বিশ্বজিৎ দাসের কবিতা
বিশ্বজিৎ দাস। জন্ম ১৯৮৫ সালে উত্তর চব্বিশ পরগনার ভবানীপুরে। " সব ব্যর্থতাই একদিন কবিতায় এনেছে। কবিতার কাছে তাই দায়বদ্ধতাহীন বাস্তবতা রাখি সহাস্যে। " - এটা কবির কথা । প্রকাশিত কাব্যগ্রন্থ : হ্যালোজেন ও স্পর্ধাগুচ্ছ। তরুণ কবি বিশ্বজিৎ দাস পূর্ব পাকিস্তানের বাংলা কবিতার গতিপ্রকৃতি (1947-71) নিয়ে M Phil করেছেন । বরাবর ই ভিন্ন ভাবে শব্দের প্রয়োগে অভ্যস্ত
আজ রইল কবির একগুচ্ছ কবিতা
কাঁচের মেঘের নিয়তি
১.
কলিংবেলের ভিতর থেকে বেরিয়ে আসে
মুখ বাড়ানো জঙ্গলের সরীসৃপ...
এমনভাবে তাকানো যে,
আমির খান অভিনীত পিকে'র ক্রাইসিস!
অথচ আড়ালে লেগে থাকে পপকর্ন
সমুদ্রে আছড়ে পড়ে আত্মহত্যা
কাজের মাসি। মাসি নয়। মেয়েটি
নরম নদী পেরিয়ে চলে গেছে শুকনো পাতায়...
২.
দিদিমণি অফিসিয়াল কাজে চলে যায়
জলের গভীরে! আরও গভীরে যাও গান
হয়তো শুনেছিল; সেইমতো কাজ!
কে জানে মুদ্রার দুই পিঠে দুজনই
ক্রমশ নিভে গিয়ে নতুন এলইডিতে মেশে
ওই হল! যে যার মতো করে ফ্রেস
মস্কো নয় পশ্চিমবঙ্গ; বিরাট-অনুষ্কা নয়
বাঙালির বসন্ত পঞ্চমী নির্ধারিত ছেলেমানুষি...
৩.
বিপরীত বিপর্যয় নিয়ে হাজির হলেও
মেয়েটি সংসার কাঁধে নিয়ে দৌড়োয়
কাঁচের মেঘের মতো নিয়তির কাছে
দাঁড়িয়ে হাসে।
দুবেলা সততার ডিম সেদ্ধ খায়
জীবনের প্রজাতন্ত্র লিখে দেয় হলুদ চামড়ায়...
৪.
ইচ্ছে করেই ঈর্ষার দুটো বেগুন কিনে
এ ঘর ওঘর জ্যামিতিক সাপ!
মার খেতে খেতে ডোরাকাটা দাগ দেখে
ভয় পেল পেরিক্লিসের বিভিন্ন মুখোশ
জল থেকে মাছ তুলে যেভাবে আনন্দ
সেই চোখে অশ্রুর বদলে লালা ঝরে এখনো...
৫.
একবারও মনে হবে না সুদীর্ঘ
আপেলের জন্ম আড়চোখে বুঝেছে
আপেক্ষিকতা বলে ঊরুতে সুড়ঙ্গ খোঁজা
মধ্যবিপ্লবে অংশ নিয়ে চশমা
নিচে নামে স্ব স্ব নামের ঠিকানায়!
তবুও ইতিহাসের পাঁচ কেজি চালে
মেনে নেয় অন্তঃসত্ত্বা একটি বিকেল...
অনির্বচনীয় ভালো লাগা মিশেল হলো কবির ভাষা ও কাব্য ময়তায়।
ReplyDeleteনির্বাক শ্রোতা হয়ে আরও শুনতে চাই কবির অনন্য কাব্যযোগ। ভালো থাকুন সবসময়।
🙂
ReplyDelete