নিশীথ ভাস্কর পালের কবিতা
নিশীথ ভাস্কর পাল সমষ্টি উন্নয়ন আধিকারিকের দায়িত্বে। প্রশাসনিক কাজের মধ্যে থেকেও নীরবে মগ্ন থাকেন কবিতা চর্চায়। তাঁর লেখাতে জড়িয়ে থাকে হৃদয়ের অনুভূতি এবং জীবনের অভিজ্ঞতা যা পাঠককে নিভৃত ভাবনায় জারিত করতে পারে।
আজ থাকছে কবির একগুচ্ছ অনন্য অনুভূতির অণু কবিতা প্রিয় পাঠকের দরবারে
মুখ ডেকে যায় রং বদলে
১
বৃষ্টির আগে মনে হয় আকাশের মুখেও মেঘেদের চুনকালি লেগে আছে
২
সূর্য মুখ ঢাকলেই চাঁদের বাজার গরম হয় , মুখে বুলি ফোটে
৩
তুলসি পাতা ধুয়ে ধুয়ে অনেকে ধোয়া তুলসি পাতা খুঁজছে
৪
আজকাল রঙের বাহার দেখে বোঝা দায় এটা রঙের খেলা না নীতির ?
৫
ফাউ চাইলে লজ্জা বিসর্জন দিয়ে নীতির কাছে হাঁটু গেড়ে বসতে হবে
৬
যে কোনো বদলের মধ্যে কিছু বদলার ভূতও লুকিয়ে থাকে বীজের মতো
৭
যে কোনো ভালোবাসার পেছনে যদি একটা বাবুই পাখির বাসা থাকতো !
৮
যে কোনো উঁচু গাছের ছায়ায় যতটা গর্ব আছে ঠিক ততটা শীতলতা নেই
৯
সব আকর্ষণের পেছনে শুধু চুম্বকত্ব থাকে না অনেক না বলা কথাদের গাজোয়ারি থাকে
১০
খুব লোভ হয় তোমার মতো নিজেকে বদলে ফেলি ,কিন্তু কেন ?
১১ .
'সব ঠিক হয়ে যাবে ' একথার আকর্ষণেই বিশ্বাসের জোয়ার ভাটা হয়
১২ .
লাঙ্গলের সাথে মাটির কথা শুনতে হলে ঝম ঝম বৃষ্টি হয়ে ঝরে পড়
১৩ .
যে সব মেঘের বৃষ্টি আছে তাদের দল বদলে চোখের জল বদলে যায় না
১৪ .
আত্মায় দরিদ্র মন বুঝতে পারে না দান নেবে না ভিক্ষা
১৫.
আলো হতে চাই অথচ নিজেকে পোড়াতে শুধু ভয় আর ভয়
১৬.
সব প্রয়োজন শুধুমাত্র প্রিয়জনে , বুঝতে পারি না এটা বিশ্বাস না অভ্যাস
১৭.
আমার জেগে ওঠার অপেক্ষা কোরো না আমি তো কুমড়োকর্ন নই
১৮ .
অনেক তো রং বদল হোলো এবার না হয় নিজেকে বদলে ফেলি !
১৯ .
আর কেউ নয় খাদের কিনারে প্রতিটি মানুষই সিংহ, প্রতিটি মানুষই রাজা ...
২০ .
যে কোনো শেষের প্রান্তে যে শুরু তার সন্ধানেই এই নিরন্তন ছুটে চলা
সবগুলোই ভাল লাগল।
ReplyDeleteজীবন থেকে নেওয়া অনন্য অনুভূতি ,প্রতিটি শব্দের গায়ে তারই গন্ধ ..অকপট প্রকাশ ...I ধন্যবাদ কবি ( স্যার )
Deleteভালো লাগলো ।
ReplyDeleteকুড়ি তে কুড়ি । সব কবিতা গুলোর বাক্য সত্যি অবাক করার মতো।
ReplyDeleteGo ahead. Go. Welcome poet.
ReplyDeleteআমি কবিকে চিনি ..এখনও তাকে জানা হয়নি সম্পূর্ণ l তবুও চোখ দিয়ে যেটুকু চিনেছি ,আজ তার কবিতায় মানুষটিকে চিনলাম ,জানলাম আরও অনেক বেশি l কবির কুড়িটি কবিতা শুধুই কবিতাই নয় ,ওগুলো এক একটা জীবনের গল্প ..l ধন্যবাদ কবি l
ReplyDelete