এবাদুল হকের কবিতা

এবাদুল হক।। ভগবানগোলা।। মুর্শিদাবাদ।। জন্ম - 1960 04/ 01 পেশা : অবসরপ্রাপ্ত শিক্ষক ।পড়াশোনা : এম এ বিএড বাংলা সাহিত্য কলকাতা বিশ্ববিদ্যালয়। সম্পাদনা করেন দুটি পত্রিকা-- আবার এসেছি ফিরে এবং পুনশ্চ। আজ জিরো বাউন্ডারির একক উদযাপন বিভাগে থাকছে কবির একগুচ্ছ কবিতা। ১: রূপান্তরিত কাকের গদ্য শাদা কাক আর কৃষ্ণ কাক ঘিরে যত মন্তব্য ছিল থাকুক আমি জেনেছি এই সময় সৃষ্ট ম্যাজিক দণ্ড আরোপ করে কেউবা জেনেছেন শাদা কাকের প্ল্যানচেট করে নতুন নিয়মে দুটি তথ্য হুবহু এক না হলেও জানা গেছে কাক শাদায়। খাণ্ডব দহনে নিহিত ছিল কৃষ্ণ আর কৌন্তয়ের শঠতা খাণ্ডব দহন হয়ে ছিল ঐশী বনাম মানুষ যখন ঐশী খাণ্ডব দহনে পুড়েছে পশুপাখি মানুষের ফুসফুস হৃৎপিণ্ড প্রাণহরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছিল তামাশা আর রগড়। একদিন বর্ণহারা কাক তুলসী তলায় লুকিয়ে লুকিয়ে দেখে কেবল নিজ রং অস্তিত্ব হারানো নয় বিপন্ন মানুষ স্বভাব বিস্ময় বিমূর্ত হয়ে উঠেছে বর্ণিল চরাঞ্চল সদাচঞ্চল সত্যরা বর্ণচোরা হয়ে মিথ্যার সাথেই করে সহবাস।আজ কাক গোটা সূর্য মুখে...