বিশ্বজিৎ দাসের কবিতা

বিশ্বজিৎ দাস। জন্ম ১৯৮৫ সালে উত্তর চব্বিশ পরগনার ভবানীপুরে। " সব ব্যর্থতাই একদিন কবিতায় এনেছে। কবিতার কাছে তাই দায়বদ্ধতাহীন বাস্তবতা রাখি সহাস্যে। " - এটা কবির কথা । প্রকাশিত কাব্যগ্রন্থ : হ্যালোজেন ও স্পর্ধাগুচ্ছ। তরুণ কবি বিশ্বজিৎ দাস পূর্ব পাকিস্তানের বাংলা কবিতার গতিপ্রকৃতি (1947-71) নিয়ে M Phil করেছেন । বরাবর ই ভিন্ন ভাবে শব্দের প্রয়োগে অভ্যস্ত আজ রইল কবির কবিতা বিগত মাছের ধ্বংসাবশেষ থেকে ১ জামা খুলে ঘুরে দাঁড়ানোর আগেই ইতিহাস অদৃশ্য কাগজগুলোর সঙ্গী হাতপা'ওয়ালা বর্ণের সেইসব দিনরাত্রি যেমন ছড়িয়ে ছিটিয়ে পড়েছে সতীর দেহের মতো একান্নপীঠে... আমি সর্বশান্ত এখন পথের দিকে তাকাই বিড়ালেরা বিগত মাছের ধ্বংসাবশেষ রাখে নিষ্পাপ দাঁতের আড়ালে... ২ যন্ত্রণার দুএকটি অভিধান খুলে দেখি দানবের অস্তিত্বের সংকট নিয়ে কখনো বাতাবিলেবু সন্ধ্যাতারাকে প্রত্যাহার করেনি... যেভাবে মাছের আঁশের ভিতরে জ্যোৎস্না ঘুমায় যেভাবে কবিও নিভে যায়; ফ্যাকাসে কথায় আত্মজীবনী নেই, আত্মহত্যার জন্যও শব্দ আপাদমস্তক প্রতারিত করে এই নিমিত্তকে... ৩ হস্তান্তরের প্রেক্ষিত থেকে কতটা দ...