ইন্দিরা ব্যানার্জির কবিতা

ইন্দিরা ব্যানার্জী ঠিকানা: সারদা সরণী থানা-বারাসাত পোস্ট-হৃদয়পুর পেশা: শিক্ষিকা বিড়া বল্লভপাড়া শান্তি পিপাসা বালিকা বিদ্যালয় আজ জিরো বাউন্ডারির একক উদযাপন বিভাগে থাকছে কবির একগুচ্ছ কবিতা ১ : পরিক্রমণ একার যখন ভাবি সামলে নিয়েছি, ভাঙা কাঁচের টুকরো জীবন, তখনই দমকা হাওয়া বয়; পুণরাবৃত্তিতে মুঠো থেকে জল গড়ানোর বেলা আসে হারাতে হারাতেও হারাবার খেয়াল বাষ্প হয় না; সত্যিই কী ভাগ্য খোদাই থাকে প্রস্তরে? এদিকে মাথা কুটি দুবেলা তার পায়ে অবসাদের কী প্রবল মাধ্যাকর্ষ; কোন পাতালপুরী আমার দেশ? নিজের নিঃশ্বাসে বিষের অস্তিত্ব কারুর কারুর এভাবেই চলতে থাকে পরিক্রমণ... ২ : অনুচ্চারিত গড়তেই তো চেয়েছিলাম, এক অলৌকিক জগৎ; যার প্রতি কোণে কোণে রহস্য,পরতে পরতে রোমাঞ্চ বৈধ-অবৈধের বেড়াজাল ভেঙে, চার দেওয়াল জুড়ে স্বপ্নিল আবরণে; বৈচিত্রতা নয় বাঁচার প্রয়োজনে সম্পর্কের দাঁড়িপাল্লায় বাটখারা না হয়ে পিছনোর সংকেত আসে এগিয়ে চলা পথে, অজানা আতঙ্ক অযাচিত মেঘ; তবে সঙ্গী-সফর সবটুকুর নিয়ন্ত্রক সময় গোটাবে যখন তখন বিছানোই বা কেন? উত্তর জানা থাকলেও উচ্চারণে জড়িয়ে আসে জিভ ৩ : পরিবর্...