সন্দীপ গায়েনের কবিতা
কবি পরিচিতি: সন্দীপ গায়েন---জন্ম, ১২ অক্টোবর
১৯৭২, দক্ষিণ ২৪ পরগনা,মন্দির বাজার থানার অন্তরগত পাঁচনন গ্ৰামে। পিতা, মৃত রাধিকা চরন গায়ে; মাতা,যমুনা গায়েন।
শিক্ষা:-- পাঁচনন হাই স্কুল , পরে হটুগঞ্জ এম, এন কে বিদ্যালয় এবং শেষ গৌর মোহন শচীন মন্ডল মহা বিদ্যালয় থেকে স্নাতক হন।
লেখালেখি:-- ১০ বৎসর বয়েসে বোম্বে কলাবার এল,আই সি কোম্পানির শ্লোগান প্রতিযোগিতায় প্রথম স্থান। সরকারী ভাবে রবীন্দ্রনাথের ১২৫ বৎসর পূর্তি সাংস্কৃতিক প্রতিযোগিতায় স্বরচিত কবিতা ও প্রবন্ধ লেখায় প্রথম স্থান অধিকার করেন। বিভিন্ন ম্যাগাজিনে ছড়া কবিতা গল্প প্রকাশিত হচ্ছে। প্রায় সমস্ত লেখার মধ্যে সমাজের নানা দিক ও তার পরিবর্তনের ডাক পাওয়া যায়।.
আজ রইল কবির দুটি কবিতা ।
1:বাঁচার অধিকারে :
কপালে তার লাল টিপ
শাঁখা ভাঙা পলা
পাড় বাঁধা তোলা কাপড়ে ইতি টানে
পুরোন নোয়া জোড়া দুহাতে
এক হাতে হাত পাতে
অন্য হাতে মাথা আটকে
ঘোমটাকে ক'ষে ধরে টুঁটির কাছে
যেখান থেকে খাদ্য বাতাস জল
নীচের দিকে নেমে আসে
বাঁচার অধিকারে
আগে কখনো দেখিনি তার
দেখে বোঝা যায়
এখনো পরা কাপড় গাড়ি মোছা নেকড়া হয়নি তো
বোঝা যায়
লজ্জা ভাঙতে ভাঙতে বুকের মাতৃভূমি
ফুটিফাটা হ'য়ে মাংস পিন্ড হয়নি
কিংবা
অন্য বাস্তুহারা বাস্তু-ঘুঘুদের মত
ষ্টেশনে ফুটপাতে কালো গলিতে
হাঁটতে হাঁটতে ইস্পাত হয়ে যায় না
যৌনতা যন্ত্রণা
প্রেম অতীত
পৃথিবী গোল কি লম্বা
হাঁটে কি হাঁটে না
কি হবে জেনে
তবু মাটি চাপা পড়েও বাঁচাতে চায়
শুধু চেয়ে থাকার জন্য
রক্ত গুলো আজ আর কথা বলে না
স্মৃতি যন্ত্রণা
মরা হাতি হতে পারে নি বলে
ষ্টেশনে ভার বেড়েছে
হাত বেড়েছে
ভাত বাড়ে না
অবঞ্জা গুলো মাটি বেয়ে রক্ত বেয়ে
খোলা আকাশে বাসা বাঁধে
পাষাণ বুকে পাথর চাপায়
চিকণ সুতোর বাঁধণ
এক হাতে হাত পাতে
অন্য হাতে মাথা আটকে
ঘোমটাকে ক'ষে ধরে টুঁটির কাছে
যেখান থেকে
খাদ্য বাতাস জল
নীচের দিকে নেমে আসে
বাঁচার অধিকারে।।
2: মাটি
এবার আমি সমত্ত ঋতুমতী
তোমার স্পর্শ ঘনিভূত হোক
ঘনিভূত হোক মৌসুমি নিম্নচাপে।
তুমি এসো ঝড় ঝঞ্ঝা প্রবল বৃষ্টির বীর্য পাতে।
আলগা হোয়ে যাক আমার সমস্ত শরীর মোন
তোমার আলিঙ্গনে।
দৃশিত হোক গোপন পৃথিবী কৃষকের কর্ষনে।
মুঠোর তলে যাদের ভরণ পোষণ
মাজা শহরের ত্রাতা সাজে
হাঁটু তলা ধূতি কোদাল কাস্তে নাঙলে।
আমার যৌবন গীত গায়---
কাদা মাটি জলে স্থলে
মরুভূমি নিশানায় মরিচিকা উত্তাপে
ফুটিফাটা বুকের সোদা গন্ধে
চিমনির ধোঁয়ায় দূষিত ফুসফুসে।
তোমার ঔরসে প্রসব করি সবুজের সমারোহ
অন্ন উচ্ছ্বাস আনন্দময় আতুরাশ্রম
আমার আশ্রিত বহুধা সন্তানে।।
------------
অশেষ, অশেষ ধন্যবাদ। এভাবে আগিয়ে যান এবং আমাদেরকে সঙ্গে নিয়ে চলুন।।
ReplyDeleteখুব ভালো লাগলো।মাটি ঘাম লেগে আছে এ কবিতার গায়ে।অজস্র অভিনন্দন ও শুভেচ্ছা রইলো।
ReplyDeleteঅনন্য
ReplyDelete