শ্যামল সরকারের কবিতা
মাননীয় মন্ত্রী স্বপন দেবনাথের সচিবালয়ের বিশেষ দায়িত্বপ্রাপ্ত আধিকারিক । দরিদ্র কৃষক পরিবারে জন্ম ,পূর্বস্থলী থানার বেলগড়িয়া গ্রামে । বর্তমানে থাকেন হুগলির চুঁচুড়াতে। প্রাণী বিজ্ঞানে মাস্টার্স সহ ,পোষ্ট গ্রাজুয়েট ডিপ্লোমা এগ্রিকালচার এক্সটেনশন ম্যানেজমেন্ট. সার্টিফাইড livestock Advisor. Manage হায়দরাবাদ থেকে । প্রাণী সম্পদ দপ্তরের বিভিন্ন দায়িত্ব সামলেছেন । সরকারি দায়িত্বশীল এবং উচ্চ পদে থেকেও কবিতার প্রতি তাঁর টান রয়ে গেছে সেই স্কুলে পড়াশোনার সময় থেকেই । কবি শ্যামল সরকার সমাজের অবক্ষয় এবং বৈষম্যের বিরুদ্ধে খুব সহজ সরল ভাষায় এবং ছন্দে লিখতে ভালোবাসেন। সেই সঙ্গে তিনি ভিন্ন ঘরানার কবিতাও লেখেন। তাঁর কবিতায় আমরা প্রাণ খুঁজে পাই। জিরো বাউন্ডারির একক উদযাপন বিভাগে আজ থাকছে স্বাদ বদলের কবিতা , যেখানে সাবলীল ছন্দ কীভাবে তরতর করে বয়ে গেছে কবিতার শরীরে এবং কবিতা হয়ে উঠেছে মুক্ত ছন্দের বাহক। কবি শ্যামল সরকারের একগুচ্ছ কবিতা ঠিক তেমনই প্রকট। পাঠক পড়ে আনন্দ পাবেন নিশ্চয় । ...
খুব ভালো লাগা
ReplyDeleteখুব সুন্দর
ReplyDelete