শীলা বিশ্বাসের কবিতা


পরিচিতিঃ
শীলা বিশ্বাসঃ জন্ম ১৯৭২ সালেসাঁতরাগাছি , হাওড়াপশ্চিমবঙ্গ , ভারতে  কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতক  বর্তমানে কেন্দ্রীয় সরকারি দায়িত্বশীল পদে কর্মরতা (আয়কর বিভাগকলকাতা) বর্তমান ঠিকানা ১০১অজয়নগরদমদম , কলকাতা৭০০০৭৪ শূন্য দশকে লেখালিখির শুরু হলেও প্রথম বই প্রকাশ প্রথম দশকে  লেখার বিষয় মূলত কবিতা , অন্যান্য প্রচেষ্টা গল্পপ্রবন্ধশ্রুতি নাটক  নিয়মিত লেখালেখি বানিজ্যিক  অবানিজ্যিক সাময়িক পত্র পত্রিকা এছাড়াও বিভিন্ন -ম্যাগাজিনে  সম্পাদিত পত্রিকা ‘ এবং সইকথা’ ম্যাগাজিন, (ত্রৈমাসিক ) প্রকাশিত কাব্যগ্রন্থঃ  হেমিংটনের জন্য - (পরিবেশক নীলাঞ্জনা প্রকাশনীপ্রকাশ রথযাত্রা ২০১৪ অন্তর্গত স্বর - (ক্রান্তিক প্রকাশনাপ্রকাশ বইমেলা ২০১৫ ,  নেবুলা মেঘের মান্দাসে- (কলিকাতা লেটারপ্রেস ) প্রকাশ বইমেলা ২০১৮ ,  নির্বাচিত শূন্য (সুতরাং প্রকাশনাপ্রকাশ বইমেলা ২০২০
আজ জিরো বাউন্ডারির একক উদযাপন বিভাগে থাকছে কবির একগুচ্ছ কবিতা ।


১: অসুখ
       
অ্যান্টাসিডের নিচে চাপা পড়া বুকের অসুখ
ইনোর বুদবুদে ঢাকা কঁকিয়ে ওঠা সকাল
সরবিট্রেটের শীতলতা চেপে রাখে জিভের অবাধ্যতা
শিথিল হয় বন্ধনীর হুঁক
অ্যালজোলামে সুপ্ত লাভামুখ
এটিডির আড়ালে ক্ষয়রোগ ভীষণ
পুরোনো খেজুরকাঁটা দ্রুত বয়ে যায় রক্তজালিকার ভিতর
তঞ্চনহীন লাল স্মৃতিনিবাস পোড়ায়
রাতকানা কক্ষচ্যুত স্বপ্নাবলী মাথা গুঁজে রাখে স্কিৎজোফ্রেনিক


২: ভাঙচুরের মেঘ
  
ভাঙচুরের মেঘ টুকরো করছে সীমানা
সরীসৃপ ভাবনার ক্ষত বুক
খড়খড়ি জানালার ওপারে পাখিডাক
সিঁধকাটা আনপথ
চবুতরায় পিছলে যায় ল্যাভেন্ডার গন্ধ
বিষাদের ইজারা পাতো ঈশ্বরহীন সিংহাসনে
অলস আষাঢ়মাসে চুরি যাওয়া সময়
শ্রাবণজলে ভেসে এলে
রেখে দিই উইন্ডচাইমের মৃদু দোলছন্দে


৩: কস্তুরীগন্ধ
    
সমস্ত গ্রন্থির ভিতরে সময় উন্মুখ হয়ে থাকে। শক্ত কুঁজ থেকে উটগ্রীবা যেভাবে ঢেউ হয়ে নেমে আসে  মরুবালিতে। আমিও আপাত কঠিন জলের আধার নিয়ে নেমে আসি তোমার কাছে। পুড়ে যাই আধপোড়া নাভির মতো। অঘ্রাত কস্তুরীগন্ধ ফিরে যায় সংসদহীন আখরায়। ব্যর্থ মনোলগের স্মারক হাতে সেলফি তোলে সান্ত্বনার।


৪: বীজধান
               
প্রতিটি পরাজয়ে লেখা থাকে যে কবিতার নাম
অইটি শোনাও মাটিকে

যতদূর তুমি গর্ভগামী ততদূর শোনা যায় পতনের শব্দ

সদ্যোজাত যেভাবে খুঁজে নেয় স্তনবৃন্ত
তুমিও খুঁজে নিও এক মা পাখি

সমারোহ থেকে নেমে এসো কবি
মাটিতে রোপণ করো শব্দ সঞ্চয়
ভাবের মন্দির, প্রেমের মুকুট, দিনান্তের ঘাম

বীজধান ভেঙে নেমে এসো
তুরুণাস্থি এসো, এসো অ্যাম্বেলিকাল কর্ড

ছুঁয়ে থেকো নিভৃতি
ছুঁয়ে থেকো  আলো


৫: দিগন্তের দোজখনামা
           

ধানের শীষ এক অনন্ত দোলনায় দুলে দুলে
ছড়িয়ে দিচ্ছে বাঁধ ভাঙা রোদ্দুর যাপন
লাঙলের চতুর্দশপদী, দিগন্তের দোজখনামা
মাটি ও শিকড়ের আলিঙ্গনে রাইকানুর লিবিডোলিপি
হাসি খুশি পতঙ্গদের উড়ালিয়া অব্যক্ত পঙক্তিমালা
শস্যকলিতে ‘এ আকাশ সোনা সোনা,এ মাটি সবুজ সবুজ’
অতঃপর গোলাঘরে জন্ম নিলেন এক ঈশ্বর পুত্র
নীল সামিয়ানার আড়ালে স্তন্যপান করছেন
নবান্নের দুধ চুঁইয়ে নামছে গাল বেয়ে
আঁচল দিয়ে মুছিয়ে দিচ্ছেন পৃথ্বীমা





Comments

Popular posts from this blog

শম্পা সামন্তর কবিতা

মোনালিসা রেহমানের কবিতা

বিবেকানন্দ দাসের কবিতা