সংযুক্তা পালের কবিতা


বাংলা সাহিত্য নিয়ে পড়াশোনা। বর্তমানে স্কুল শিক্ষিকা। বাড়ি কোলকাতা সংলগ্ন মহেশতলা এলাকায়। একাধিক পত্র পত্রিকার সঙ্গে যুক্ত। সাম্প্রতিক প্রকাশিত বইয়ের নাম 'অনভিপ্রেত ছায়া'।

আজ জিরো বাউন্ডারির একক উদযাপন বিভাগে থাকছে কবির একগুচ্ছ কবিতা যা ভিন্নধর্মী এবং মননেও ভালোলাগার






1 :  স্বাভাবিক

নগ্নতায় নারী তৃষ্ণা ধারণ করে;
                  পুরুষের মতো।
দুর্ভেদ্য শরীরে রজঃক্রিয়ার
প্রবাহিত সুখে আত্মগোপন করে থাকে ক্ষরণের ইতিহাস।

অন্ধকার ঘরের দরজায় কড়া নাড়লে
স্বাভাবিক মৈথুন দৃশ্য;
                      স্বাভাবিক ঈশ্বরের পরাজয়।
জ্ঞানবৃক্ষের অসংখ্য ফল যেখানে
প্রতিটা প্রশ্নের শেষে নগ্ন করে বারংবার
সেখানে বেহিসেবি বাঁচতে চায় পুরুষেরা
আর নারীরা বাঁচাতে চায় স্বভাবধর্মে।

 2 : পুরুরবা

সৌন্দর্য..........
অতিপ্রাকৃত দাসত্বের শক্তি
আর অনেকটা পোষ মানা অনুরাগ
দ্রাঘিমা ভেদ করে প্রতিটা জন্মে;
লিবিডোরা অন্ধগলি না জেনেই
মরে যেতে চায় অদ্ভুত অহংকারে ,
হয়তো সুখ এভাবেই আত্মমগ্নের
দিনলিপি রচনা করে যায়;
উর্বশীর আঁচল বিস্রস্ত হলে
নগ্ন বুকে কামড় বসাতে চায় গোটা ইন্দ্রপুরী ,
শুধু একান্তে মূর্তি গড়ে.....
চুলে ঢাকা স্তনে ভিজে শিশুর দু ঠোঁটে
পুরুষেন্দ্রিয়ের সান্ত্বনা খোঁজে
একা পুরুরবা।


3:  আদপে যা শেষ কথা নয়

চায়ের জলে মাছির ফুটন্ত শরীর.........
হলুদ খাবারের গায়ে কিছু উষ্ণতা চেখেছিল
কয়েক মুহূর্ত আগে -

মৃত্যুর স্বাদ নিয়ে তরলেরা প্রেম প্রেম খেলে ;

ভালোলাগা উথলে ওঠে বেশ কয়েকবার,
তবুও মাছির জিভে লেগেছিল গাঢ় লাল চা........

বোহেমিন ওড়ার ইচ্ছেটুকুই শেষ কথা ছিল না কখনো!

বাঁচার চেষ্টাটাও আদ্যোপান্ত জরুরী সমাচার।


4 : বৃষ্টির পর

শার্টের বোতাম অবধি ভিজে গেলে
সপসপে মুখ শুকোবার জায়গা
খুঁজি ঘাড় গোঁজা একফালি
অতৃপ্ত বিকেলের বুকে।

ভেজা ভেজা কান্নাগুলো জবাবদিহি চাইলে
আরণ্যক শূন্যতায় ছড়িয়ে দিই
             ভেজা কাপড়ের ঘ্রাণ;
বারান্দায় উষ্ণতা আসুক প্রার্থনার পর
তুমি আরও বেশি স্যাঁতসেঁতে..
তাই আগুন রঙা নৈরাজ্যে একটা বাসরঘর,
...বেশ কিছু নরম ফুলের গন্ধ...
খোলাচুলের মতো উপন্যাস -
এক পশলা বৃষ্টি যখন কেন্দ্রীয় চরিত্র
তোমার ভিজে শার্টের বোতামে দাঁত রেখে
মাধ্যাকর্ষণ খুঁজে চলি.......

এ বানিজ্যনগরী ততক্ষণ ব্যাস্ত থাক ছাতার আড়ালে,
অন্ধ খিদে ভাত বেড়ে খাক মাকড়সার ঝুলে।

Comments

  1. সব লেখাগুলোই খুব ভালো লাগলো।

    ReplyDelete
  2. খুব ভালো লাগলো।

    ReplyDelete
  3. দারুণ সব কবিতা।

    ReplyDelete
  4. এই ব্লগে এতো ভালো লেখা পড়ব হয়তো আশা করিনি। ভালো লিখেছেন দিদি। ভবিষ্যতে ছাপা পত্রিকায় আপনার নাম দেখলে আরো খুশি হবো।

    ReplyDelete
  5. খুব সুন্দর। গুছানো কবিতা। রসময়।

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

দেবীপ্রসাদ বটব্যাল এর কবিতা

শ্যামল সরকারের কবিতা

শম্পা সামন্তর কবিতা