শ্যামল সরকারের কবিতা

মাননীয় মন্ত্রী স্বপন দেবনাথের সচিবালয়ের বিশেষ দায়িত্বপ্রাপ্ত আধিকারিক । দরিদ্র কৃষক পরিবারে জন্ম ,পূর্বস্থলী থানার বেলগড়িয়া গ্রামে । বর্তমানে থাকেন হুগলির চুঁচুড়াতে। প্রাণী বিজ্ঞানে মাস্টার্স সহ ,পোষ্ট গ্রাজুয়েট ডিপ্লোমা এগ্রিকালচার এক্সটেনশন ম্যানেজমেন্ট. সার্টিফাইড livestock Advisor. Manage হায়দরাবাদ থেকে । প্রাণী সম্পদ দপ্তরের বিভিন্ন দায়িত্ব সামলেছেন । সরকারি দায়িত্বশীল এবং উচ্চ পদে থেকেও কবিতার প্রতি তাঁর টান রয়ে গেছে সেই স্কুলে পড়াশোনার সময় থেকেই । আজ জিরো বাউন্ডারির একক উদযাপন বিভাগে থাকছে কবির ছয়টি কবিতা। ১: অলস বিকেল ওরা শব্দের বনে ঘোরে ফেরে খুঁটে খুঁটে একটা একটা করে শব্দ তুলে মনের সুতোয় মালা গাঁথে তৈরি হয় লালিত্যে মাখানো বাক্য বাক্যেরা ছটফট করে কাছাকাছি আসতে তৈরি হয় কবিতা কবিতার মাঝে জীবন ফিরে পায় ফেলে আসা অতীত, ব্যার্থ প্রেমের গভীর মর্মগাঁথা, বিরহের জ্বালা, একাকিত্বের মূর্ছনা আবেগি আবেশের হাওয়ায় হারিয়ে যায় ভালোবাসার সোনালী দিন কল্পনা আত্মহত্যা করে বাস্তবের রুক্ষ মাটিতে ভেঙে যাও...