আমিনুল ইসলামের কবিতা

আমিনুল ইসলাম-এর কবিতা নতুন চিন্তাচেতনার কবিতা, নতুন চিহ্ন-প্রকরণের কবিতা। মাল্টিডিসিপ্লিনারি তাঁর ডিসকোর্স যা সর্বদা মাল্টিপল ইনটারপ্রিটেশনের সম্ভাবনা তৈরি করে। কোন একটি বিশেষ মেটাফোর-কেন্দ্রিক নয় তাঁর কবিতা। তাঁর টেক্সটের রাইজোমেটিক বা মুথাঘাসীয় স্ট্রাকচার পাঠককে আহবান করে এক নতুন খেলার দিকে, এক নতুন সম্ভাবনাময় অর্থ নির্মাণের উল্লাসের দিকে। তাঁর টেক্সট ঊর্মিবহূল চিহ্ন-সমুদ্র। আমিনুল ইসলাম মুর্শিদাবাদ জেলায় থাকেন এবং ভুবনডাঙা নামে একটি web magazine সম্পাদনা করেন। এই সময়ের কবিতার এক স্বতন্ত্র স্বর নিয়ে কবিতা রচনা করে চলেছেন তিনি। আজ জিরো বাউন্ডারির একক উদযাপন বিভাগে থাকছে তরুণ কবি আমিনুল ইসলামের একগুচ্ছ সিরিজ কবিতা A ইন্টারপ্রিটেটিভ কনভারসেশন আমিনুল ইসলাম ১. . . দিয়ে গড়ছে সিন্ধু সব হ্যালুসিনেশন অনেকটা হাতছানিও বলা যায় আবার পশ্চাৎপদ অনুসরণে ১টা অলিখিত নির্ভরতা সূক্ষ্ম ভাসমান, যা গোচর হয় না~ ২. এখন ওয়াইফাই-এ নিজেকে টাঙিয়ে নিয়েছি আঁকুশির আপগ্রেডেড ভার্সন বেশ ইউজ ফ্রেন্ডলি আম লিচু পেয়ারা যা খুশি পেড়ে ফেলা যায় ~ ৩. মৃত্যুর আ...