চিরঞ্জিৎ বৈরাগীর কবিতা


কবি পরিচিতি: কবি: চিরঞ্জিৎ বৈরাগী। জন্ম: ১৯৯১ সালের ১লা জুলাই, উত্তর ২৪ পরগনা জেলার গাইঘাটা থানার অন্তর্গত যাদবপুর গ্ৰামে। বাবা: শংকর বৈরাগী (পেশায় ক্ষুদ্র মুদি ব্যবসায়ী)। মা: শান্তিলতা বৈরাগী(গৃহকর্মী)। দিদি: সোমা বৈরাগী(বিবাহিত)।


শিক্ষা: গোবরডাঙ্গা হিন্দু কলেজ থেকে যথাক্রমে- বাংলা সাহিত্যে এম. এ (২০১৪) ও বি.এড (২০১৭) পাস।

বর্তমানে জিরো বাউন্ডারিসহ একাধিক পত্রিকায় লেখালেখির সঙ্গে যুক্ত আছেন। প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ: "আকাশ উঠেছে শূন্যে"

আজ  জিরো বাউন্ডারির একক উদযাপন বিভাগে থাকছে চিরঞ্জিৎ বৈরাগীর একগুচ্ছ কবিতা। 


১.নিট ফল জিরো


১.কথা রাখেনি,

কত প্রশ্ন প্রশ্নাতীত

হিম-সাগর থেকে কাস্পিয়ান

গঙ্গাসাগরে যুগপৎ

মাশুল গুনছে কপালের ঘাম

লেফ্ট ফরোয়ার্ড, লিফ্টলেট ভাঁজ


২.আগে-পরে নতুন বিজ্ঞাপন,

তাক করে অভিজাত কাস্টমার

পারফিউমে মনো-হিরণ

কোটেট বুট, মডার্ন কালচার

পুরানো, টু জিবি মেমরি

রিলেসনশিট বিটুইন


৩.যো জিতেগা বহি সিকন্দার,


মেকআপ অচেনা

লিপিস্টিক পাওয়ার

প্রিপেয়ার ইয়োর হোয়াইট টাস

গেম ওভার

নিউ কামার


৫.পুরুষ নামে চাবি,


তালা চায় কম কিংবা দামি

মানি মার্কের্টিং

বিজনেস-ইজম

থানডার প্রুফ

'হ' পাশ, মাথায় ছুরি


৫.ম্যারাথন রেস বাইক পকেট,


অস্ট্রেলিয়া থেকে আফ্রিকা

কেমোথেরাপি বুকের

রাজপ্রাসাদ হিমঘরে

টেনিস কোর্টে শকড

নিট ফল জিরো


২.রম্ভার গভীরে ফোস্কা


১.ওরা ভেবেছিলো

মাথার ঘাম চোখে ফেললেই

হাফ ওয়ে ক্লিয়ার

আর, কোমরে বেল্ট মানেই

বাতের ব্যাথা ছদ্মনাম

একবারও ছন্দ শেখেনি


২.আনন্দ টানেলে যে খরচ

শ্যাডোয়েতে হাঁটা, জরুরত নাহি

নকল আঙ্গিকে আসল ছুরি

হকিকত জাননা পাড়েগা

ভিখারি আলপথে

অথচ, আপন গন্তব্যে


৩.চালাকির কপাল বাতাসে উড়লেও

বাতাসা সবার ঘরে

চীনাবাদামের আকাশ থেকে

অ্যাপ্লিকেশন ব্যান

মিষ্টি ফুলে ফুলকপি কিংবা লুচি

ভর-বেগে ভারতনাট্যম

অশরীরী সংকেত!


৪.হিউম্যান পলিটিক্স

বাইরে রম্ভা, গভীরে ফোস্কা

তথাস্তু!

জো হোগা দেখা জায়েগা

ডু অর ডাই

ডাইনিং টেবিলে প্রেসিডেন্ট


৫.কান্না পেলে চিন্তা কমে

অমাবস্যা শেষে নতুন বিচার

মশা স্বল্পায়ু

আত্মঘাতী হয়েও ছাপ রাখে

সচকিত নয়নং পশ্যতি!

দোবারা নাহি মিলেগা জিন্দেগী

Comments

Popular posts from this blog

শম্পা সামন্তর কবিতা

মোনালিসা রেহমানের কবিতা

বিবেকানন্দ দাসের কবিতা