অমূল্য রতন মালের কবিতা



পরিচিতি : নাম অমূল্য রতন মাল l পিতা ,সদানন্দ মাল l বীরভূম জেলার মাড়গ্রাম থানা অধীনস্ত তপশিলি অধ্যুষিত ডাঙ্গাপাড়া গ্রামের দরিদ্র পরিবারের ছেলে l জন্ম 1974সালে l বর্তমানে গ্রাম পঞ্চায়েত নির্বাহী সহায়ক পদে কর্মরত l নেশা -বই পড়া ,লেখালেখি ,আঁকা l জেলা ও জেলার বাইরে বিভিন্ন লিটিল ম্যাগাজিনের সাথে যুক্ত l রোদ্দুর ষান্মাসিক পত্রিকার সহ সম্পাদক l এখন পর্যন্ত প্রকাশিত কাব্যগ্রন্থ দুটি l তবুও কবিতা ডাকে (2016) এবং আমন্ত্রণ (2017) l

আজ জিরো বাউন্ডারির একক উদযাপন বিভাগে
থাকছে কবি অমূল্য রতন মালের একগুচ্ছ কবিতা


১: দান

আমাকে দিয়েছিল আমার পূর্বপুরুষ
তোমাদেরকে তাইই দিলাম l
সযত্নে রেখে দিও উত্তরপুরুষের জন্য l
এখন চরিত্র নির্মাণ বড়ই জরুরি
চায় স্বপ্নের উপর একটা শক্ত ভিত
নাও ,আঁচল পাতো
ঋজু মেরুদণ্ডের জন্যে এক খাবলা
দধীচির অস্তি গুঁড়ো দিলাম l

২: ভিক্ষা

কবিতা
আমি তোমার কাছে নতজানু
প্রেম ভিক্ষা দাও l
সিরিয়া লেবানন কিংবা বাগদাদের
আতঙ্কিত সূর্য নয় ,আমাকে দাও
উগান্ডা নয়তো মাসাইমারার বন্য চাঁদ l
কবিতা ,আর রক্ত ঘাম নয়
একটা মোমবাতি মন দাও l


৩: বিশেষ তৃষ্ণা

তৃষ্ণা ,একটু থাম
পোশাক খুলে আসি l
কেমন ভারি আর অকেজো l
উলঙ্গ হওয়াটা কি খুব জরুরি ?
আগামী একশো বছরতো হিমেল
তবুও তুমি ..!
তৃষ্ণা ,আমি গুহা মানব হব
সব আগুন হিম বৃষ্টি
গোগ্রাসে গিলব নির্দ্বিধায় l

৪: একটু বিশুদ্ধতার জন্য

পাইনি ,তাই
পূর্বপুরুষ খুঁজতে যাইনা আর
ধারে পাওয়া রক্ত ভাঙছি l
বিস্বাসঘাতকতার জিনে
আজও সুরক্ষিত উত্তরপুরুষ ?
বদরক্ত বাদ দিতে দিতে
বর্তমান প্রত্যয়ী আমি
ভারি ক্লান্ত আর দিশাহারা
চিন্তা শুধুই একফোঁটা
বিশুদ্ধ রক্তের জন্যে l

৫: ঘুম ভাঙছে

মানুষ ,আর কতদিন
অস্তিত্বের জন্য শত্রুর মুখে
ছাই দেবে ?
আজতো শুধু সমুদ্রই জাগছেনা
ঘুম ভাঙছে অরণ্যেরও  l
সাবধান ,গাঙুরের ঢেউয়ে
উথাল পাথাল কলার মান্দ্রাজ
বেহুলারা ডুবু ডুবু ...!!
স্বর্গ এখনও বহু দূর
বেঁচে ফিরবেতো লখিন্দর ?

৬: কেউতো আছেই

অবলম্বনহীন আমি ডুবে যাচ্ছি
অতলান্ত গভীর অবক্ষয়ের
পেট ক্ষুধার্ত ....!!
আমাকে পাবেনা
আমি বাঁচবোই l
অবলম্বন ভেসে আসছে
বিবেকের স্রোতে
শুশ্রূষা পাবোই নিশ্চিৎ
রক্তাক্ত আমি l
তোমার ক্ষুধা তোমাকে বাঁচলেও
তুমিতো অমর নও l







Comments

  1. অমূল্য ভাই-এর কবিতাতে একটা অন্য স্বাদ পাই যা আর পাঁচটা সাধারণ কবিতায় পাওয়া যায় না । এই বিশেষ গুণই কবিকে তার লক্ষ্যে পৌঁছে দেবে । শুভকামনা রইল ।

    ReplyDelete
  2. আপনারা কবিতার মধ্যে একটা অন্য স্বাদ পাওয়া যায়।

    ReplyDelete
  3. নিখুঁত কাব্যময়তা।
    শুভেচ্ছা কবি।

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

দেবীপ্রসাদ বটব্যাল এর কবিতা

শ্যামল সরকারের কবিতা

শম্পা সামন্তর কবিতা