খুকু ভুঞ্যার কবিতা

জন্ম:১৯৮৪ সাল ২২শে অক্টোবর, পিংলা থানার অন্তর্গত জলচক সংলগ্ন জঁহাট গ্ৰামে।মা: শ্রীমতী রাধারানী মাইতি বাবা:শ্রীযুত রবীন্দ্রনাথ মাইতি। শিক্ষা: মাধ্যমিক। পেশা: গৃহবধূ ।কাব্যগ্রন্থ তিনটি:১: লেপের আদর খোঁজে ফুটপাত ২: মাটিপাঠ ৩: চন্দনে সাজিয়ে দাও কান্না আজ জিরো বাউন্ডারির একক উদযাপন বিভাগে থাকছে কবির পাঁচটি কবিতা ১ : খরা প্রহর শূন্য নদী অশ্রুই অনিবার্য ছিল, রোদ প্রহেলিকা স্বীকার না করে মন পেরোতে চায় ঝড় বজ্র যত ভাঙচুর পেছনে পড়ে পতিত হয় সবজি বাগান পাটখেত ঝরে পড়ে তুলসী ফুল সন্ধ্যামণির শ্বাস কোলের বন্ধনে জড়িয়ে থাকা সম্পর্ক দিশাহীন পাখি পথের ঠিকানা না জেনেই মেলে দেয় ডানা পালকে মেখে নেয় ঝড়ের গান, সর্বনাশ সময় না দিলে গাছও বেঁকে যায় থানকুনি ঘাস হারিয়ে ফেলে শিকড় ঘাম পুরুষ আলের কোণে বসে কান্না করে তুমুল সে অশ্রু বায়ুকোণের ঝড় ডাকে তছনছ করে দেয় যতটুকু সুন্দর আছে বেঁচে যতটুকু অক্ষত অতি গোপনে তাকে একমুঠো ফুল দেবার প্রয়োজন ছিল ভেবে যতবার খনন কাজ শুরু, বৃষ্টি উধাও খরা প্রহর শূন্য নদী চুপচাপ, উদাস বন্ধন এক মায়া বেড়ার গেরোর মতো শক্ত হলে চাঁদ সূর্য সত্য তুমি আমি সত্য বিনিময় সম...