মুহাম্মদ ইসমাইলের কবিতা
মুহাম্মদ ইসমাইল থাকেন ধুলিয়ান, মুর্শিদাবাদে
শিক্ষাঃ-ইংরেজি সাহিত্যে এম.এ (বি.এড) , কল্যানী বিশ্ববিদ্যালয়
পেশাঃ২০১৩ সাল থেকে শিক্ষকতা কে, বি, এস স্কুল, মালদায়
বিভিন্ন পত্র পত্রিকায় লেখালেখির পাশাপাশি সমাজ সচেতনতামূলক ও অন্যায়ের বিরুদ্ধে কলমের কালি ঝলসে ওঠে প্রতিনিয়ত। আজ রইল কবির একগুচ্ছ কবিতা
1 : নোনা জলে
অতীতের স্মৃতিগুলো খেলা করে
বর্তমানের দূষিত নোনা জলে,
মধুর সে স্মৃতি গুলি
তিক্ত হয়ে আসে দলে দলে।
কল্পলোকে ও কালনাগিনীর ছায়া
ধাওয়া করে প্রতিনিয়ত পেছন,
নীল আকাশে রাক্ষসের রুদ্রমূর্তি
হাড় ভাঙে,পাড় ভাঙে- তীব্র গর্জন ।
বর্তমান কবেই হয়ে গেছে অতীত
ভবিষ্যৎ সে তো ছলনাময়ী,
অস্তিত্ব আমার বালুচরের আল্পনায়
জোয়ার-ভাটার ছন্দে ছন্দময়ী!!
2: শুকনো পাতার শব্দ
শুকনো পাতার ঝনঝন শব্দে
আমার হৃৎপিন্ড কেঁপে ওঠে
সকাল পেরিয়ে গোধুলি বেলায়
সবুজ পাতা হলুদ রঙে বিষন্ন,
কাল অকাল হয়ে ছোঁ মারে
বিষে বিষে বরফ গলে পড়ে
অতৃপ্তির আয়না জ্বলজ্বল করে
ওই ঝরা পাতার শব্দ ডাইনি হয়ে
ছুটে আসে গ্রাস করতে সর্বস্ব ।
3 : মেঘ ছায়া
আলোর মাহাত্ম্যে রাত্রিরা কাঁদে
চোখধাঁধানো রশ্মি ছ'টায়
পার্থক্যটা গুলিয়ে যায়
দিন কালো,নাকি রাত আলো
কৃত্রিম জোনাকি টিপটিপ জ্বলে
সবাই ব্যস্ত কোলাহলে ।
4: নিমগাছ
আমার হৃদয় গহ্বরে
ধীরে ধীরে জন্মেছে এক নিম গাছ
আকণ্ঠ তিক্ততায় মিষ্টতা হারিয়ে
মধু সন্ধানের নেশায় বিহ্বল
পাখিরা এসে মুখ ফিরে যায়
মশা,মাছি আর জঞ্জাল ঘিরে ধরে
দূষণে দূষণে হৃদয় পোড়ে
আশাগুলি থমকে দাঁড়ায়।
Comments
Post a Comment