শ্রাবণ কয়ালের কবিতা



পরিচিতি: সাহিত্য নিয়ে পড়াশোনা।পেশাগত জীবনে একজন গৃহ শিক্ষক, সেই সঙ্গে বিভিন্ন পত্র পত্রিকায় লেখালেখি,

জন্ম দক্ষিণ ২৪ পরগনা জেলার অন্তর্গত লক্ষিকান্তপুর সংলগ্ন এলাকায়।

আজ জিরো বাউন্ডারির একক উদযাপন বিভাগে থাকছে তরুণ এই কবির চারটি কবিতা। 


১: বউকে জানাতে নেই

                 

ফ্লিপকার্টে দু প্যাকেট বিড়ি অর্ডার দিলাম 

কাল বন্ধু ফেরিডোন কিনেছে

এখন ঘুমাচ্ছে

ফ্লিপকার্ট বিড়িতে দারুন নেশা 

বাপের জন্মে নাগরদোলা চড়িনি

আজ চড়লাম

এর আগে দুটো বুট কিনেছিলাম

খালি পায়ে চাষ করতে বড্ড অসুবিধে 

সংসারের যাবতীয় জিনিস এখন ফ্লিপকার্টেই মেলে

গিন্নির ব্লাউস ও

ভাবছি চুল্লুর অর্ডারটাও দেবো

ঠেকে পুলিশের যা বাড়বাড়ন্ত

চুল্লুর দোকানে বিড়ি ধরিয়ে হাজত বাস

ফ্লিপকার্টে বিড়ি অর্ডারের বুদ্ধিটা গিন্নিই দিয়েছিল

ফ্লিপকার্টে চুল্লু কেনার বুদ্ধিটা নিজের

আসলে সব কথা বউকে জানাতে নেই।


          ২: যুদ্ধ

                

ঘুমে সাঁতার কাটতে কাটতে আর্মেনিয়া উঠলাম

খবর পেলাম আপেল নিয়ে আর্বানজেন্টিনার সঙ্গে যুদ্ধ 

আপেলটি সীমারেখায় ঝুলছে

লাউ কিংবা ঝিঙে হলে সম্ভব না

আপেলের প্রতি বেশি আকৃষ্ট____

ফিরতি পথে একজন দৈত্য 

পা দু'টো হিড় হিড় করে টানচ্ছে 

চিৎকার করলাম কেউ এলো না

দৈত্যর সঙ্গে পাঁকাল মাছের মতো প্রবেশ করলাম পাঁকে

সুইজারল্যান্ড যে একটু ঘুরব তা আর হলো না

একটা আপেলের জন্য রাষ্ট্রপতির স্ত্রী যে স্বয়ং যুদ্ধে যাবে ভেবে উঠিনি।



       ৩:  আত্মহত্যা নয় হত্যা


পোল্যান্ড রাষ্ট্রপতি জলে ডুবেছে

জার্মান থেকে ছুটে গেছে স্ত্রী

অস্ট্রেলিয়ার সুইংপুলে ইনভেস্টিকেশন চলছে

দেহরক্ষী বলছেন ম্যালকম টার্নবুলের চক্রান্ত

অস্ট্রেলিয়া নারী সুরক্ষা দিতে ব্যর্থ প্রশ্ন তুলে ছিল পোল্যান্ড 

রাষ্ট্র সঙ্ঘ রোষের মুখে অস্ট্রেলিয়া

স্ত্রীর সঙ্গে দীর্ঘ আট বছর বিচ্ছেদ

রাষ্ট্রপতি নির্বাচনের পর ডিপ্রেশনে 

রাষ্ট্র সংঘে তার নামে মামলা দায় হয়েছে

 ডিভোর্স পেপারে সই দেবেন না তিনি

কাজেই দ্বিতীয় বিবাহ করতে পারছেন না স্ত্রী

দাঁতের সমস্যার কারণে রাষ্ট্রপতি নেশা করেন না

  ব্যর্থ স্বামীর ডিভোর্স চাই স্ত্রী

 ম্যালকম টার্নবুল বিবাহ বার্ষিকীর আমন্ত্রনে অস্ট্রেলিয়ায় ছুটেছিল

আমন্ত্রনে এসেই সুইমিংপুলে আত্মাহত্যা

অনেকেই মনে করছেন আত্মহত্যা নয় হত্যা।



          ৪:  দ্রব্য মূল্য


আলুর দাম আকাশ ছোঁয়া

দরিদ্র ঝিঙে গলায় দড়ি দিচ্ছে

পেঁয়াজ লুকিয়েছে

খুঁজে পেলে মালা মাল

বিজ্ঞাপনে চমক দিচ্ছে জনতা

পেঁপে ভেবেছিল ধান নিয়ে  কালোবাজারি হবে

তা আর হলো কই

রাতা রাতি আলু মালিক চাঁদে জমি কিনছে 

ক্ষেতের কৃষক জলে ডুবছে

যাক অনন্ত সার মালিক আর পাওয়ারটিলার ঋণ মুকুব হলো

সাঁতার জানা ব্যক্তির কোমর জলে মৃত্যু

ক্রমশ জল ঘোলা হচ্ছে

কৃষকের স্ত্রী মানহানি মামলা দায় করেছে আদালতে 

কৃষক পক্ষের উকিল ধানের ন্যায্য দাম চাইছে

পেঁপে সাক্ষী দিচ্ছে __হ্যাঁ মহামান্য পেঁয়াজের দাম বেশি হওয়ায় রতনের আত্মহত্যা...

Comments

Popular posts from this blog

শম্পা সামন্তর কবিতা

মোনালিসা রেহমানের কবিতা

বিবেকানন্দ দাসের কবিতা