শুভ্রনীল চক্রবর্তীর কবিতা
পরিচিতি - স্ট্যাটিসটিক্স এ মাস্টার্স করে এখন রাশি বিজ্ঞানী হিসেবে কর্মরত । ছোটবেলা থেকেই কবিতা ও সাহিত্যের প্রতি ভালোবাসা বিশেষত মা এর থেকেই পাওয়া । প্রথম কবিতা প্রিন্টেড আকারে বেরোয় ক্লাস ৮ এ পড়াকালীন । নিয়মিত কবিতা চর্চা শুরু ২০১২-১৩ সাল থেকে , প্রথম কোনো প্রকাশনীতে কবিতা প্রকাশ পায় ২০১৬ সালে । এখনো অব্দি বিভিন্ন পত্রিকায় প্রায় ৪০ টির বেশী কবিতা বেড়িয়ে গেছে । কবিতার পাশাপাশি বিশ্লেষণধর্মী প্রবন্ধ ও ছোট গল্প ও বেশ কিছু পত্রিকায় বেড়িয়েছে ।
আজ জিরো বাউন্ডারির একক উদযাপন বিভাগে থাকছে শুভ্রনীলের কবিতা।
সভ্যতার পোড়া রেক্সিন
১
অধিকতর সংশ্লিষ্ট সভ্যতা রচনাই শ্রেয়
সভ্যতার মান্যতা দান
= গিলোটিনে গণতন্ত্র
ধৃষ্টতা পরিহিত ক্ষুদার্ত বর্মে
নিশাচর মদ্যপানের
অবৈধ স্বীকার -
ফুটপাথে ঘুমোনো কাঠমাথা গুলো
ডিজিটাল নামের আড়ালে নৃত্যরত ঘন কালো কুয়াশা , মেঘপায়ীদের আসর, নিরবিচ্ছিন্ন বলিদান দেয় সদ্যজাত
কোনো কুমারী সমাজের ভুলের স্বীকার
ইঁদুরে ছিড়ে ছিড়ে খায়
ময়লার গাদায়
সভ্যতা বসে রোমান হলিডে দেখে কাঁদে
২
সভ্যতার স্ট্যাটাস আপডেট -
ঢিনচ্যাক ধর্ণা ও ফর্টিনাইন আদার্স
- ফেসবুক
টুইটার
ওয়াটস আপ ,
কান্না হাসি কৌতুক কথা , খরস্রোতা দেওয়াল
কিন্তু
দেনার দায়ে ডুবন্ত চাষা
হঠাৎ কোনো সকালে লক আউট হওয়া শ্রমিক
সীমান্তে শহীদ জঠরের ফুল
গণতন্ত্র চুপ !
সভ্যতা বধির
শুনতে পারছেনা কফিন বন্দীর ছেলের কান্না
কিন্তু সভ্যতা ডিজিটালাইজড
দ্বেষ বাহাদুর স্বপ্ন দেখায় - ৪ জি ইন্টারনেটের
পিপড়ে খাওয়া মানুষের দেশে ।
৩
স্বাধীনতার বয়স হাতে নিয়ে দাঁড়িয়ে___
জরাজীর্ণ হাসপাতাল
স্কুল - কলেজ
বিদ্যুৎ
রূপকথার গল্প শোনায় ইন্টারনেট - চালের আগে
যদিও সভ্যতার ভয় নেই
রাতে এসে ওরা বেডরুমে শুতে চাইবেনা
জল চাইবে না ছাই ফেলা রঙিন গেলাসে
স্প্রেকটাল ছড়িয়ে পড়ছে , শীতের বাতাসের অন্তলীন
ওরা ফিরে যাচ্ছে আরও , আরও দূরের সাইবেরিয়ায়
যেখানে ধীরে ধীরে কবর নেবে তুষার স্রোতে
পড়ে থাকবে মাছের কাঁটা , মাংসের হাড় হয়ে
উচ্ছিষ্ট সভ্যতার রোববারে
একে একে জড়ো হবে ডাস্টবিনে
ফুটপাথের ধারে
আহুতি হবে কুকুরের মহাভোজে ।।
বেশ সুন্দর
ReplyDeleteবেশ লাগলো
ReplyDeleteআগেই বলেছি নিজস্বতা তৈরি হয়েছে
ReplyDelete