নিশীথ ভাস্কর পালের কবিতা

নিশীথ ভাস্কর পাল সমষ্টি উন্নয়ন আধিকারিকের দায়িত্বে। প্রশাসনিক কাজের মধ্যে থেকেও নীরবে মগ্ন থাকেন কবিতা চর্চায়। তাঁর লেখাতে জড়িয়ে থাকে হৃদয়ের অনুভূতি এবং জীবনের অভিজ্ঞতা যা পাঠককে নিভৃত ভাবনায় জারিত করতে পারে। আজ থাকছে কবির একগুচ্ছ অনন্য অনুভূতির অণু কবিতা প্রিয় পাঠকের দরবারে মুখ ডেকে যায় রং বদলে ১ বৃষ্টির আগে মনে হয় আকাশের মুখেও মেঘেদের চুনকালি লেগে আছে ২ সূর্য মুখ ঢাকলেই চাঁদের বাজার গরম হয় , মুখে বুলি ফোটে ৩ তুলসি পাতা ধুয়ে ধুয়ে অনেকে ধোয়া তুলসি পাতা খুঁজছে ৪ আজকাল রঙের বাহার দেখে বোঝা দায় এটা রঙের খেলা না নীতির ? ৫ ফাউ চাইলে লজ্জা বিসর্জন দিয়ে নীতির কাছে হাঁটু গেড়ে বসতে হবে ৬ যে কোনো বদলের মধ্যে কিছু বদলার ভূতও লুকিয়ে থাকে বীজের মতো ৭ যে কোনো ভালোবাসার পেছনে যদি একটা বাবুই পাখির বাসা থাকতো ! ৮ যে কোনো উঁচু গাছের ছায়ায় যতটা গর্ব আছে ঠিক ততটা শীতলতা নেই ৯ সব আকর্ষণের পেছনে শুধু চুম্বকত্ব থাকে না অনেক না বলা কথাদের গাজোয়ারি থাকে ১০ খুব লোভ হয় তোমার মতো নিজেকে বদলে ফেলি ,কিন্তু কেন ? ১১ . 'সব ঠিক হয়ে যাবে ' এ...