মৌসুমী মুখোপাধ্যায়ের কবিতা
মৌসুমী মুখোপাধ্যায়, দক্ষিণ কোলকাতায় জন্ম ও বেড়ে ওঠা । স্কুল জীবনে অজান্তে'ই কখন সাহিত্যের আঙিনায় বিচরণ।বারো তেরো বছর বয়স থেকেই লেখার হাত ধরে হেঁটে চলা ।ছোট গল্প, কবিতা লেখা প্রধানত পছন্দের তালিকায়।বিভিন্ন পত্রিকায় অল্প সল্প লেখেন । কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে নিয়ে পড়াশোনা করেছেন ।
অত্যন্ত রোমান্টিক এই কবির কবিতায় আমরা শব্দের পরিশ্রুত অবস্থান লক্ষ্য করতে পারি , তাঁর শব্দ চয়নের মধ্যে কবিতার অনুভব এবং অনুভূতির তীব্রতা উঠে আসে । কবি পরিহার করেন অতিকথনের ভারবাহী চলন , তাই তাঁর কবিতা স্বতঃস্ফূর্ত, আবেগঘন , কিন্তু আবেগের জড়তাহীন। সহজ সরল ভাষায় লেখা কবির কবিতা পাঠকের মনোগ্রাহী হয়ে উঠবে আশা করি ।
আজ রইল কবির একগুচ্ছ কবিতা ।
নিয়ন খেলা
সিগন্যালে আলো জ্বলেছে অনেকক্ষণ
তবুও পারাপার--
মনের বাঁ-পাশটা ঘেঁষে হৃদয় ছুঁয়ে আছো ডান পাশের রাস্তা গ্যাছে ট্রাম লাইন ধরে ....
ওখানে প্রথম স্টপেজে ছোটবেলার গলি , এখন বাচাল অশ্বত্থের শরীর জুড়ে প্রমোটারের ছোবল
বাতাস-সাঁতরে চলেছিল মুখোশহীন কবিতারা --
ওরা কেউ জানে না , প্রচ্ছদে সাজবে কি না
আমি শুধু দেখি মায়াবী নিয়ন আলোয় খেলা করে শৈত্যপ্রবাহ ....
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
পোড়া ডানা
তোমার কৃষ্ণচূড়া হলুদে.... এখন ঝিরঝিরে কলিকাল
সারাবেলাকার ঝড়া....আর ফুৎকারেই সারা
বৃথাই অমন কালের অহংকার
মনের ঘরে শূন্য বসতি
বেহিসেবি কড়ি....অবাধ লুটেরা....
ভগ্ন ব্রীজের নিঝুম অন্ধকার
তারই নীচে জ্যোৎস্না গোঙায়.... ডানা ঝাপটায় পোড়া পৃথিবী !
::::::::::::::::::::::::::::::::::::::::::::
হিমবোধন
যদি একবার বলো ,
তুমি রাজী ;
তবে মোড়ক ছেড়ে আসি
তুমি রাজী ;
আজও ভিজতে ভালবাসি
তুমি রাজী;
তবে ছন্দ মাখা প্রত্যয়
তুমি রাজী;
রাধা সাজতে আজও ইচ্ছে হয়
তুমি রাজী;
ভরা দুপুর আনচান
একবার বলো রাজী , তবে পৌষে'ই সেরে নেব ঝড়াপাতা ওমে এ'কালের হিমবোধন।
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
কাব্যি ছিল মাপা
অত বড়ো করে ভাবতে পারিনি তোমাকে
তবুও তো দিঘী ভরালে
বুরি কেটে কেটে মায়াবী ফেনায়
স্বপ্ন-মেদুর জড়ালে
সে তো....সময় গ্যাছে ক'খন.....
তখন আকাশ ছিল, অল্প চাঁদ'ও ছিল
আমি কামারশালায় জ্যোৎস্না জ্বালিয়েছিলাম
বেরিয়ে এল শাণিত অস্ত্র
সে অস্ত্রের শীর্ষে ন্যায়ের জয়ধ্বনি গাঁথতে গাঁথতে
দিঘী আমার কবেই যে রুধিরাক্ত হয়ে গেল ।
::::::::::::::::::::::::::::::::::::
রাজচরিত
হে রাজপথ, রাজার প্রেম বোঝ না..!তোমরা তো
দুজনেই রাজা--
তবু ,সানাই শেষে মধ্যরাতের উদাস
খোঁজো
ঘোঁড়ার খুরের মিলিয়ে যাওয়া শব্দ,
কিম্বা
আগুন ও তাপের
অসমাপ্ত ধাঁধা....
অথচ,
যৌবনা বিয়াস তখন'ও সমুদ্র অপেক্ষায়.....
তোমরা কি নাইতে জানো ?
:::::::::::::::::::::::::::::::::::::::::::::
এখন বসন্ত
সে তো স্বপ্নের কারিগর
বিধাতা যারে মেলায়.....
তুমি শুধু কৃপণের মত কর গুনে গুনে সময় জমাও
হাতের রেখায় সবাই আপন, ছড়ানো মুঠোয় ভিড় মিশে যায় , বন্দর খুলে দাও
যাযাবর সে'ও ঝাপটায় অভিমান
আমি শুধু স্পর্শ পাই সেই শিল্পের , এখন বসন্ত
হাওয়ায় হাওয়ায় .......
::::::::::::::::::::::::::::::::::::::
Comments
Post a Comment