শুভ ব্যানার্জির কবিতা



শুভ ব্যানার্জির বাড়ি  বাঁকুড়ার বেলিয়াতোড়ের কাছে একটি গ্রামে । কর্মসূত্রে থাকে মুম্বাই । শুভ খুব বেশি দিন লিখছে না , কিন্তু ওর লেখা এখন বেশ mature হয়ে উঠেছে । কবিতা চর্চার জন্য   জিরো বাউন্ডারি WhatsApp group  এর সাথে যুক্ত ।

আজ রইল কবির একগুচ্ছ কবিতা  , COVID-19 সিরিজ সহ অন্যান্য কবিতা ।


      1:    COVID-19

(১)শরীর থেকে খসে পড়ছে সমস্ত পারদ
আশ্রয়, চিনির কার্বন ছায়া
লুকিয়ে কি করবে রুপ
সময় তো বৈরাগী ঢেউ


(২) রাস্তা ও নিরবতা
পারস্পারিক ভালোবাসার মতো
যন্ত্রণা তো সাময়িক
চার দেওয়ালেই গেঁথে গেছো ঈশ্বরজন্ম



2: বেত্রাঘাত ও সম্পর্ক


(১) তুমি ও বেত্রাঘাত
নিরালা সংলাপের মতো
রোমকূপের রাস্তা দিয়ে হেঁটে যাই
মলিন গন্ধেই লুকিয়ে আছে দেহজ প্রেম।


(২) বাথরুমটা মিথ্যেবাদী
তাও ভিজেছে জলেরা
শ্যাওলার আড়ালেই মুছে যায়
সম্পর্ক


(৩) জীবনটা এক বদ্ধ্বঘর
চেপে  রেখছি আত্মাদের
মৃত্যু?
সে তো পরমাত্মার প্রতিরূপ



3: অস্তিত্ব


(১) উড়ে যাও, উড়েই যাও
মধ্যবর্তী ভালোবাসার মতো
কুড়িয়ে ফিরি অঙ্গীকার
জ্বলন্ত কানকোর নিচে সন্ন্যাসী জীবন


(২) জলেরা বড়ই স্বার্থপর
তাও ভেসেছি ডানা মেলে
ইতিহাসের লালায় ঝরে পড়ে
পানাদের সারমর্ম


(৩) খেয়ালে, বেখেয়ালে
গ্রাস করে গেছো অনর্গল
ক্ষমার আড়ালেই ধামাচাপা হয়ে গেছি
পরমাত্মা হয়ে


(৪) অন্ধকারের প্রেমিকা
ঠিক যেন অনুর্বর কবিতা
তাও পুঁতে গেছি
অস্তিত্ব


4: সময় ও সুমি

(১) সময় ও সুমি
প্রগাঢ় গ্রহণের মতো
লালচে চাঁদের উঠোনে, দম বন্ধ হয় আসে
সেই তো লুকোনো সংযম

(২) আঙ্গুলের সত্যবাদী
মিথ্যেবাদী তো হৃদয়টাও হট
শরীরী দাবানলে কতবার
পুড়িয়ে ফেলেছি নিজেকে

(৩) অদৃশ্যতায় ঝুলে আছে প্রয়াস
ভবিষ্যত, প্রেমিকার আয়ুমূল
প্রতি রাতেই বিষ উগরে দাও হে নখ
কোনায় কোনায় জমা করে গেছো প্রতিটি আঘাত



5: বসন্ত

(১) ডানায় ডানায় ভেসে বেড়াচ্ছে অক্ষর
পুরুষের মতো সন্ধ্যে
চুম্বনে চুম্বনে কতবার আগুন হয়েছি, বিচ্ছেদ ভয়ে
সেই তো পার্থিব প্রেম

(২) ভাত ও স্নো- পাউডার
কোজাগরী কিশোরীর মতো
খিদে তো কেবল লড়াই
মৃত্যুর বুকেই লিখে গেছো বসন্ত- গুলি




6: যুগ

(১) অভিনব ওই সোঁদা সংলাপ
পাখির পালক ও বর্তমান
যতবার নিজেকে খুঁজি
এক একটা যুগ পেরিয়ে যায়

(২) সম্বল তো শুধু কিঞ্চিৎ জল
বর্ণহীন, লড়াই, ইতিহাস
হৃদয়ে হাত রেখে দেখো একবার
ওখানেই জমা আছে শত পুরাণ


7: জীবন সূত্র

(১) দেওয়াল বেয়ে নামছে সময়
বেদনা ও শামুকস্বভাব
সোঁদা সংলাপের মতো
দৌড়াতে দৌড়াতে কবেই মিথোজীবি হয়ে

(২) বালিকা ও প্রত্যাশা
আশরীর দাহের মতো
ছুঁয়ে দেখো আত্মাদের
জলেই ভেসেছে জীবন সূত্র



Comments

Post a Comment

Popular posts from this blog

দেবীপ্রসাদ বটব্যাল এর কবিতা

শ্যামল সরকারের কবিতা

শম্পা সামন্তর কবিতা