Posts

Showing posts from July, 2019

নিশীথ ভাস্কর পালের কবিতা

Image
নিশীথ ভাস্কর পাল  সমষ্টি উন্নয়ন আধিকারিকের দায়িত্বে। প্রশাসনিক কাজের মধ্যে থেকেও নীরবে মগ্ন থাকেন কবিতা চর্চায়। তাঁর লেখাতে জড়িয়ে থাকে  হৃদয়ের অনুভূতি এবং জীবনের অভিজ্ঞতা যা পাঠককে নিভৃত ভাবনায় জারিত করতে পারে। আজ থাকছে কবির একগুচ্ছ অনন্য অনুভূতির অণু  কবিতা প্রিয় পাঠকের দরবারে মুখ ডেকে যায় রং বদলে ১ বৃষ্টির আগে মনে হয় আকাশের মুখেও মেঘেদের চুনকালি লেগে আছে ২ সূর্য মুখ ঢাকলেই চাঁদের বাজার গরম হয় , মুখে বুলি ফোটে ৩ তুলসি পাতা ধুয়ে ধুয়ে অনেকে ধোয়া তুলসি পাতা খুঁজছে ৪ আজকাল রঙের বাহার দেখে বোঝা দায় এটা রঙের খেলা না নীতির ? ৫ ফাউ চাইলে লজ্জা বিসর্জন দিয়ে নীতির কাছে হাঁটু গেড়ে বসতে হবে ৬ যে কোনো বদলের মধ্যে কিছু বদলার ভূতও লুকিয়ে থাকে বীজের মতো ৭ যে কোনো ভালোবাসার পেছনে যদি একটা বাবুই পাখির বাসা থাকতো ! ৮ যে কোনো উঁচু গাছের ছায়ায় যতটা গর্ব আছে  ঠিক   ততটা শীতলতা নেই ৯ সব আকর্ষণের পেছনে শুধু চুম্বকত্ব থাকে না অনেক না বলা কথাদের গাজোয়ারি থাকে ১০ খুব লোভ হয় তোমার মতো নিজেকে বদলে ফেলি ,কিন্তু কেন ? ১১ . 'সব ঠিক হয়ে যাবে ' এ...

সংযুক্তা পালের কবিতা

Image
বাংলা সাহিত্য নিয়ে পড়াশোনা। বর্তমানে স্কুল শিক্ষিকা। বাড়ি কোলকাতা সংলগ্ন মহেশতলা এলাকায়। একাধিক পত্র পত্রিকার সঙ্গে যুক্ত। সাম্প্রতিক প্রকাশিত বইয়ের নাম 'অনভিপ্রেত ছায়া'। আজ জিরো বাউন্ডারির একক উদযাপন বিভাগে থাকছে কবির একগুচ্ছ কবিতা যা ভিন্নধর্মী এবং মননেও ভালোলাগার 1 :  স্বাভাবিক নগ্নতায় নারী তৃষ্ণা ধারণ করে;                   পুরুষের মতো। দুর্ভেদ্য শরীরে রজঃক্রিয়ার প্রবাহিত সুখে আত্মগোপন করে থাকে ক্ষরণের ইতিহাস। অন্ধকার ঘরের দরজায় কড়া নাড়লে স্বাভাবিক মৈথুন দৃশ্য;                       স্বাভাবিক ঈশ্বরের পরাজয়। জ্ঞানবৃক্ষের অসংখ্য ফল যেখানে প্রতিটা প্রশ্নের শেষে নগ্ন করে বারংবার সেখানে বেহিসেবি বাঁচতে চায় পুরুষেরা আর নারীরা বাঁচাতে চায় স্বভাবধর্মে।  2 : পুরুরবা সৌন্দর্য.......... অতিপ্রাকৃত দাসত্বের শক্তি আর অনেকটা পোষ মানা অনুরাগ দ্রাঘিমা ভেদ করে প্রতিটা জন্মে; লিবিডোরা অন্ধগলি না জেনেই মরে যেতে চায় অদ্ভুত অহংকারে , হয়তো সুখ এভাবেই আত্মমগ...

আলিমন নেছা মনির কবিতা

Image
এম জি সেক্টরে,একজন ওয়েলফেয়ার এক্সিকিউটিভ। দেশের বাড়ি দিনাজপুর।থাকেন গাজীপুর। দেশ বাংলাদেশ।  আলিমন নেছা মনি, উদ্ভিদবিজ্ঞানে অধ্যয়নরত, তীতুমীর কলেজ,মহাখালি,ঢাকা। আলিমন নেছার কবিতার মধ্যে স্বতন্ত্র এক সরল ভাষা যা পড়লে বোঝা যাবে এবং দীর্ঘ কবিতার রূপ আছে কিছুটা। ভুল অনুবাদ তোমাকে কাছে পাওয়ার চেয়ে বড় সুখ হয়ত পৃথিবীর আর কোথাও নেই। অরণ্য তোমাকে দ্বিতীয়বার স্পর্শ করে অামি সমস্থ সুখের অনুভুতি পেতে চাই। তবে প্রেমের নেশা আমার রক্তে নেই তবুও তার গন্ধ শুঁকি রাতের হাসনাহেনায় যখন মৌ মৌ সুবাসেই ঘর ছুয়ে যায়। আর আমি মাতাল হয়ে অনুভব করি তোমার রেখে যাওয়া স্মৃতির ডানায় আমার অশ্রু সজল চোখের তৃষ্ণা মেটাই। অরণ্য, আমি বড্ড বেশি সরল তুমি ছাড়া বেঁচে থাকবার কোন আশা নেই। এছাড়া আর কোন পথও খোলা নেই এই বস্তিতে তুমি ছাড়া কোথাও সুখ নেই। তোমাকে কাছে পাওয়ার চেয়ে বড় সুখ হয়ত পৃথিবীর আর কোথাও নেই। অরণ্য,তোমাকে ছাড়া আর কি ভাবব ? আমার ভাবনার আকাশ জুড়ে খোলা মাঠ যার ধারে সবুজ ঘাস তীব্র যাতানা সয়ে একফোঁটা বৃষ্টির সজীবতা নিতে আকুল হয়। কিন্তু বস্তি এখানে কোন মুক্ত বাতাস নেই সারাদিন মানুষের ...

রণজিৎ পান্ডের কবিতা

Image
1 :আস্তিকতার গান      -   -    -     -     - মিশ্রণের আগে যে স্বতন্ত্রতা লক্ষ্য করছি             তা যে সংঘাত থেকে সৃষ্ট এমনটি নয় তাই কঠিন কাজ করার জন্য আমি অলস ব্যক্তিটিকেই খুঁজছিলাম যেখানে সহজ  উপায় খোঁজার জন্য                    গ্রীষ্মকালীন কোন ছুটি থাকবে না আজ যে গাছটির নীচে বসে স্বস্তি নিচ্ছিলাম   সেটি যে অনেক আগেই  অঙ্কুরোদগম হয়েছিল                     তা নিশ্চিত ভাবেই বলতে পারি অতএব  সমুদ্রের জন্ম সাল খোঁজা  নিষ্প্রয়োজন যেভাবে গভীরতা নেবার জন্য গড় অঙ্ক কষা হচ্ছে  সেখানে ডুবে মরার বিপদ ও  রয়েছে চরম ভিতরটা তাই  সক্রিয় হয়ে উঠছিল বার বার কেন না  রাজনীতি করার জন্য আমাকে বেছে নেওয়াটাই  বড় দুর্নীতি  2 :মাথা      -   - নীচের দিকে তাকালেই দেখা যাচ্ছে           ...

সুকান্ত ঘোষালের কবিতা

Image
: প্রভুর দরজা ------------------ 'হে প্রভু আমাকে সমস্ত কুকাজ থেকে মুক্ত করুন' , কথাটা মনে মনে কয়েকবার উচ্চারণ করে বাড়ি থেকে বেড়িয়ে পড়ি। পাখির ডাকের নীচে দিয়ে-শিশুর হাসির শব্দের পাশ দিয়ে - বৃক্ষপল্লবের মধ্যে দিয়ে । এভাবে পুরো রাস্তাটা শেষ হয়ে যায় । প্রভুর বাড়ির সামনে এসে উপস্থিত হই । সেখানে হাজার হাজার মানুষের ভিড়। সবাই উপর দিকে হাত তুলে রয়েছে ,শরীর দুলছে সমগ্র বাঁদিক থেকে ডানদিক।জগতের কোন কিছুর প্রতি তাদের আকর্ষণ নেই।এমন কী টাকা-পয়সার উপরেও না। গম্ভীর গুঞ্জন উঠছে 'হে প্রভু আমাকে সমস্ত কুকাজ থেকে মুক্ত করুন।'  আমি ভিড় সরিয়ে এগিয়ে যেতে থাকি। যদিও এটা এখানকার নিয়মবিরুদ্ধ । কাঁধ দিয়ে ধাক্কা দিই। কারণ আমার হাতে বেশি সময় ছিল না। একসময় বহু চেষ্টায় একদম লাইনের সামনে চলে আসি। একজন ভদ্রলোক আমায় দেখে মুচকি হাসেন । যাকে আমি এর আগে কোন দিন হাসতে দেখিনি। 'আপনি সঠিক জায়গায় দাঁড়িয়েছেন, যেটা আগে থেকেই আপনার জন্য বরাদ্দ, এটা প্রভুর দরজার পিছনদিক' , তিনি বললেন। : সমাপ্তিভাষণ ------------------- আমাদের মধ্যে কেউ একজন,একটা নতুন জায়গা খুঁজে পেয়েছে । অথচ এটা নিয়ে আমার নিজের ভ...

মোনালিসা রেহমানের কবিতা

Image
1: যাদু - -   - মোনালিসা রেহমান আমি শপথ করে বলতে পারি তুমি যা বলতে চাও  আমি তোমার মুখ দেখলেই বুঝতে পারি আজকাল । যতই তোমার অবান্তর লাগুক এটাই সত্যি ভালবাসা শব্দটা আসলে একটা যাদুর মতোন...  যাদু টোনায় অদ্ভুত মায়াবী একটা শক্তি থাকে । সেই শক্তির জোরে মানুষ যেমন সবকিছু কেড়ে নিতে পারে  তেমনি আবার সবকিছু বিলিয়ে ও দেয় অকাতরে 2 অর্ন্তদৃষ্টি     - -  - - অবাধ্যতারও একটা বৃত্ত থাকে সেই বৃত্ত ভেঙে গেলে সহ্যের সীমা ছাড়িয়ে যায় ... বেপরোয়া খামখেয়ালিপনায় ধুঁকছে মন নিকষ কালো অন্ধকারে৷ সবকিছু বেমক্কাভুলে গিয়ে হাঁসফাস করে একলাজীবন৷ তোমার অন্তর্দৃষ্টিতে পড়ে সবকিছু কেমন জল হয়ে যায়৷  3:সোচ্চার -  -   -  -  - মোনালিসা রেহমান গনতান্ত্রিক অধিকার নিয়ে সোচ্চার আমরা অথচ নিজের প্রতি কত অন্যায় অবিচার চলে অবিরত কি প্রবলভাবে ফিরে যায় আমার অবদমিত আবেগগুলো... সেক্ষেত্রে আমার ভালো থাকার ইচ্ছের কাছে হার মানে আমার নিজস্বতা। তথাকথিত ভালো থাকার অভিপ্রায় নিয়ে বেঁচে থাকতে  থাকতে অভ্যস্ত হয়ে যায় শরীর । মন ও আব...

অভিজিৎ দাসকর্মকারের কবিতা

Image
আজও অনন্ত সম্মোহনের বেদনার জবানবন্দি লিখে চলেছি--- পদাবলীর পথের পাশের ছায়ায় আঁজলা ভরা জলও আজ সিম্বলিক   তবুও কেড়ে নিতে পারে চোখের আনন্দের জাতীয়তা__ অভ্যস্ত নদীটির প্রীতিভাজনেষু ভুলে গিয়ে এখনও আমি চিরন্তন সর্বভুক সর্বগ্রাসী সংকেত-ধ্বনির স্থিতিস্থাপকতায় হয়তো কলঘরে ডুবস্নান দিচ্ছি___