সায়ন সেনগুপ্তর কবিতা


সায়ন সেনগুপ্ত এবারে মাধ্যমিক দেবে । সায়ন এর বাবা দূতকুমার সেনগুপ্ত  , মায়ের নাম বেবি সেনগুপ্ত । পিকনিক গার্ডেন এ বাড়ি । সায়নকে একটু support দেওয়ার জন্য  আমাদের এই প্রচেষ্টা । আজ থাকছে সায়নের তিনটি মিষ্টি লেখা ।



1:  দুর্গা মাইকি

যেখানেই থাকি সবে
উৎসবে বাড়ি ফেরা ,
ছেয়ে যাওয়া হাতে পেয়ে
উৎসাহে নাড়াচাড়া ।

কটা দিন আলাদীন
প্যান্ডেলে রাতদিন ,
পড়ে যাওয়া আনন্দে
অসুর টা পরাধীন ।

নিভে গেলে সব আলো
জ্বলে শুধু নবমী ,
পরদিন জলে ভাসে
বছরের দশমী ।
         

     
2:  শিউলি তুমি

শিশির সিক্ত শিউলি তুমি
      প্রেমের পরশে ফুটি ,
স্নিগ্ধ রজনী তোমায় চুমি
        দিবস দরশে লুটি ।।

তোমার গন্ধে সমীর খেলে
      শরৎ হিমেল হাসি,
মিতালি ছন্দে ঝরতে এলে
          মানব চেতনে ভাসি ।।

         
3 : মন

তোর বেহিসেবি  মন ,
          আমি ব্যস্ত কাজের ভিড় ।।
অপেক্ষাতেই দাড়িয়ে দুজন
              যেন ঢেউ ভাঙছে তীর ।।

তোর জীবনের পটবদল,
           আমার সাদামাটা রোজে ।।
হারাচ্ছি-একটু করে প্রতিক্ষন !
             দুজনেই ভালোবাসার
                       খোঁজে ।।।

            

Comments

  1. শুভেচ্ছা রইলো। দুরন্ত গতিতে এগিয়ে যাও।

    ReplyDelete
  2. কবিতাগুলো মনে একটা রেশ রেখে যায় বহুক্ষনের জন্য...শুভকামনা অনেক...

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

শম্পা সামন্তর কবিতা

মোনালিসা রেহমানের কবিতা

বিবেকানন্দ দাসের কবিতা