আমিনুল ইসলামের কবিতা
আমিনুল ইসলাম-এর কবিতা নতুন চিন্তাচেতনার কবিতা, নতুন চিহ্ন-প্রকরণের কবিতা। মাল্টিডিসিপ্লিনারি তাঁর ডিসকোর্স যা সর্বদা মাল্টিপল ইনটারপ্রিটেশনের সম্ভাবনা তৈরি করে। কোন একটি বিশেষ মেটাফোর-কেন্দ্রিক নয় তাঁর কবিতা। তাঁর টেক্সটের রাইজোমেটিক বা মুথাঘাসীয় স্ট্রাকচার পাঠককে আহবান করে এক নতুন খেলার দিকে, এক নতুন সম্ভাবনাময় অর্থ নির্মাণের উল্লাসের দিকে। তাঁর টেক্সট ঊর্মিবহূল চিহ্ন-সমুদ্র।
আমিনুল ইসলাম মুর্শিদাবাদ জেলায় থাকেন এবং ভুবনডাঙা নামে একটি web magazine সম্পাদনা করেন। এই সময়ের কবিতার এক স্বতন্ত্র স্বর নিয়ে কবিতা রচনা করে চলেছেন তিনি।
আজ জিরো বাউন্ডারির একক উদযাপন বিভাগে থাকছে তরুণ কবি আমিনুল ইসলামের একগুচ্ছ সিরিজ কবিতা
A ইন্টারপ্রিটেটিভ কনভারসেশন
আমিনুল ইসলাম
১.
. . দিয়ে গড়ছে সিন্ধু
সব হ্যালুসিনেশন
অনেকটা হাতছানিও বলা যায়
আবার পশ্চাৎপদ অনুসরণে
১টা অলিখিত নির্ভরতা
সূক্ষ্ম ভাসমান, যা গোচর হয় না~
২.
এখন ওয়াইফাই-এ নিজেকে টাঙিয়ে নিয়েছি
আঁকুশির আপগ্রেডেড ভার্সন
বেশ ইউজ ফ্রেন্ডলি
আম লিচু পেয়ারা যা খুশি পেড়ে ফেলা যায় ~
৩.
মৃত্যুর আগে অনেক অপমৃত্যুর রসায়ন
পদার্থের উত্তরণ = আপগ্রেডেশন
শুকনো তালপাতার শরীর
বাকল পোড়াচ্ছ ওয়াইফাই
আমাদের পাঁচ-ইন্দ্রের ১টা পূর্ণ ইনিংস...
৪.
এ-খেলায় আপাতদৃষ্টিতে কোনো নিয়ম নেই
অথচ প্রত্যন্তর অগোচর
দৃশ্যের বাইরে দৃষ্টি আকর্ষণ করা হবে
চোখের বাইরে রাখা অন্য চোখ
আগুন বহির্ভূত কিছু ধোঁওয়া
পাউচে বিক্রি হচ্ছে~
৫.
শপিংমলে হরেক কিসিমে’র মানুষ বিক্রি হবে
পাছায় ফেভিকল নয়; বারকোড!
স্ক্যান করতেই দরজা খুলে যাবে; মাল্টিপল লেন
আপগ্রেডেবল মেমোরি। হাইটেক প্রসেসর।
হাইস্পিড ডাটাবেইজ। ইন্টেলেকচুয়াল র্যাম
অথচ এসব বার্তা ওল্ড ভার্সনে সাপোর্ট করবে না
৬.
ঠিক এই মূহুর্তে অ্যানড্রয়েড ১১ চলছে
আর 4G ডেটা
আমার জিঞ্জার ব্রেড
অতএব আপনার সমকক্ষ নই (মহাশয়/ মহাশয়া)
আবার গোত্রের দিক থেকেও~
এখন মানুষের মতো ১প্রজাতির
সিস্টেম আপগ্রেডেশেনের সময়...
চারিদিকে(দেশে) 5G-র কাজ চলছে~
৭.
হটস্পট অন করলেই দশটা ডিভাইস
আপনাকে সার্চ করবে; ইঞ্জিন চলছে~
আপনার পাসওয়ার্ড ডিকোড করে
ঘাঁটবে হৃদয়!
তখন আপনার লোকেশন, আইডেন্টিটি
সব ক্রাস করবে
এ এক বিবর্তন
যা সত্যের সাথেই আবর্তিত ~
৮.
ঘন জমকালো হোক আপনার সিকিউরিটি
যা সহজে ভেঙে যায় না
ফিঙ্গার, ফেস, কোড এবং প্যাটার্ন
পরবর্তীতে সেন্স লক
এখন ইচ্ছেমৃত্যু স্বীকৃত পরকীয়া পরবাস
আধার প্যান ভোটার রেশন পাসপোর্ট
মাল্টিপল চয়েসের গোঁজামিল
আপনি বহন করছেন><বয়ে চলেছেন...
৯.
জিরো বলয় = 0-পরিধি বা 0-বাউন্ডারি
বলা ও ধরে নিয়ে যাওয়ার অর্থ যদিও ১নয়
এই '১নয়', - আমি এখন অবদি ৩-ভাবে
লিখতে শিখেছি -
যথা- <এক নয়>=<১নয়>=<এক৯>>>>
(কেউ কেউ আরও এই লেখার প্রকরণ বেশি জানেন)
তাদের জন্য স্যালুট লিখতেই ~
আমার দিকে ধেয়ে আসছে বাতাস>>>
যে আমাকে টুপ করে ১টি টি-স্পুন(চা'চামচ) উপহার(প্রেজেন্ট)দিলেন...
১০.
আজকাল সবাই সাবসক্রাইবার
আলাদিনের সাবসক্রিপশনে ১টি জিন(দৈত্য)ছিল
দাদুর ১টি ভৃত্য, বাবার কুকুর
আর এখন এই উত্তম পুরুষের রোবট(ডিভাইস)
সন্তানের কথা ভুলে যান!
একটা সময় পর নোটিফিকেশন ভেসে উঠবে-
"ইউ আর নট এবল টু আপগ্রেড দিজ লেটেস্ট সফ্টওয়্যার ভার্সেন"
১১.
জীবন কখনোই জটিল ছিল না
এখনও নেই~
সোজা কথা সহজ করে বললে ভেজা ফ্রাই
সব পরিবর্তনশীল
প্রতি মুহূর্তে ব্রহ্মাণ্ড বদলে নিচ্ছে রং
এবং তার সাথে জাগতিক সমস্ত কিছুই
"আপনি ১টি রং নাম্বার ডায়াল করেছেনে
অনুগ্রহ পূর্বক ডায়াল নামারটি যাচাই করুন"
খেই হারিয়ে ভাববেন- বিকৃতি
এটাই সহজাত; 'প্রবৃত্তির-ভার্সনটি'ও অজান্তেই বদলে গেছে
আপনি এবং খেয়ালের মাঝে
১টি সনাতন(পুরাতন অর্থে) দেওয়াল ছিল...
১২.
ঠিক এভাবেই জেনেটিক রিফর্ম
অতি সূক্ষ্ম ভাবেই চলছিল
পাশাপাশি একদল যন্ত্রের উপর চেপে বসলেন
আর একদল যারা যন্ত্র নিজের উপর চাপিয়ে নিলেন
কচ্ছপ আর শেয়ালের গল্পের দিন তখনও ছিল
আজও আছে
ভবিষ্যতের মন্তব্যটিও আপগ্রেডেশনে ~
ততক্ষণ প্রসেস = (১টি অপেক্ষা)
খুব ভালো লাগলো
ReplyDeleteএই নান্দনিক কাব্যিক ভ্রমণ, ❤️
ধন্যবাদ
ReplyDelete