Posts

Showing posts from November, 2019

মুহাম্মদ ইসমাইলের কবিতা

Image
মুহাম্মদ ইসমাইল থাকেন ধুলিয়ান,  মুর্শিদাবাদে শিক্ষাঃ-ইংরেজি সাহিত্যে এম.এ  (বি.এড)    , কল্যানী বিশ্ববিদ্যালয় পেশাঃ২০১৩ সাল থেকে শিক্ষকতা কে, বি, এস স্কুল, মালদায়  বিভিন্ন পত্র পত্রিকায় লেখালেখির পাশাপাশি সমাজ সচেতনতামূলক ও অন্যায়ের বিরুদ্ধে   কলমের কালি ঝলসে ওঠে প্রতিনিয়ত।      আজ রইল কবির একগুচ্ছ কবিতা 1 : নোনা জলে  অতীতের স্মৃতিগুলো খেলা করে বর্তমানের দূষিত নোনা জলে, মধুর সে স্মৃতি গুলি   তিক্ত হয়ে আসে দলে দলে। কল্পলোকে ও  কালনাগিনীর ছায়া ধাওয়া করে প্রতিনিয়ত পেছন, নীল আকাশে রাক্ষসের রুদ্রমূর্তি হাড় ভাঙে,পাড় ভাঙে- তীব্র গর্জন    ।  বর্তমান কবেই হয়ে গেছে অতীত ভবিষ্যৎ সে  তো  ছলনাময়ী, অস্তিত্ব আমার বালুচরের আল্পনায়  জোয়ার-ভাটার ছন্দে ছন্দময়ী!!  2: শুকনো পাতার শব্দ শুকনো পাতার ঝনঝন শব্দে আমার হৃৎপিন্ড কেঁপে ওঠে সকাল পেরিয়ে গোধুলি বেলায় সবুজ পাতা হলুদ রঙে বিষন্ন, কাল অকাল হয়ে ছোঁ মারে বিষে বিষে বরফ গলে পড়ে  অতৃপ্তির আয়না জ্বলজ্বল করে ওই ঝরা পাতার শ...

অভিজিৎ দাসকর্মকারের কবিতা

Image
অভিজিৎ দাসকর্মকার থাকেন বাঁকুড়া জেলার বিষ্ণুপুরে। ইংরেজি সাহিত্যে স্নাতক । দীর্ঘদিন কবিতা চর্চা করছেন  , কিন্তু নতুন ভাবে তাঁকে দেখা যাচ্ছে কবিতার এক নতুন ভাষা নিয়ে  ,   আমরা তারুণ্যের উচ্ছ্বাস বা সাহস বলতেই পারি । কবিতা পাক্ষিক সহ বিভিন্ন পত্রিকায় দেখা যাচ্ছে তাঁর কবিতা ।  ব্ল্যাকহোল সাপ্তাহিক  এবং মল্ল সাহিত্য - নামে দুটি web magazine এর সম্পাদক ।  কবির এই নতুন পর্যায়ের উত্থান  জিরো বাউন্ডারি WhatsApp  group থেকে  , এটা অস্বীকার করার মতো নেই।  কবির সাহসকে জিরো বাউন্ডারি সম্মান জানায় ।  আজ রইল কবির একগুচ্ছ নতুন ভাষার কবিতা । (১) ১টি দশমিক কবিতা কয়েকটি বৃহত্তম পূর্ণসংখ্যার দশমিক ভগ্নাংশ বের করতে চাই--- ঠিক যেমনটা বাক্য(অংশ)গুলি প্রতিনিধিত্ব করে আমাদের ১৫মিনিটের ঘুমগুলিতে____ ১৮দ্বারা বিভাজ্য সংখ্যার দূরত্ব বাড়িয়ে দিয়েছে জোয়ার আর এদিকে (মরা) কোটালের ভাজ্য গুনিতকে জ্যোৎস্নাস্ফিতি_ অসহায় আমার হাত আর তোর দৃশ্যপট___ আসলে ঘরের (মহিলা) মানুষটির কাছে আমি একটি ব্যস্তনুপাতীক রাশিই ছিলাম,তাই সন্ধ্যেরা লেখার প্রয়োজনের সাথে...

গৌতম বাড়ই এর কবিতা

Image
গৌতম বাড়ই লেখালিখি ভালোবাসার টানে।জন্ম উত্তরবঙ্গের শিলিগুড়িতে,তরাই অঞ্চলে,মহানন্দার পাড়ে।বর্তমানে কর্মরত ভারত সঞ্চার নিগম লিমিটেডে আধিকারিক পদে।সতেরো বছর বয়সে একটি ছোটো গল্প প্রকাশিত হয় উত্তরবঙ্গ সংবাদে,  কবিতার দেশের নাগরিক।জীবনটা কবিতা রূপেই দেখেন । বর্তমানে কলকাতায় বাস ,চাকরী সূত্রে। এখানে ওখানে সোশ্যাল সাইটে বিভিন্ন লেখালেখি করেন । আজ রইল কবির দুটি কবিতা 1:  একাকীত্ব আকাশের ভাসাভাসা আলোয় বিষাদের মেঘ বুঝি এতো গাঢ় কালো! গাঙ্গেয় জলে বয়াগুলি স্মৃতি ধূসর। শ্যাওলা স্মৃতি গায়ে গায়। মাছরাঙা ঘুমায়। আমার ভগ্ন বিধুর কালো কালো সন্ধ্যায় নক্ষত্র একটি দুটি আবছা আরো দুর স্বজনে এ স্তব্ধতায় আমি একা শুধু এক। আমার সাথে আমার কথা থাকে অহরহ বিষাদের ভাগ শুধু একলা কাঁদে চারদেয়াল। উচ্ছাসে ভেসে যায় প্রাণ।উচ্ছাস ছোঁয় না আমায়।ধীর সে যুধিষ্ঠির। গায়ে গায়ে লেগে থাকা এ ব্যথা ছোঁয় না কেউ। পরিযায়ী পাখিরা শীত বসন্তে কোলাহল। পৃথিবীর দুধবাটিতে গা লেগে থাকা কিছু কিছু সর। শৃঙ্খলে বেঁধে  দেখিয়ে দেখিয়ে,বুঝি সবটুকু নাটকের মহড়া। আমার কঠোর কষ্ট যাপনের ব্যথা ব্যথ...

রাখী সরদারের কবিতা

Image
     শূন্য দশকের কবি রাখী সরদার । খুব দ্রুত উঠে আসা এক মুখ । ।প্রথম প্রকাশিত কাব্য গ্রন্থ "খয়েরি কেরকেটা।"কবিতা লিখতে ভালোবাসেন।বিভিন্ন পত্রিকায় লেখালেখি করছেন।কবিতার পাশাপাশি ছোটগল্প ও প্রবন্ধ ও লেখেন।রবীন্দ্র সংগীত গাইতে ভালোবাসেন। জিরো বাউন্ডারি WhatsApp group এ তাঁর কবিতা নিয়মিত পঠিত হয় । আজ রইল কবির একগুচ্ছ প্রাণবন্ত কবিতা । 1: অভূতপূর্ব দৃশ্য       এতগুলো নষ্ট রাত‌ একসাথে জড়ো হয়েছে।মনে হচ্ছে যুদ্ধ সমাগত। আমি ঢাল তুমি তরোয়াল দুজনের মধ্যিখানে শান দিচ্ছে স্পর্ধা। সুপ্রাচীন নক্ষত্রেরা অস্ফুট তাকিয়ে প্রতিবেশী গাছেরা অধীর। কি হয়,কি হয়! তুমি গাঢ় লাল হয়ে আমার দিকে এগিয়ে আসছো ,ছুঁড়ে দিচ্ছো তন্ময়  জখম। আমি শান্ত অনুরাগে কুড়িয়ে  নিচ্ছি আঘাত, অতুলনীয় সন্তাপ। যেন দহনে অভিমানে সন্ধিস্থাপন ...      2 : আদিমতা    হে আমার অক্লান্ত ঈশ্বর একের পর একের দেহে নিজেকে বিছিয়ে রেখে আমি কি ভুল করেছি! এই বরাভয় খিদে তুমিই তো প্রোথিত করেছো যাবতীয় শরীর সায়রে। এখন প্রবল জলোচ্ছ্বাস ভেঙে যায় দেহের আগল। ম...

সন্দীপ গায়েনের কবিতা

Image
কবি পরিচিতি:     সন্দীপ গায়েন---জন্ম, ১২ অক্টোবর ১৯৭২, দক্ষিণ ২৪ পরগনা,মন্দির বাজার থানার অন্তরগত পাঁচনন গ্ৰামে। পিতা, মৃত রাধিকা চরন গায়ে; মাতা,যমুনা গায়েন। শিক্ষা:-- পাঁচনন হাই স্কুল , পরে হটুগঞ্জ এম, এন কে বিদ্যালয় এবং শেষ গৌর মোহন শচীন মন্ডল মহা বিদ্যালয় থেকে স্নাতক হন। লেখালেখি:-- ১০ বৎসর বয়েসে বোম্বে কলাবার এল,আই সি কোম্পানির শ্লোগান প্রতিযোগিতায় প্রথম স্থান। সরকারী ভাবে রবীন্দ্রনাথের ১২৫ বৎসর পূর্তি সাংস্কৃতিক প্রতিযোগিতায় স্বরচিত কবিতা ও প্রবন্ধ লেখায় প্রথম স্থান অধিকার করেন।  বিভিন্ন ম্যাগাজিনে ছড়া কবিতা গল্প প্রকাশিত হচ্ছে। প্রায় সমস্ত লেখার মধ্যে সমাজের নানা দিক ও তার পরিবর্তনের ডাক পাওয়া যায়।. আজ রইল কবির দুটি কবিতা ।    1:বাঁচার অধিকারে : কপালে তার লাল টিপ শাঁখা ভাঙা পলা পাড় বাঁধা তোলা কাপড়ে ইতি টানে পুরোন নোয়া জোড়া দুহাতে এক হাতে হাত পাতে অন‍্য হাতে মাথা আটকে ঘোমটাকে ক'ষে ধরে টুঁটির কাছে যেখান থেকে খাদ‍্য বাতাস জল নীচের দিকে নেমে আসে বাঁচার অধিকারে আগে কখনো দেখিনি তার দেখে বোঝা যায় এখনো পরা কাপড় গাড়ি মোছা নেকড়া হয়ন...

আমিনুল ইসলামের কবিতা

Image
মুর্শিদাবাদের তরুণ কবি আমিনুল ইসলাম  নিজস্ব ভাষা শৈলী খুঁজে নিতে চেষ্টা করছেন । আমাদের জিরো বাউন্ডারি  whatsApp group  এ ব্যাপারে তাঁকে অনেকটা support দিয়েছে। তরুণ এই কবি  ভুবনডাঙা  ম্যাগাজিনের সম্পাদক । আজ রইল কবির একগুচ্ছ কবিতা যা ভিন্নধর্মী । পাঠকের ভালো লাগবে আশা করি । ১:নিকোটিন ও রাখাল লক স্ক্রীনে বসন্ত এসে গেলেও হোম ওয়ালে ফুটে উঠছে দাবদাহ, এ এক অপরূপ কারুকাজ নিমেষেই অটো অ্যাডজাস্টমেন্টে গোধূলি ডেকে নিলে মাঠ থেকে ফিরবে রাখাল তোমার চুল এইমাত্র একঝাঁক বৃষ্টি জানান দিলে আনন্দে জ্বলে ওঠে ইনবক্স ভয়েস পারাপারে প্রজাপতি রং ওড়নার সহবাসে নীরব মুঠো ফোন তৎক্ষণাৎ ভিজুয়্যাল হয়ে উঠছে লিপস্টিকের কারসাজি আর অনবদ্য পুড়ছে প্রগ্রেসিভ ওয়ালপেপার- ২:  অধুনান্তিক ওয়েদার রিপোর্ট এল.ই.ডি ফুল ফুটে উঠলেই উন্মাদনায় ভাসছে শহর তোমার-আমার, সবার প্রিয় কলকাতা। কিছু জোনাকির স্ক্রীনশট পাঠানো হলো জানালায় ড্রপবক্সে এযাবৎ আপডেট সংগ্রহে গোলাপের পাপড়ি গুলিবিদ্ধ হলে উপসি সামনের করুন টেবিল কফি হাউসের ওয়েটারও জানে তোমার ডিয়োড্রেনটির পরিধি- এখন গেম প্লাজায় ট...

সবর্না চট্যোপাধ্যায়ের কবিতা

Image
খুব দ্রুত উঠে আসা এই সময়ের এক মুখ সবর্না চট্যোপাধ্যায় । তরুণ এই কবির কবিতার মধ্যে শব্দ চয়নের দারুণ নিজস্বতা আছে এবং সেই সঙ্গে কবিতার মধ্যে থাকে অদ্ভুত মায়াবী কুহেলিকা  ,  অথচ শব্দ ব্যবহার তেমনই সাবলীল । প্রায় সমস্ত প্রথম শ্রেণীর পত্রিকায় লিখছেন কবি । 2018 সালে  সিগনেট প্রেস থেকে প্রকাশিত তাঁর কাব্যগ্রন্থের নাম  -চারদেওয়ালি চুপকথারা  । আজ রইল কবির একগুচ্ছ কবিতা । পাঠকের ভালো লাগবে আশা করি 1:খোলস বায়ু খামচে পড়ে আছে সোনার গোসাপ মাটির নীচে এক প্রত্ন-খোলস, তোমাকে চির নবীন মনে হয়! রক্তক্ষত পুষে রাখা আয়নায় জং-দাগ, তপ্ত বালির ভেতর ডেকেছে  বহুবার, ' এই তো এসেছি  কুসুম'। যেন এক বীণ বেজে ওঠে। নেচে ওঠে তন্বী কোমর... আলগোছে দুলে ওঠে লোল জিভ... নিভে যায় ঘুম। হিপনোটিজম চলে-----' কথার'। অথচ আমার কোন কথা জানা নেই, 'তুমি ছাড়া'! 2:আহ্নিক অরণ্যে রোদন একি আত্মহত্যা? সারসেরা ঘিরে ধরে ফাঁদ পাতে নিশ্চুপে। ষড়যন্ত্র শেষের আগেই মৃত্যু হয় আমার… ছড়ানো ওষুধের মতো তেমন প্রমাণ নেই কোন বারবার অন্তর্ঘাতে শুকিয়েছে জল, কাষ্ঠল শরীরে ভরা কুঠারের দাগ! ধু...

জিরো বাউন্ডারির web magazine সংখ্যা

মনে হয় কেউ রিপোর্ট করায় গত ৩১শে অক্টোবর প্রকাশিত হওয়া ম্যাগাজিনের সমস্ত লিংক ফেসবুক থেকে ডিলিট করা হয়েছে। কিন্তু এভাবে তো আটকানো যায় না সাধু কাজকে। আপনারা ধৈয্য সহকারে নিচে দেওয়া লিংকে ক্লিক করুন আর পোস্টপেজে দেওয়া লিংকটায় গেলে আপনারা ম্যাগাজিনে ঢুকতে পারবেন। সবাইকে অনুরোধ পোস্টটি শেয়ার করার। শুভেচ্ছা সকল পাঠক ও লেখকদের। ম্যাগাজিনের লিংক :-   https://0boundarykabita-2019.blogspot.com/?m=1 https://0boundarykabita-2019.blogspot.com/?m=1