অনিমেষ সরকারের কবিতা

অনিমেষ সরকার ডুয়ার্সের চালসায় থাকেন। । জন্ম ১৩ ই ডিসেম্বর ১৯৯৭ সালে । ঘুরতে ভালোবাসেন তরুণ এই কবি । সম্পাদনা করেন ডুয়ার্স web নামে একটি online magazine.   কবিতায় তাঁর মতো করে একটা ভাষা তৈরি করতে চাওয়া এই কবি খুঁজে চলেছেন অহরহ । আজ রইল কবির একগুচ্ছ কবিতা



(১)  অস্থায়ী মোনালিসা-কে

মন্থরতার ভেতর
 সম্বিৎ  ফিরে
                আসে ।

এ কেমন কুয়াশাছন্ন মরীচিকা
মঞ্চে কাপড় শুকোচ্ছেন কবি !


পায়ে পায়ে ক্ষণস্থায়ী হয়েছে ঈশ্বর ধুলো

 চাইলে           -           ফিরে যাও!


যেই দেয়ালে টিকটিকি ল্যাজ নাড়ে
পাখায় স্থাবরতা ,
                          "অসাধু হইতে সাবধান"


ওরা বলে আয়না স্বচ্ছ নয় , ও কারো হতে পারে না।

স্থিতিশীল হতে শিখে যাই

এই ভ্রম শুধু
আমার নয় মোনালিসা...


(২) অস্থায়ী মোনালিসা-কে


বাতকল ঘুরছে,
শীতের পোশাক পরে অনন্ত মুহূর্তে;

দর্পণে ধ্বংসস্তূপ ঘাটতে ঘাটতে
মাঝখানে অপরাংশে তিনটি ছায়া স্বাধীন হয়ে পড়ে
               

আমার দিকে তাকাও মোনালিসা
জেগে আছো !
বন্দি হয়ে ধনুকে বিষ মাখিয়ে
                                                 দাও

চরাচর অক্ষরে           -          ঘুমোও
রেশমের রুমালে         -          ঘুমোও

মুখ ঢাকো বিমূর্ত অসুখে।


বন্দি জেগে থাকে রুপোর নূপুর ,
 স্বল্প অল্প আঁধারে।

দুর্ঘটনা নয় এই
                    - সম্মোহিত ত্যাগ মোনালিসা ।।


(৩)  মোনালিসা


ছায়ার জীবন
ভেতরে আর কোনো
অদৃশ্য জীবন নেই।

জঙ্গলের শুঁড়
                     মঞ্চমায়া।
                                   
কাঙালের বাসনায় শহরের ফ্ল্যাটে মেয়েমানুষ।
                                                        ঝর্নাধার।

ললাটে লিখুন    - বিজ্ঞপ্তিতে ছায়া
আঁচড় কাটা নখ  -  দগ্ধ ক্ষণকাল।

ওরা জানায় "দক্ষিণের দ্বীপ-এ" কেউ আশ্রয় পায় না
আমার তো তবে দীর্ঘায়িত করা উচিত
                                                      নয়?

সমাপ্তি টানলে
জন্ম হয় বহুলাংশে
                                নায়ক।

এই প্রেমে রাঙানো কোমড়ের কলসি
তা তো জান্নাত নয়!

 স্থিতিশীল নশ্বর
                               ছায়া - মায়া ।

এটা শুধুই সম্প্রচারিত কথা
মোনালিসা।।


Comments

Post a Comment

Popular posts from this blog

শম্পা সামন্তর কবিতা

মোনালিসা রেহমানের কবিতা

বিবেকানন্দ দাসের কবিতা