অরণ্য রহমানের কবিতা

অরণ্য রহমান , জন্ম ১৯৭১ সালে মাণিকগঞ্জ জেলার সাটুরিয়া থানার গোলড়া গ্রামে ৷দৈনিক ইনকিলাবের নবাবগঞ্জস্থ মফস্বল সংবাদদাতা হিসাবে লেখালেখির জগতে পদার্পণ ৷ সাপ্তাহিক জীবনের আলো সাপ্তাহিক সমতা , অনুক্ত সহ বিভিন্ন পত্রপত্রিকার সাহিত্য বিভাগে বহু সংখ্যক গল্প কবিতা প্রকাশিত হয় ৷ রিয়াদ ডেইলির বাংলা বিভাগের সাহিত্যের পাতার নিয়মিত লেখক ৷৷প্রকাশিত হয় তিনটি উপন্যাস ৷ ১৯৯১ সালে জীবন জিবিকার জন্য প্রবাসী ৷বর্তমানে রিয়াদের একটি লিমিটেড কোম্পানির ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্টে কর্মরত । আজ রইল কবির একগুচ্ছ কবিতা 1: "কতো কি যে সয়ে যাই" দুঃস্বপ্নের ধুঁয়াশায় রাতের কুহেলী , অনন্তে ডুবে থাকা থোকা থোকা অগোছালো ইচ্ছে ৷ শেষ হয়েও অভুক্ত জেগে থাকে রাত , অলির গুঞ্জনে বিকশিত হয়না কুঁড়ি ৷ এক সাগর কষ্টের ঢেউ হঠাৎ আছড়ে পড়ে মনের অতলে ৷ জানালার গ্রিলে রাখা তোর নিঃসঙ্গ আলিঙ্গনের হাত করে দেয় একরাশ উৎক্ষিপ্ত ভাবনা নেশাতুর ৷ কতোবার তোকে মনে করি , কতোবার বেঁধে নেই আলিঙ্গনে ৷ কতোবার মরে মরে বাঁচি , শুধু আমার কাঁধের দুই ফেরেস...