আমিনা তাবাসসুমের অণুকবিতা


আমিনা তাবাসসুম, মুর্শিদাবাদের এক প্রত্যন্ত গ্রাম গঙ্গাধারীতেই থাকে,  জন্ম সেখানেই।  ছোট বেলা থেকেই সাহিত্যের প্রতি তার অনুরাগ ছিল ।  বাংলা অনার্স নিয়েই পড়াশোনা।  লেখালিখি করে মাঝে মাঝে, তবে পড়তেই বেশি ভালোবসে সে, বিশেষ করে উপন্যাস, গোয়েন্দা গল্প,নাটক। আবৃত্তিও করে ভালো। তার প্রথম কবিতা "তুমি যদি বলো" ভাষা পত্রিকায় প্রকাশিত হয়েছে। এরপর সনেট পাবলিকেশন থেকে "তোর ঠোঁটে রোদ্দুরে" সংকলনে এক ডজন কবিতা প্রকাশিত হয়েছে। পরবর্তীকালে সনেট পাবলিকেশন থেকে "আবেগের ঠোঁট" সংকলন এর সম্পাদিকার কাজ করেছে। এছাড়াও কাচের জানালা সংকলন,ডহর পত্রিকা, চাতক পত্রিকা, আয়না কবি, কচি পাতা, আগডুম বাগডুম, কিশলয় পত্রিকা থেকেও তার  কবিতা প্রকাশ পেয়েছে।

আজ জিরো বাউন্ডারির একক উদযাপন বিভাগে থাকছে আমিনা তাবাসসুম এর অণু কবিতা সিরিজ। মেঘেদের দিনলিপি  নামে । 


মেঘেদের দিনলিপি 
              ১
আলতা মেখে ভিজছে শহর
কবিতাদের মেহফিলে
তুমি তখন ঠোঁটের বশে
ভীষণ রকম আটকে ছিলে।

               ২
 গল্প কত লিখবে প্রেমিক
বাঁচার মত রসদ কই
ভালবাসার অভিধানে
সবই কেবল শূন্যই...

               ৩
 শরীর ভোগের ইচ্ছে হলে
মেয়ে তুমি ভীষণ কিউট,
অধিকারের বিষয় এলে
তুমি একটা প্রস্টিটিউট।
      
               ৪
রাতের আকাশ সাক্ষী আছে
অন্ধকারেও তুমি প্রিয়
ভীষণ রকম কষ্ট এলে
প্রদিপখানি জ্বালিয়ে নিও।

               ৫
মনের ভেতর অস্থিরতা
আগুন ঢালে কিংশুকে,
শুকনো পাতাও শক্তিশালী
বারুদ তখন হিংশুকে।

                ৬
ঢেউও জানে নদীর মাঝের
সাগর তারই লক্ষ্য!
বুকের ভেতর বাস করেও
প্রেমের এত দুর্ভিক্ষ?

                ৭
আপন জনই মনের মত
ভীষণ যত্নে কষ্ট দেয়,
দূরের মানুষ ধাক্কা খেলেও
ক্ষমা কিন্তু চেয়ে নেয়।

               ৮
মনের ওজন যে জন বোঝে
সেই তো মনে বিঁধে তীর
দূরের মানুষ বুঝবে কি আর
কোথায় লাগে অঙ্গুলির।

               ৯
স্মৃতি মুছে যায়, চেনা ডাকনামে 
আর মুছে যায় কত গল্প
কালো আঁধারে প্রেম ডুবে যায়
বেঁচে থাকে চোট অল্প..

               ১০
বিচ্ছেদ যদি, প্রেম নয় তবে
হবে কিছু ভালো লাগা!
তুলির আঁচড়ে ছবি হয় শুধু
সম্পর্ক সেখানে আলগা।

                 ১১
 কবিতার পাতা নতুন সৃষ্টি
বইয়ের ভাঁজে প্রখর বৃষ্টি
জোৎস্না আলোর অভিসারে
প্রেমিক সেতো মন পাঁজরে

                 ১২
পরকীয়ার যুগল প্রেমিক
তারার দেশে স্বপ্ন কেনে
নদীর তীরে একটি পাখি
আকাশ থেকে বৃষ্টি আনে।

               ১৩
 সত্যতা তো পরম্পরা
পরিণতির অপেক্ষা
সময় জানে সঠিক দিশা
পা বাড়ানোর দীক্ষা।

               ১৪
 এক গুচ্ছ কদম হাতে
হেমলক এনেছ সাথে,
ডুবছি আমি প্রেমের নেশায়
খেয়াল করেছ তাতে?

               ১৫
ছন্দে ছন্দে লিখেছ কবিতা
শব্দের সাথে সন্ধি...
বর্ণগুলো আটকে প্রেমে
শুধু তোমাতেই বন্দী।

              ১৬
 বিস্ফোরকের শব্দে মোড়া
মনকেমনের নির্যাতন
আকাশ পথে মন ছুটে যায়
বৃষ্টি মানেই চিরন্তন।

              ১৭
 আমিও দুঃখ বিলাসী
যেমন তুমি!
সুখ খুঁজে পাবো বলে
সমুদ্রে নামি।
তারপর একরাশ বিচ্ছেদে ভেসে
হেঁটে চলি বরাবর নাটকীয় হেসে।

                ১৮
 বৃষ্টি পড়ে আমার হৃদয়ে
শান্ত হয় বিদ্রোহী আগুন,
মৃত্তিকার ভেজা গন্ধে
মন হয়েছে শব্দে নিপুণ।।

Comments

Popular posts from this blog

শম্পা সামন্তর কবিতা

মোনালিসা রেহমানের কবিতা

বিবেকানন্দ দাসের কবিতা