শ্যামল সরকারের কবিতা

মাননীয় মন্ত্রী স্বপন দেবনাথের  সচিবালয়ের বিশেষ দায়িত্বপ্রাপ্ত আধিকারিক ।  দরিদ্র কৃষক পরিবারে জন্ম ,পূর্বস্থলী থানার বেলগড়িয়া গ্রামে । বর্তমানে থাকেন হুগলির চুঁচুড়াতে। প্রাণী বিজ্ঞানে মাস্টার্স সহ ,পোষ্ট  গ্রাজুয়েট  ডিপ্লোমা  এগ্রিকালচার  এক্সটেনশন  ম্যানেজমেন্ট. সার্টিফাইড  livestock  Advisor. Manage  হায়দরাবাদ  থেকে । প্রাণী সম্পদ দপ্তরের বিভিন্ন দায়িত্ব সামলেছেন ।
  সরকারি দায়িত্বশীল এবং উচ্চ পদে থেকেও কবিতার প্রতি তাঁর টান রয়ে গেছে সেই স্কুলে পড়াশোনার সময় থেকেই । 

আজ জিরো বাউন্ডারির একক উদযাপন বিভাগে থাকছে কবি শ্যামল সরকারের কবিতা এবং তার সঙ্গে জিরো বাউন্ডারি ভ্রমণ নামে একটি আলেখ্য 


জিরো বাউন্ডারি  ভ্রমণ 

আলি স্যার আমার অজান্তেই কখন গলায় দড়ি লাগিয়ে দিয়েছে বুঝে ওঠার আগেই আস্তে করে দড়িতে টান l দড়ির টানে বাধ্য হয়েই পাদুটো ভগবানের দিকে রেখে মাথায় ভর দিয়ে জিরো বাউন্ডারির পথে l মাথায় ভর দিয়ে এই কারণে -পথ ,ঘাট ,নদী নালা ,খাল বিল কাছ থেকে ভালো করে চিনে তবেই না যেতে হবে l জিরো বাউন্ডারি তে পা রাখা মাত্রই আর এক বিপত্তি .সীমান্ত রক্ষী বাহিনীর কড়া হুঁশিয়ারি - আগে না বাড়ো l "এক কদম আগে বাড়েগা তো গোলি লাগা দুঙ্গা "l
সীমানায় দাঁড়িয়ে চোখ ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে থাকলাম পরিবেশ ,অভিনব কায়দায় সাজানো সৈন্যদল -সবর্ণা ,সর্বজিৎ ,পারমিতা ,রাখি , পৃথা , সোনালি সুচরিতা , মিঠি ,সায়ন .ইন্দিরা ,অর্পিতা ,বর্ণজিৎ ,অভিজিৎ কাজী ,নিশীথ ভাস্কর ,চিরঞ্জিত সহ কার্তিক ঢক সহ সকলে l কমান্ডার ইনচিফ সুশীল হাঁটুই সর্বপরি এয়ার চিফ মার্শাল "আফজল আলি "হাতে AK 47,বুকেতে বুলেটের  ম্যাগাজিন l প্রকৃতি প্রেম বিরহ ক্ষুদা হিংসার বিরুদ্ধে এরা সদা জাগ্রত l প্রতিনিয়ত বেতার ট্যাঁন্সমিশনে চলছে  কথোপকথন ,কি সব কোডে কোডে কথা মানে উদ্ধার করতে পারবে না শত্রু পক্ষ কিন্তু সুরক্ষিত থাকবে বাউন্ডারির সীমানা l

বিশ্বব্যাপী চলছে ভয়ঙ্কর যুদ্ধ -কোন ইস্যু তে যুদ্ধ কেউ জানে না -শুধুই মৃত্যু মিছিল ,এ যুদ্ধে জয়ী হতে সারা বিশ্ব জোটবদ্ধ l যুদ্ধ শেষে আবার শুরু হবে আর এক নতুন যুদ্ধ -আসুন প্রতিজ্ঞাবদ্ধ হই লড়বো আমরা একসাথে --ক্ষুধার বিরুদ্ধে ,অর্থনৈতিক মন্দার বিরুদ্ধে ,মুদ্রা স্ফীতির বিরুদ্ধে ,বেকারত্বের বিরুদ্ধে ,বুকেতে এ বিশ্বাস  রেখে "জয় আমাদের হবেই হবে "

কবিতা: : 

১ : প্রগতিশীল 

ভাত ও কাপড়ের লড়াইয়ে মান্ধাতা বুড়ি 
প্রাচ্য ও পাশ্চাত্যের রিলে রেসে 
প্রাচ্য থমকে আছে
রিলিভারের অপেক্ষায়
জেনারেশন গ্যাপ 
নতুন কনসেপ্ট 
দেদার ফুর্তি , হুইস্কি ফ্রি প্রগতিশীলতার 
প্রথম ধাপ
এখনো বাকি কনডোম এ টি এম 
আসছে পথে , আটকা আছে লকডাউনে
নিউইয়র্কের আধুনিক টয়লেট 
সুরম্য ডেলিভারি রুম 
জন্ম নেবে 
কালের আগন্তুক 
আধুনিক শ্রী শ্রী চৈতন্য দেব

২ : করোনা সংবাদ 


শরতের আকাশে 
রাশি রাশি পেঁজা তুলা 
ঠিক যেন মেঘের ভেলা 
বসন্ত এসেছিলো ,শরৎ  ও আসবে 
অবনী  ভালো আছো ?
জনরোষ সামলাতে 
জলকামান 
জলের ট্যাংকিতে হাইড্রোক্লোরোকুইন 
দাগো কামান দাগো 
পাগলা ঘন্টা বাজিয়ে
ফায়ার বিগ্রেড  
কড়া নাড়ে পশু হাসপাতালে 
বাঘিনী আক্রান্ত .


৩:  কান্নাকে কাছে পেতে 


পারস্পরিক সহাবস্থানের নামই জীবন ,
খাদ্য  খাদকের সম্পর্ক  সর্বদা চিহ্নিত  অবৈধ হিসাবে l
বন্ধ ঘরের যৌনতার উষ্ণতা --শীতলতা  আনে  শরীর ও মনে 
খাদ্য খাদক ও তাই ভারসাম্য রক্ষায় l
সাত পাকে বাঁধা মধুর এই জীবন ,
ছুটতে থাকে জোরে আরও জোরে -স্পোকহীন সাইকেলে 
কান্নাকে  পেতে কাছে 
বৈশাখী খরোতাপের থেকেও তীব্র সে মনোতাপ l
প্রতিনিয়ত পুড়িয়ে খাক করে দিচ্ছে  হৃদয়কে শুধু কাছে পেতে l
ওরা চেয়ে থাকে জনশূন্য রাস্তার দিকে 
হৃদয় খুলে চোখ পেতে


৪  : বিন্দু 

অতিভূজ একটা বাহু মাত্র ...
তুমি অন্য দুইয়ের বর্গের সমষ্টি হতে পার 
তোমার দাদাগিরি মেনে চলতেই হবে ----
এমন কোন শর্ত রেজিস্ট্রি করা নেই 
তুমি না থাকলেও ত্রিভূজ হয় .....
লম্ব ও ভূমি ছাড়া তোমার অস্তিত্ব কোথায় ?
স্মরণে দিলাম 
তিনটে সরলরেখা চাই ই চাই তবেই একখন্ড জমি ঘেরা যায় 
সরল রেখাই আসল ..
বক্র রেখায় বৃত্ত ,
বলয় রচনা হয় ...
সবাই যেটা চাইছে 
সরল রেখাদের আমার হুঁশিয়ারি .....
তোমরা অসংখ্য বিন্দুর সমষ্টি মাত্র ----
বিন্দুতেই সিন্ধু 
বিন্দুদের একসুতোয় বেঁধে সরল পথে সরল রেখা রচ ------
বাস্তব কে মানো l







Comments

  1. প্রত্যেক টি কবিতা জাস্ট অসাধারণ,

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

দেবীপ্রসাদ বটব্যাল এর কবিতা

শ্যামল সরকারের কবিতা

শম্পা সামন্তর কবিতা