আমিনা তাবাসসুমের কবিতা

আমিনা তাবাসসুম, এই সময়ের অত্যন্ত সম্ভাবনাময় এক নাম । মুর্শিদাবাদ জেলায় বাড়ি । বাংলা অনার্স নিয়ে পড়াশোনা। । তার কবিতায় থাকে আবেগ ও মর্মবোধের দ্যুতি যা পাঠকের গভীরে প্রবেশ করতে পারে । সনেট পাবলিকেশন থেকে "আবেগের ঠোঁট" সংকলন এর সম্পাদিকার কাজ করেছে। এছাড়াও কাচের জানালা সংকলন,ডহর পত্রিকা, চাতক পত্রিকা, আয়না কবি, কচি পাতা, আগডুম বাগডুম, কিশলয় পত্রিকা থেকেও তার কবিতা প্রকাশ পেয়েছে। যুক্ত আছে জিরো বাউন্ডারি গ্রুপের সাথে ও । আজ জিরো বাউন্ডারির একক উদযাপন বিভাগে থাকছে আমিনা তাবাসসুমের নয়টি কবিতা। ১ : পৃথিবীটা বড্ড মিথ্যে শূন্যতার আর এক ধাপ ওপরে আমি, প্রক্ষোভ টুটে গেছে সব, লঙ্কার অনুভূতি বুঝি না আর কিংবা ভালো থাকা কাকে বলে যেন! শহরের হলুদ কুটিরের এক প্রান্তে মোমবাতির শেষ সলতে বাকি শুধু এক আকাশ মরুভূমি বুকের বাম পাশে, জীবনটা বাঁশ পাতা হয়ে গেছে... কালো কালো রক্তের কথকতা আর চাপা উৎকন্ঠা-- ধূসর পৃথিবীটা বড্ড মিথ্য...