বিশ্বজিৎ দাসের কবিতা



বিশ্বজিৎ দাস। জন্ম ১৯৮৫ সালে উত্তর চব্বিশ পরগনার ভবানীপুরে। " সব ব্যর্থতাই একদিন কবিতায় এনেছে। কবিতার কাছে তাই দায়বদ্ধতাহীন বাস্তবতা রাখি সহাস্যে। " - এটা কবির কথা । প্রকাশিত কাব্যগ্রন্থ : হ্যালোজেন ও স্পর্ধাগুচ্ছ। তরুণ কবি বিশ্বজিৎ  দাস পূর্ব  পাকিস্তানের বাংলা কবিতার গতিপ্রকৃতি (1947-71) নিয়ে M Phil করেছেন । বরাবর ই  ভিন্ন ভাবে শব্দের প্রয়োগে অভ্যস্ত
আজ রইল কবির কবিতা

বিগত মাছের ধ্বংসাবশেষ থেকে



জামা খুলে ঘুরে দাঁড়ানোর আগেই
ইতিহাস অদৃশ্য কাগজগু‌লোর সঙ্গী

হাতপা'ওয়ালা বর্ণের সেইসব দিনরাত্রি
যেমন ছড়িয়ে ছিটিয়ে পড়েছে
সতীর দেহের মতো একান্নপীঠে...

আমি সর্বশান্ত
এখন পথের দিকে তাকাই

বিড়ালেরা বিগত মাছের ধ্বংসাবশেষ রাখে
নিষ্পাপ দাঁতের আড়ালে...


যন্ত্রণার দুএকটি অভিধান খুলে দেখি
দানবের অস্তিত্বের সংকট নিয়ে কখনো

বাতাবিলেবু সন্ধ্যাতারাকে প্রত্যাহার করেনি...

যেভাবে মাছের আঁশের ভিতরে জ্যোৎস্না ঘুমায়
যেভাবে কবিও নিভে যায়; ফ্যাকাসে কথায়

আত্মজীবনী নেই, আত্মহত্যার জন্যও শব্দ
আপাদমস্তক প্রতারিত করে এই নিমিত্তকে...


হস্তান্তরের প্রেক্ষিত থেকে কতটা দূরে গেলে
প্রস্তাবিত প্রজাপতি ছুঁয়ে দেখা যায়?

অনেক কিছুই স্পর্শ করে দেখেছি; ট্যুইটার
হয়তো জীবনের গোপন বাতাসে আসে
ম্যানেজমেন্টের গন্ধ...

শেষ হওয়া বাঁধের গায়ে কেনইবা
লেগে থাকে,
তোমার আমার ব্যক্তিগত পালক?


ফিরে আসব বলেই আবারও নদীর কাছে বসি
ফাইভার প্লেট ছেড়ে গল্প শুনি হাভাতের

নিজেকে পোশাকের মতো ঝেড়ে ফেলি
নিয়তি তাড়িত বাঁশপাতার ভিতরে...

তুমি কি আজ জিজ্ঞাসা করবে
এই অবহেলার কারণ কি?

তুমি কি প্রতিদ্বন্দ্বিতা করবে
এই মৃত পাখির কোলে শুয়ে স্বপ্ন দেখার জন্য?

Comments

Post a Comment

Popular posts from this blog

শম্পা সামন্তর কবিতা

মোনালিসা রেহমানের কবিতা

বিবেকানন্দ দাসের কবিতা