Posts

Showing posts from September, 2021

শ্যামল সরকারের কবিতা

Image
  মাননীয় মন্ত্রী স্বপন দেবনাথের  সচিবালয়ের বিশেষ দায়িত্বপ্রাপ্ত আধিকারিক ।    দরিদ্র কৃষক পরিবারে জন্ম ,পূর্বস্থলী থানার বেলগড়িয়া গ্রামে । বর্তমানে থাকেন হুগলির চুঁচুড়াতে। প্রাণী বিজ্ঞানে মাস্টার্স সহ ,পোষ্ট  গ্রাজুয়েট  ডিপ্লোমা  এগ্রিকালচার  এক্সটেনশন  ম্যানেজমেন্ট. সার্টিফাইড  livestock  Advisor. Manage  হায়দরাবাদ  থেকে । প্রাণী সম্পদ দপ্তরের বিভিন্ন দায়িত্ব সামলেছেন ।   সরকারি দায়িত্বশীল এবং উচ্চ পদে থেকেও কবিতার প্রতি তাঁর টান রয়ে গেছে সেই স্কুলে পড়াশোনার সময় থেকেই ।  আজ জিরো বাউন্ডারির একক উদযাপন বিভাগে থাকছে কবির ছয়টি কবিতা। ১:  অলস বিকেল ওরা শব্দের বনে ঘোরে ফেরে খুঁটে খুঁটে একটা একটা করে শব্দ তুলে মনের সুতোয় মালা গাঁথে তৈরি হয় লালিত্যে মাখানো বাক্য বাক্যেরা ছটফট করে কাছাকাছি আসতে তৈরি হয় কবিতা কবিতার মাঝে জীবন ফিরে পায় ফেলে আসা অতীত, ব্যার্থ প্রেমের গভীর মর্মগাঁথা, বিরহের জ্বালা, একাকিত্বের মূর্ছনা আবেগি আবেশের হাওয়ায় হারিয়ে যায় ভালোবাসার সোনালী দিন কল্পনা আত্মহত্যা করে বাস্তবের রুক্ষ মাটিতে ভেঙে যাওয়া স্বপ্নরা জোড়া লাগতে না পেরে শরতের মেঘ হয়ে মিলিয়ে যায় নীল নীলিমায় আমি বসে রই

মোনালিসা রেহমানের কবিতা

Image
কবি মোনালিসা রেহমান প্রায় দু'দশক ধরে কবিতা লিখছেন।কবির জন্ম আলিপুরদুয়ারে 1978 সালের সালের31শে মে।। আলিপুরদুয়ার কলেজ থেকে ইংরেজিতে অর্নাস করে গৌহাটি বিশ্ববিদ্যালয় থেকে মাষ্টার্স ও বি এড সম্পন্ন করে ফরাক্কায় একটা হায়ার সেকেন্ডারি স্কুলে শিক্ষকতা করেন। কবির ডুয়ার্সে বেড়ে ওঠা,পড়াশুনো। ডুয়ার্স তাকে প্রতিনিয়ত সাহিত্য সৃষ্টির রসদ জোগায় ।বাবা মায়ের অনুপ্রেরণা য় লেখা লেখি তে হাতেখড়ি ‌। পরবর্তীতে অলিপুর দুয়ারের মে‌য়ের সাহিত্য প্রেম বেড়েছে উত্তর তরতর ।অনেক পত্র পত্রিকায় কবি লিখেছেন,।তার কবিতার ভাষা অত্যন্ত প্রাঞ্জল হলেও কবিতার বিষয়ভাবনা অতীব গভীর, ও ব্যঞ্জনাপ্রধান।এখনও পর্যন্ত তার বেশ কয়েকটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে ।" কবি জগন্নাথ বিশ্বাসের উৎসাহে ও প্রকাশিত মোনালিসা রং প্রথম কবিতার বই   "মোম জ্বালতে জ্বালতে"। এরপরে ,"মেঘেরা হাওয়ার ফানুস","চৌকাঠ ডিঙিয়ে দশবার ভাবতে নেই"," মৃত্যুর মাঝে ফাঁক নেই " প্রত্যেকটা কাব্যগ্রন্থ স্বকীয়তার দাবি  রাখে।বাংলাদেশ থেকে যৌথভাবে  প্রকাশিত হয়েছে তার "ভালোবাসার সাতকাহন "।মূলত কবিতা লিখলেও কবি ছোটগল্

বন্দনা বর্ধনের কবিতা

Image
  পরিচিতি : গৃহবধূ।  কবিতাকে ভালোবেসে কবিতা লেখা।  হুগলি জেলার চণ্ডীতলা থানায় নিবাস।  কবিতা প্রকাশিত হয়েছে কিছু কিছু পত্রিকায় । বর্তমানে ফেসবুকে লিখে দারুণ পরিচিতি তৈরি করেছে এবং যুক্ত আছে জিরো বাউন্ডারি গ্রুপের সাথে। তার কবিতায়  হৃদয় থেকে উঠে আসা শব্দ এবং অনুভূতির স্বতঃস্ফূর্ত অভিঘাত  ও  বিন্যাস খুঁজে পাওয়া যায় , ফলে পাঠকের মনে খুব দ্রুত পৌঁছে যায় কবিতার ঘ্রাণ আজ জিরো বাউন্ডারির একক উদযাপন বিভাগে থাকছে বন্দনার পাঁচটি কবিতা। ১:  শূন্যতা থেকে জিরো  একটি ভোর ছিল জীবন্ত তরতাজা ভালোবাসা সোহাগে মোড়া  নিজে হাতে পুঁতেছি মাটির নিচে যে জন উড়ে যায় দুর দিগন্তে  শূন্যতা থেকে জিরো মিশে আছে  একটা অবয়ব খোলা দরজা  টুকরো টুকরো মেঘ বুকের ভিতর বড়ো ভয় হয় ঝুলন্ত  সেতু গুমের কেঁদে ওঠে এক পশলা বৃষ্টি বৃহত্তম সঙ্গম সাত সুরের সৃষ্টি হাওয়ার ঝোঁকা মৌসম পালটে দেয় ফুলের মধু আর ভোমরা এসে ফিরে যায় বুকের বাঁ দিকে ডালি সাজিয়ে যে বাগান টি অপেক্ষায় এখন শূন্যতা থেকে জিরো ২ : মুছে যাক সব কালিমা  এইভাবে কেটে যাবে দিন গুলো  মরচে পড়া হৃদয়ে সাজানো হলো না বাগান যা কিছু ছিল হিসেবে করা হয়নি কোনদিন  ভাঙ্গতে থাকা

বিবেকানন্দ দাসের কবিতা

Image
ইদানীং দীর্ঘ কবিতা খুব বেশি কেউ লিখতে চায় না । হয়তো পাঠকের দীর্ঘ কবিতা পড়ার প্রতি মনোযোগ কম থাকে অথবা কবির-ই অনীহা লিখতে । তবু এরই মধ্যে কেউ কেউ লিখছেন বা চেষ্টা করছেন ।  বিবেকানন্দ দাস। বাড়ি নদীয়া জেলার বড়জাগুলিয়াতে। বর্তমানে তিনি পশ্চিমবঙ্গ সরকারের অধীন চাকুরীরত। তার প্রকাশিত কাব্যগ্রন্থ 5 টি। নিয়মিত কাব্যচর্চা ছাড়াও তিনি বিভিন্ন সামাজিক কাজে লিপ্ত আছেন। আজ জিরো বাউন্ডারির একক উদযাপন বিভাগে থাকছে তাঁর দুটি দীর্ঘ কবিতা ।   ১ : একটি ধর্ষন ও তারপর  বিচ্ছিন্ন বিক্ষিপ্ত সারণীর পথ ধরে- ছিঁড়ছে সমস্ত বাঁধন, পুড়ছে সময়-! ছাদের কার্নিশে শিশিরসিক্ত জ্যোৎস্নায়- কে দুফালি কাপড় শোকায়-, মাঝরাতে স্নানঘরে সাবানের ফেনা- হাতফস্কে সাবান দোটানায়-! শ্যাম্পুতে ভোরের গন্ধ- শিউলি কোথায় গেলে-? আমি অনেকটা পথ হাঁটতে চেয়েছি--, এত রক্ত দেখিনিতো আগে-! হাত-মুখ ধুয়ে নাও- কুঁচকি ও গোড়ালি-- শাওয়ার থেকে কি ঝরছে বুকে-! আমি অনেক অনেক দুরে যাবো- সেজেগুজে-, হুলুস্থুল কান্ডকারখানা-, ছেড়া গামছার কোনে গিঁট বেঁধে সময় থমকে দাঁড়িয়েছিলো- ঘরের কোনায়- কিছুকি পড়লো মনে- কিছুকি হারালো-! আহা, শার্টের বোতাম নেই কখানা-! ওঠো, উঠে বোসো,

দেসা মিশ্রর কবিতা

Image
  দেসা মিশ‍্রর বাড়ি -মুর্শিদাবাদ জেলার জিয়াগঞ্জে। বহরমপুরের গার্লস কলেজ থেকে দর্শন নিয়ে বি এ পাশ করেছে। এক্কেবারে সাংসারিক হয়েও কবিতা লিখে চলেছে । তার লেখার মধ্যে অতিকথন থাকে না , কিছুটা দার্শনিক চোখ থেকে যায়।  জিরো বাউন্ডারি গ্রুপের সাথে যুক্ত আছে ।কবিতা ছাড়াও সাহিত্যের অন্য বিষয়গুলিও মন কে আকৃষ্ট করে তার। আজ জিরো বাউন্ডারির একক উদযাপন বিভাগে থাকছে দেসার দশটি কবিতা । ১ : নিষ্পাপ  বৃষ্টির সাথে শব্দের সঙ্গম  ফুট ফুটে কবিতা  কেন জানিনা শিকল হও রোজ  আগুন রক্ত হাহাকার  সবই তো সহজের জটিল রুপ  তবু পা বাড়িয়ে বাতাস চেটে দেখো  ওর মুখে নতুন দুধের ঘ্রান পাবে  আলো পাবে - জীবনের অন্য রূপ ! ততক্ষণ আলজেব্রা গুলো কে যুবতী হতে দাও ! ২ : উল্লাস ভূতের সাথে ভবিষ্যৎ কে বেঁধে -টিক টক ঘড়ির হার্ট  দরকারি অদরকারি ভাবনা মিশে  নিরেট যখন মন খারাপ  তখন চাইলেই ছুটি আসে না হওয়ার  ডানার স্বাদ রঙ বদলায় অনুক্ষণ  ওদিকে অগুনতি চাতকের বুকে নামি দামি অগ্নেয়গিরি ! বেপরোয়া চোখে শুধুই কঠিন নদী কাটতে থাকা  চারিদিকে কুচি কুচি জলের লাশ আর  বিন্দু বিন্দু বিজয়ের উল্লাস ! ৩ : এলার্জি  কাজল থেকে জন্ম নেয় কবিতা  অরণ্য থেকে অভিমান 

আবু তালেব মোল্লাহ্-র কবিতা

Image
  জীবন বৃত্তান্ত:  আবু তালেব মোল্লাহ্-এর বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলায় জন্ম। বর্তমানে রাজশাহীতে বসবাস। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এম, এ। ছোটবেলা থেকে কবিতায় অনুরাগ। প্রকাশিত কাব্যগ্রন্থ দুইটি।  আজ জিরো বাউন্ডারির একক উদযাপন বিভাগে থাকছে কবির আটটি কবিতা ।  ১: মেওয়া ফুল এখনো মেওয়া ফুলে গেঁথে আছে,  সাপ্টিবাড়ির আকাশে যখন ঝলমল ভোরের সূর্য- আনোয়ারা খালার বিছিয়ে দেওয়া সঁপের উপর গামলা ভরে বাড়া ধোঁয়া ওঠা সাদাভাত লালশাক।  শরতের শিশির ঝলমল দূর্বাঘাসে ঝ’রে প'ড়ে চেয়ে থাকা শিউলি বকুল, বৃষ্টির পানিতে ভেসে যাওয়া মাঠে সাঁতারু সোনাব্যাং রাতের আঁধারে ক্ষুধার্ত শেয়ালের বিস্বাদ ২: কপাট যতবার কড়া নেড়ে দুয়ারে রেখেছি পা দরজা খুলে বন্ধ হয়েছে কপাট। কী এমন হয়েছে  তাতে?                                                         মৃত্যু? ভালবাসার মৃত্যু আছে নাকি! অনুমতি ছাড়া সকল ভাষায়                                                ভালবাসা যায়  প্রেমের গান গাওয়া যায়,  সব গান প্রেমের। ৩: প্রমাদ তারপর, অনেকদিন পরে                    এক রাতে আকাশ জুড়ে উঠবে চাঁদ; তুমিও রবেনা আমিও রবোনা- নীলাকাশ গুনবে প্রমাদ,