সাবিনা ইয়াসমিনের লেখা



সাবিনা ইয়াসমিন  ইংরেজি অনার্সের তৃতীয় বর্ষের ছাত্রী । আরামবাগে বসবাস।  তার রচিত একটি ছোট আলেখ্য । 
  

  বিচিত্র এ সমাজ

     

    বর্তমান সমাজ! বর্তমানে আমরা এমন এক সমাজে বাস করি যেখানে দেশপ্রীতি প্রবল, আবার ন্যায়-অন্যায় যাচাই করতে গেলে দেশদ্রোহী তকমাও অনর্গল। এমনই এক সমাজ যেখানে বেকারত্বের জ্বালা দিন দিন বৃদ্ধি পাচ্ছে,  তবুও মানুষ রাজনৈতিক নেতাদের পদ চুম্বনেই বেশি আগ্রহী। এটা এমনই এক বিচিত্র সমাজ যেটা নাকি গণতন্ত্রের ওপর ভিত্তি করে গঠিত অথচ কোনো গণতান্ত্রিক অধিকার নাই। আছে কত দুষ্ট ক্রিয়াকর্ম  শুধু নাই তার বিচার। আমরা এমনই এক সমাজে বাস করি যেখানে উচ্চবিত্ত শ্রেণী ও নিম্ন শ্রেণীর মানুষদের মাঝে পিষ্ট হয়ে যাচ্ছে মধ্যবিত্ত শ্রেণী। একদল সুবিধাভোগী মানুষ স্বার্থসিদ্ধির উদ্দেশ্যে মধ্যবিত্ত মানুষদের যাঁতাকলে পিষ্ট করে দিচ্ছে। এটা এমনই এক সমাজ যেখানে ৫ বছরের শিশু থেকে শুরু করে বয়স্কা মানুষ কেউই কয়েক দল হিংস্র জন্তুদের লোলুপ দৃষ্টি থেকে বাদ যায় না। যেখানে 'বেটি বাঁচাও', 'বেটি পড়াও' স্লোগান তো ওঠে কিন্তু সেই বেটিই অন্যায়ের শিকার হলে  উপযুক্ত ন্যায় সে পায় না। এটা এমনই এক সমাজ যেখানে রক্ষকই ভক্ষকের  দায়িত্ব যথাসাধ্য ভাবে পালন করে আসছে। সত্যিই কি বিচিত্র বর্তমান সমাজ! Facebook, Twitter, Instagram প্রভৃতি social media র যুগে মানুষের মধ্যে আধুনিকতা, সামাজিকতা গড়ে তো উঠছে কিন্তু তার মনুষ্যত্ব লোপ পাচ্ছে। তার মানবিকতাবোধ এতটাই লোপ পাচ্ছে যে কোন বিপদগ্রস্ত মানুষকে সাহায্য করার পরিবর্তে সেটির ভিডিও social media য় post করতে বেশি আগ্রহী সে। বর্তমান সমাজ এমনই এক রূপ ধারন করছে যে বিজ্ঞানও তাকে দেখে নিজের উপর আস্থা হারিয়ে ফেলছে। এটা এমনই এক সমাজ যেখানে ধীরে ধীরে রবি ঠাকুরের *"বিবিধের মাঝে দেখ মিলন মহান*" হারিয়ে যাচ্ছে গড়ে উঠছে " *Shadow lines* "। Colonialism এর যুগে দাঁড়িয়ে লেখা রবি ঠাকুরের *"চিত্ত যেথা ভয় শূণ্য, উচ্চ যেথা শির/ জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর"* Post colonialism এর     যুগেও প্রযোজ্য। বর্তমান সমাজ যা স্বাধীন অথচ পরাধীন। সবকিছুর পরে একটাই প্রশ্ন থেকে যায় এটাই কি *নবজাগরণ* --- *চেতনার উন্মেষ* ?

Comments

Popular posts from this blog

শম্পা সামন্তর কবিতা

মোনালিসা রেহমানের কবিতা

বিবেকানন্দ দাসের কবিতা