বাগান পাটখেত ঝরে পড়ে তুলসী ফুল সন্ধ্যামণির শ্বাস কোলের বন্ধনে জড়িয়ে থাকা সম্পর্ক দিশাহীন পাখি পথের ঠিকানা না জেনেই মেলে দেয় ডানা পালকে মেখে নেয় ঝড়ের গান, সর্বনাশ সময় না দিলে গাছও বেঁকে যায় থানকুনি ঘাস হারিয়ে ফেলে শিকড় ঘাম পুরুষ আলের কোণে বসে কান্না করে তুমুল সে অশ্রু বায়ুকোণের ঝড় ডাকে তছনছ করে দেয় যতটুকু সুন্দর আছে বেঁচে যতটুকু অক্ষত অতি গোপনে তাকে একমুঠো ফুল দেবার প্রয়োজন ছিল ভেবে যতবার খনন কাজ শুরু, বৃষ্টি উধাও খরা প্রহর শূন্য নদী চুপচাপ, উদাস বন্ধন এক মায়া বেড়ার গেরোর মতো শক্ত হলে চাঁদ সূর্য সত্য তুমি আমি সত্য বিনিময় সমর্পণ দেওয

রুমানা আকতার রুমুর কবিতা

Image
  রুমানা আকতার মুর্শিদাবাদের ডোমকলের বাসিন্দা।  জিওগ্রাফিতে অনার্স নিয়ে পাঠরতা।  নিজের ভালোলাগা থেকে কবিতা লিখতে আসা এবং পরবর্তীতে জিরো বাউন্ডারি গ্রুপে থেকেই পরিশীলিত হওয়া।  আগামীতে রুমানা নিজেকে প্রতিষ্ঠিত করবে । আজ জিরো বাউন্ডারির একক উদযাপন বিভাগে থাকছে রুমানার পাঁচ টি রোমান্টিক ঘরানার প্রেমের কবিতা।  ১: আমার প্রেমিক পুরুষ                          আমি এমন একটা প্রেমিক পুরুষ চাই...! যার ঠোঁটের কোণে থাকবে লাজুক হাসি ঈষৎ ভাঁজ যুক্ত ললাটে এলোমেলো চুলের বাহার। আমি এমন একটা প্রেমিক পুরুষ চাই..! যে মানুষটি হবে গভীর কবিতা প্রেমী, সাপ্তাহিক ছুটির দিনে দেখা করতে এসে, তার হাতে থাকবে না কোনো গোলাপ শুধু থাকবে, একখানি নীল খামে মোড়া চিঠি আর একগুচ্ছ বকুল ফুল.. আমি এমন একটা প্রেমিক পুরুষ চাই...! তার কথায় থাকবেনা কোনো জড়তা, থাকবেনা কোনো সংকোচ বোধ। যে মানুষটি কাছে নিজেকে ভেঙে টুকরো টুকরো করে খুচরো পয়সার মতো জমা রাখা যাবে নির্দিধায়। আমি শুধু একটা প্রেমিক পুরুষ চাই...! চির তরুণ হৃদয় নিয়ে লিখে যাবে  হাজারো কবিতা, শোনাবে মোরে, চিরচেনা বকুলের সুবাস থাকবে দুটি হৃদয় জুড়ে। ২: সুখের তরী              

সুদীপ ঘোষালের কবিতা

Image
পরিচিতি- পূর্ববর্ধমান জেলার কাটোয়া শহরে বাস। জন্ম পূর্ব বর্ধমান জেলার বড়পুরুলিয়া গ্রামে। স্কুলজীবন থেকেই লেখালেখি শুরু।কবিতা লিখতে ভাল লাগে, নিজের মনের কথা বলা যায়। সুদীপ ঘোষালের কাব্যপুস্তিকা হল ঝরা ফুলের গান,আনন্দের একতারা,সাদামেঘের উড়ান ও যখন তুমি মৌন হলে।কবিতার ভালমন্দ পাঠকের হাতে।কবি ও কবিতা,হ্যালো টেষ্টিং বাংলা কবিতা,আরম্ভ,কবিশেখর,কৃতিএখন ওয়েব,কৃত্তিবাসী ওয়েব, তথ্যকেন্দ্র ও আরও নানা পত্রিকায় নিয়মিত কবিতা লেখেন।পেশা- শিক্ষকতা।  আজ জিরো বাউন্ডারির একক উদযাপন বিভাগে থাকছে কবির নয়টি কবিতা   ১: পুনর্জন্ম মায়াময় মাদকতায় ভাসে জীবকুল প্রথামত ভাসে চিতাভস্ম নাভিকুন্ডলি আমিও ভেসে চলেছি উদ্দাম এক মূর্খ জগতে সেখানে অহঙ্কার লিপস্টিক আঁকে  নেশায় ভগ্ন মনোরথে কাঁদে যুধিষ্ঠিরের ভাবনা... হংস মিথুনে চলে পুকুরজীবন ছেঁড়া শালুকের দলে, গ্রীষ্মের শুকনো দাবদাহে আবার পুকুরের কঙ্কাল, ফুটিফাটা হয় গভীর তল আশা দিয়ে বর্ষা ভাসায় জীবনের স্পন্দন... ২: প্রবাহ একটা পাগল দেহ অনবরত হস্তমৈথুনে ব্যস্ত পৃথিবী বেঁধে চলেছে চুলের ফিতে,রঙ বেরঙের রাস্তায় ঘাসের শরীরে পথরেখা মিলিয়ে যাচ্ছে একটা সবুজ বন্ধনে বাঁধা পরে শিশির মায়া এ