Posts

Showing posts from December, 2020

এবাদুল হকের কবিতা

Image
  এবাদুল হক।। ভগবানগোলা।। মুর্শিদাবাদ।। জন্ম - 1960 04/ 01  পেশা : অবসরপ্রাপ্ত শিক্ষক ।পড়াশোনা : এম এ বিএড বাংলা সাহিত্য কলকাতা বিশ্ববিদ্যালয়।  সম্পাদনা করেন দুটি পত্রিকা--  আবার এসেছি ফিরে এবং পুনশ্চ।  আজ জিরো বাউন্ডারির একক উদযাপন বিভাগে থাকছে কবির একগুচ্ছ কবিতা।  ১:         রূপান্তরিত কাকের গদ‍্য   শাদা কাক আর কৃষ্ণ কাক ঘিরে যত মন্তব্য ছিল থাকুক  আমি জেনেছি এই সময় সৃষ্ট ম‍্যাজিক দণ্ড আরোপ করে  কেউবা জেনেছেন শাদা কাকের প্ল‍্যানচেট করে নতুন নিয়মে  দুটি তথ্য হুবহু এক না হলেও জানা গেছে কাক শাদায়। খাণ্ডব দহনে নিহিত ছিল কৃষ্ণ আর কৌন্তয়ের শঠতা  খাণ্ডব দহন হয়ে ছিল ঐশী বনাম মানুষ যখন ঐশী  খাণ্ডব দহনে পুড়েছে পশুপাখি মানুষের ফুসফুস হৃৎপিণ্ড প্রাণহরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছিল তামাশা আর রগড়। একদিন বর্ণহারা কাক তুলসী তলায় লুকিয়ে লুকিয়ে দেখে  কেবল নিজ রং অস্তিত্ব হারানো নয় বিপন্ন মানুষ স্বভাব বিস্ময় বিমূর্ত হয়ে উঠেছে বর্ণিল চরাঞ্চল সদাচঞ্চল সত‍্যরা বর্ণচোরা হয়ে মিথ্যার সাথেই করে সহবাস।আজ কাক গোটা সূর্য মুখে  নিয়ে আমাজানে আগুন জ্বালায় দীঘির জলে ফেলে দেয়  একটুকরো সমুদ্র জলে আর এক মৃত্তিকা ধর্ষণে  আরেক

বন্দনা বর্ধনের কবিতা

Image
  পরিচিতি : গৃহবধূ।  কবিতাকে ভালোবেসে কবিতা লেখা।  হুগলি জেলার চণ্ডীতলা থানায় নিবাস।  কবিতা প্রকাশিত হয়েছে কিছু কিছু পত্রিকায় ।  আজ জিরো বাউন্ডারির একক উদযাপন বিভাগে থাকছে বন্দনা বর্ধনের পাঁচটি সাবলীল ভাষার কবিতা।  ১ : দীর্ঘশ্বাসের ঘ্রাণ  অজান্তে  অভ্যাসগুলো কেমন এলোমেলো হয়ে গেছে আজও সেই দিনগুলো খুঁজে চলি মধুমাখা দিনের মালা গেঁথে জব করি একশ আটবার করে ভালোবাসা অন্যায় নয় যত দূরে থাকি আরও গভীর প্রেমে আকৃষ্ট হয়ে যেতে চাই এই চন্দ্রিমা রাতে   আলতো বাতাসের ছোঁয়া মনের কড়া নাড়িয়ে বলে লক্ষ তারার ভিড়ে তোমায় খুঁজি তোমার জন্ম ছিল আমার অন্তরের একাগ্রতা হবার জন্য দীর্ঘশ্বাসের ঘ্রাণ আজ বিকেল সাড়া  দিয়ে উঠল  এখন মুক্তিযোদ্ধা হিসেবে দায়িত্ব পালন করার সময় এসে গেছে সব কিছু হৃদয়ের মণিকোঠায় সযন্তে তুলে রাখলাম ২ : হৃদয় ছোঁয়া লক্ষ্যভেদে অগোছালো জীবন লুকোচুরি খেলা থেকে মুক্তি  কত শত পথের বাঁক ঘুরে বেড়িয়েছিলাম  নতুন মানুষের সমারোহ আলাপ আলোচনা সব মিলে মিশে একাকার ছিল ভরা যৌবন সুদূর অতীতে প্রসারিত অবস্থায় রয়েছে একটি সাধারণ শহরের কবিতা রচনা জানি তুমি আর ফিরে তাকাবে না  দিলে না তো সাজিয়ে গুছিয়ে কবিতা

রঞ্জনা ভট্টাচার্যের কবিতা

Image
কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর রঞ্জনা ভট্টাচার্য পেশায় একজন উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা।  প্রথম প্রজন্মের শিক্ষার্থীদের পড়ানো এবং কবিতা হলো তার প্যাশন।।  রঞ্জনা এই প্রজন্মের একজন মৃদু ভাষী,দরদী় হৃদয়ের কবি। তাঁর অন্যধরনের শব্দচয়ন, রবীন্দ্রনাথের প্রতি ভালবাসা এবং  জার্মানি, ইতালি, ফ্রান্স এবং সুইজারল্যান্ডে ইউরোপীয় সংস্কৃতির সংস্পর্শে  লব্ধ  অভিজ্ঞতায় ঋদ্ধ হয়ে ডিজিটাল মিডিয়ার মাধ্যমে  এই সময়ের বাংলা সাহিত্যে নিজস্ব স্থান করে নিচ্ছেন ধীরে ধীরে। রঞ্জনা খুব ভাল একজন মডারেটর, গায়ক এবং নৃত্যশিল্পী তবে তাঁর প্রথম প্রেমটি কবিতা। শ্রেণি সংগ্রাম, বেদনা এবং রোম্যান্স প্রায়শই প্রতিবিম্বিত হয় রঞ্জনার কবিতায়।। আজ জিরো বাউন্ডারির একক উদযাপন বিভাগে থাকছে কবি রঞ্জনা ভট্টাচার্যের একগুচ্ছ কবিতা   ১ : রোজনামচা সংসার আর একাকিত্বের শ্রেণীসংগ্রাম, খণ্ড যুদ্ধ; একটা চিলেকোঠার ঘরে বন্দি  কথা,  শব্দদের ধর্মঘটের সাক্ষী মহাকাশের দোতারা আর মেঘের খোল করতাল,  যতিচিহ্ন পাখির মতো উড়িয়ে দিয়ে,  পিরামিডে লুকিয়ে রাখি বাউল গান সময় আমার বুকে পুড়ে নষ্ট মেয়ে অগ্নি আর বরুণ শ্রমের সহযোগা

ইউসুফ মোল্লার কবিতা

Image
  পরিচিতি::  জন্ম: ৭ নভেম্বর,১৯৯০ দক্ষিণ ২৪ পরগণার ক্যানিং- এ জন্মগ্রহণ করেন। ষষ্ঠ শ্রেণীতে ট্যাংরাখালী হাইস্কুলের একজন শিক্ষিকার সহযোগিতায় সুনীল গঙ্গোপাধ্যায়ের "কৃত্তিবাস" পত্রিকায় "হাঁদাভোঁদা" নামে একটি ছড়া প্রকাশের মাধ্যমে সাহিত্যে প্রবেশ। তারপর একে একে দেশ, আনন্দবাজার, একদিন, প্রতিদিন, কলম, বিভিন্ন লিটিল ম্যাগাজিনে নিয়মিত লিখে চলেছে। "বর্ণিক" এবং "স্বপ্ন সন্ধানী" নামে দুটি সাহিত্য পত্রিকার সম্পাদক। ছড়ার জন্য জেলার প্রথম হওয়াতে "অজগর সন্মান" দেওয়া হয়েছে। "মনোজ মিত্র: পাখি" এবং "থার্ড থিয়েটারে বাদল সরকার" নামক দুটি বই প্রকাশ। কাব্যগ্রন্থ: নীল মলাটের খামের চিঠি। বাংলা উইকিপিডিয়ায় নিয়মিত লেখালেখির জন্য "উইকি পদক" লাভ। কবিতার পাশাপাশি গল্প, প্রবন্ধ, ডায়েরি, নাটক নানাধারায় নিয়মিত লিখে চলেছেন। যৌথ সম্পাদনায় অনেক বই প্রকাশ করতে চলেছেন। 'ইউসুফ মোল্লা' নামে একটি ব্লগ আছে, যেখানে বাংলা সাহিত্যের নানা গবেষণাধর্মী লেখা পোস্ট করা হয়। আজ জিরো বাউন্ডারির একক উদযাপন বিভাগে থাকছে তরুণ কবি ইউসুফ