অনিমেষ সরকারের কবিতা

অনিমেষ সরকার ডুয়ার্সের চালসায় থাকেন। । জন্ম ১৩ ই ডিসেম্বর ১৯৯৭ সালে । ঘুরতে ভালোবাসেন তরুণ এই কবি । সম্পাদনা করেন ডুয়ার্স web নামে একটি online magazine. কবিতায় তাঁর মতো করে একটা ভাষা তৈরি করতে চাওয়া এই কবি খুঁজে চলেছেন অহরহ । আজ রইল কবির একগুচ্ছ কবিতা (১) অস্থায়ী মোনালিসা-কে মন্থরতার ভেতর সম্বিৎ ফিরে আসে । এ কেমন কুয়াশাছন্ন মরীচিকা মঞ্চে কাপড় শুকোচ্ছেন কবি ! পায়ে পায়ে ক্ষণস্থায়ী হয়েছে ঈশ্বর ধুলো চাইলে - ফিরে যাও! যেই দেয়ালে টিকটিকি ল্যাজ নাড়ে পাখায় স্থাবরতা , "অসাধু হইতে সাবধান" ওরা বলে আয়না স্বচ্ছ নয় , ও কারো হতে পারে না। স্থিতিশীল হতে শিখে যাই এই ভ্রম শুধু আমার নয় মোনালিসা... (২) অস্থায়ী মোনালিসা-কে বাতকল ঘুরছে, শীতের পোশাক পরে অনন্ত মুহূর্তে; দর্পণে ধ্বংসস্তূপ ঘাটতে ঘাটতে মাঝখানে অপরা...