আমিনুল ইসলামের কবিতা


আমিনুল ইসলাম-এর কবিতা নতুন চিন্তাচেতনার কবিতা, নতুন চিহ্ন-প্রকরণের কবিতা। মাল্টিডিসিপ্লিনারি তাঁর ডিসকোর্স যা সর্বদা মাল্টিপল ইনটারপ্রিটেশনের সম্ভাবনা তৈরি করে। কোন একটি বিশেষ মেটাফোর-কেন্দ্রিক নয় তাঁর কবিতা। তাঁর টেক্সটের রাইজোমেটিক বা মুথাঘাসীয় স্ট্রাকচার  পাঠককে আহবান করে এক নতুন খেলার দিকে, এক নতুন সম্ভাবনাময় অর্থ নির্মাণের উল্লাসের দিকে। তাঁর টেক্সট ঊর্মিবহূল চিহ্ন-সমুদ্র।

আমিনুল ইসলাম মুর্শিদাবাদ জেলায় থাকেন এবং ভুবনডাঙা নামে একটি web magazine সম্পাদনা করেন। এই সময়ের কবিতার এক স্বতন্ত্র স্বর নিয়ে কবিতা রচনা করে চলেছেন তিনি।  

আজ জিরো বাউন্ডারির একক উদযাপন বিভাগে থাকছে তরুণ কবি আমিনুল ইসলামের একগুচ্ছ সিরিজ কবিতা 


হত্যা (সিরিজ)

২৬/০৩/২১

মুহূর্তে কত মৃত্যু আয়োজন 

আনন্দ উল্লাস সেজেছে

কতটা মানব হলে ফুটে ওঠে চিত্র 

নির্মাতা জানেন বানিজ্য

চাল ও চুলোয়  জনগণ

আদপে কখনোই নিজের নয়


খুনির ভেতর খঞ্জন ও খঞ্জর লুকিয়ে

কে কখন প্রকট হয়!


খঞ্জন উড়ে গেলে

আধিপত্য জমিয়ে তুলবে আর ১জন


তুমি জানো ভালোবাসা

জমানো ক্ষীর ক্ষণিকের অস্ত্রসম্ভার

উদ্বায়ী আতর প্রলম্ভণ 

জেরুজালেম অথবা কিষ্কিন্ধাম


ডালে ডালে শাখা প্রশাখায় 

রং বেরং

ফুল ও ফল   সবই জীবন 


দেখা ও পর্যবেক্ষণ ১নয়

একটু তফাৎ রাখা গোপন


ডার্কনেস ছিঁড়ে উড়ছে ঘুড়ি

অন্য পথে সহজ জল...


সেই পথেই 

যত অরণ্যবাসী যাঁরা নিরামিষাসী

তাদের কাছেই ফুলের আবদার

অযথা যত্রতত্র নির্বিকার 

জীবন নষ্ট নয়


নয়তো পাখিরা চলে যাবে 

অন্য বনাঞ্চল 

বর্ণাঢ্য শোভাযাত্রা ঘিরে ছড়াছড়ি ফুল ও মালা

কতো যন্ত্রণা ছড়িয়ে ছিটিয়ে মুখোমুখি 

যজ্ঞহীন দেবতার অহংকার 


এসো পথ হয়ে নামি ~


এই আকুলতা

অরণ্য ও পাখি-প্রেমী বন্ধুজন শুনুন 

অন্যেরা তুলো দিয়ে করুন হরিনাম সংকীর্তন  

মহারাজ বোঝেন প্রজার অসন্তোষ 

কোন পথে ভোলানো যায় শিশু 


এই অহরহ খুন হয়ে যাওয়া সৌন্দর্য 

হতাশ ছায়ার জানাজা

ছয় তকবিরে ওয়াজিব

Comments

Popular posts from this blog

শম্পা সামন্তর কবিতা

মোনালিসা রেহমানের কবিতা

বিবেকানন্দ দাসের কবিতা